নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা যুদ্ধে তিন অজানা বিদেশী কে আমার স্যালুট

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮


দ্যা লাভ লেটার চিত্রকর্মটি

টিল অভ লিমবার্গ
৪র্থ অক্টোবর ১৯৭১ সাল বেলজিয়ামের ‘হেট ভোক’ পত্রিকায় এক ব্যাক্তি ফোন করে জানায় তার কাছে প্রখ্যাত ওলন্দাজ চিত্র শিল্পী ভেরমিয়ার ‘দ্যা লাভ লেটার’ তৈলচিত্রটি আছে। এই মাষ্টার পিস টি ২৪ শে সেপ্টেম্বর ব্রুসেলস ফাইন আর্টস থেকে চুরি যায়। তখন এটির বাজার মূল্য ছিল ৫০ লাখ ডলার। ঐ ব্যাক্তি জানান তিনি ঐ মাষ্টারপিস টি চুরি করেছেন। যদি কর্তৃপক্ষ বাংলাদেশী শরনার্থীদের ৪০ লক্ষ ডলার কারিতাসের মাধ্যমে প্রধান করে তবে তিনি ঐ চিত্রকর্মটি ফেরত দিবেন। আর গ্যালারীতে যে চিত্রকর্মটি ঝুলানো আছে সেটি নকল। এবং এই অর্থ দিতে হবে একটি টেলিভিশন সংস্থার উপস্থিতিতে যারা অনুষ্ঠানটির সরাসরি প্রচার করবে।

পত্রিকার মতে ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ জানিয়েছেন একদিনের মধ্যে এধরনের চুক্তি করা ও টেলিভিশনে প্রচার করা অসম্ভব।

অজ্ঞাতনামা এ ব্যাক্তি নিজের নাম দিয়েছিলেন ‘টিল অভ লিমবার্গ’। টিল ইউলেনাস পিগেল ছিলেন রবিন হুডের মত কিংবদন্তী। যিনি বড় লোকদের ধন ডাকাতি করে গরীবের মধ্যে বিলাতেন। টিল অভ লিমবার্গ আরো ঘোষনা দেন তার দাবী না মানলে পৃথিবীতে যে কটি ভেরমিয়া আছে তার সবকটি চুরি করবেন। উল্লেখ্য সর্ব সাকুল্ল্যে ভেরমিয়া আছে মাত্র ৩৯টি।

ব্রুসেলেসের দৈনিক ‘ল্য সোয়ের’ এ ফোন করে টিল প্রথম এ সংবাদটি জানান। পত্রিকা তাকে প্রথমে প্রমান দাবী করে। প্রমান হিসাবে তিনি এক ফটো সাংবাদিক কে বেলজিয়ামের গহীন অরন্যে নিয়ে যান এবং সেখানে তাকে ছবি তোলার সুযোগ দান করেন। কিন্তু ওলন্দাজ জাতীয় জাদুঘরের পরিচালক ডাঃ এ এফ এ ভন সেন্দেল পরে বলেন ওই চিত্রকর্মের ছবি প্রমান হিসাবে জোরালো না কারন এটি প্রতিরূপ ও হতে পারে।

আজো ব্যাপারটি ধোয়ায় আচ্ছন্ন। সত্যি টিল চুরি করেছিল কিনা আমি জানি না কিন্তু টিল আমাদের যুদ্ধে যে সহমর্মিতা দেখিয়েছিল তার জন্য স্যালুট।

মসিয়ে প্রেমা যা করলেন

১৯৭১ স নে অনেক সাহায্য সংস্থা এগিয়ে এসেছি বাঙ্গালী শরনার্থীদের সাহায্যে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল রেডক্রস। এপ্রিলের একেবারে শুরুতেই রেডক্রস একটি আন্তর্জাতিক দল ঘোষনা করে মেডিকেল সাপ্লাই নিয়ে করাচীর পথে রওনা দেয়। পাকিস্তান সরকার তাদের করাচীতে আটকে দেয়। কমিটির সহ সভাপতি জ্যাক প্রেমা মনে করেন যদি সরাসরি ঘোষনা না দিয়ে গোপনে যেতেন তাহলে পাকিস্তান সরকার হয়ত বাধা দিত না।

মসিয়ে প্রেমা ছিলেন জেনেভা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্টাটিজের পরিচালক। রেডক্রসের কিছু নীতি নিয়ে এর আগেও তার সাথে বিরোধ হয়েছে। তার ধারনা তার মতামত গ্রহন না করারা জন্য পূর্ব পাকিস্তানে ত্রান নিতে পারে নি। সুতারাং এর প্রতিবাদে তিনি সহসভাপতির পদ থেকে ইস্তাফা দেন।

স্যালুট মসিয়ে প্রেমা

যোগার কর এক পাউন্ড
কীথ ওয়াটার হাউস। লন্ডনের ডেইলি মিররে নিয়মিত কলাম লিখতেন। জুন ৯ তারিখ পত্রিকার প্রথম পাতায় পাতায় তিনি লিখলেন তার কলাম টি বৃহস্পতিবার বের হবার কথা কিন্তু তিনি বুধবার লিখছেন কারন সময় নেই, এক দিন অনেককে বাচাতে পারে মৃত্যু থেকে।

কীথ লিখেছেন সময় নষ্ট করার সময় নেই। বরং এটি করুন দুপুরের আগেই করুন।
যোগার করুন একটি খাম।
কলম হাতে নিন।
খামের ওপর লিখুন
SAVE A LIFE
BOX-189, DAILY MIRROR
1 THABIS IN LONDON

আপনার হয়ত অন্য দাতব্য সংস্থা আছে। হয়তো ঠিকানা পাচ্ছেন না। হয়তো ভাবছেন আমার এই দান কতটুকু যাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায় কত টুকু যাচ্ছে ভূক্তভোগীর কাছে? ওসব দ্বিধাদ্বন্দ্ব জাতিসংগের ওপর ছেড়ে দিন। বরং খামের ওপর তিন পেনীর একটি টিকিট লাগান, এক পাউন্ডের একটি নোট নিন, যদি না থাকে তবে ধার করুন, গ্যাস মিটারের জন্য রাখা টাকা থেকে নিন, বাচ্চার পকেট মানি থেকে নিন, বাড়ী ভাড়া থেকে নিন, কিছু বিক্রি করুন না হলে বন্ধক রাখুন। খামে এক পাউন্ডের নোট টি রাখুন। পোষ্ট করুন তাতেই একটি জীবন বাচবে।

ধন্যবাদের আশা করবেন না। কারন কীথের ভাষায় – Because you will have done the absolute minimum that will entitle you to go an living on this bloody awful revolving globe. ১১ জুনের কলামটি ছাপানোর পর তখনকার দিনে ৩৩৪০০ পাউন্ড পাওয়া গেছিল দু’দিনের মধ্যে।

কীথ কি একটি স্যালুট আপনার আমার কাছ থেকে পায় না?

কৃতজ্ঞতাঃ মুনতাসীর মামুন এর অন্যরকম যুদ্ধ

মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

বোকামন বলেছেন: স্যালুট

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

শের শায়রী বলেছেন: স্যালুট টু দেম

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
স্যালুট টু দেম। চমৎকার পোস্ট।
আমার কমেন্টস যেটায় ছিল ওটা ডিলিট করসেন /:) ||

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

শের শায়রী বলেছেন: সর‌্যি মুন ভাই ওইটা ডিলিট দিছি এইটা রাখচি। খেয়াল করারা আগেই ডিলিট দিয়া দিছি মাফ চাই ভাই। অনেক অনেক ধন্যবাদ

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রথমে দুবার দেখে একটু সন্দেহ হচ্ছিল পোষ্ট নিয়ে পরে দেখলাম একটি সরিয়ে দিয়েছেন। পোস্টে যথারীতি ++++++++++++++++++

আমি আপনার পোস্টের জন্য তীর্থের কাকের মত অপেক্ষা করি আর বর্তমানে সামুতে খুব কম যেসব পোষ্ট পড়ে ভাল লাগে তার মধ্যে আপনি প্রথম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

শের শায়রী বলেছেন: আমার অশেষ কৃতজ্ঞতা জানবেন ভাই।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

মুদ্রা সংগ্রাহক বলেছেন: অনেক নতুন নতুন তথ্য আপনার পোস্ট পড়ে জানতে পারি....চালিয়ে যান.....

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

শের শায়রী বলেছেন: এ আমার পরম সৌভাগ্য জানবেন। ভাল থাকুন নিরন্তন

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

তারছেড়া লিমন বলেছেন: টিল অভ লিমবার্গ , মসিয়ে প্রেমাকীথ ওয়াটার হাউস আপনাদের স্যালুট জানাই। এছাড়া আর কিছু্ই দিতে পারবোনা.........কারন ৭১ এর অপশক্তিরা আমাদের সূর্য সন্তানদের আদর্শ থেকে দূরে রাখার চেষ্টা করেছে বার বার তাই আপনাদের দান আমরা বেমালুম ভুলে বসে আছি। পারলে ক্ষমা করবেন।।।।।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

শের শায়রী বলেছেন: ভাই এই সব মানুষ গুলোর জন্য স্যলুট অনেক কিছু। এরা কোন কিছু পাবার আশায় আমাদের কে সাহায্য করে নি। এরাই সত্যিকারের বীর। মুখোশধারী বীর না। চলুন আবার একটা স্যলুট দেই।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার পোস্ট।
স্যালুট টু দেম।

++++++++++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

শের শায়রী বলেছেন: মাই হ্যাটস অফ টু দেম

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

একজন আরমান বলেছেন:
চমৎকার পোস্ট।

স্যালুট দেম।

পোস্ট প্রিয়তে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

শের শায়রী বলেছেন: ব্রো আপনার মত এক জন গুনী ব্লগার আমার লেখা প্রিয়তে নেয়, ভীষন ভাল লাগল। কৃতজ্ঞতা জানবেন।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

বয়ানবাজ বলেছেন: উনাদের স্যালুট।

আর আপনি কি জানেন, আপনি আমার অনুসারিত?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

শের শায়রী বলেছেন: ব্রো আমার অশেষ কৃতজ্ঞতা জানুন, আমার মত সামান্য একজন যে কারো অনুসারিত হয় এই তো আমার অশেষ পাওয়া। ভাল থাকবেন সব সময়

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

আমি তুমি আমরা বলেছেন: স্যালুট এইসব বিদেশী বন্ধুদের

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

শের শায়রী বলেছেন: মাই হ্যাটস অফ টু দেম

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮

একজন আরমান বলেছেন:
হা হা।
মাঝ রাতে হাসালেন।
আমি আর গুনি !
নো ওয়ে !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

শের শায়রী বলেছেন: ভাই রে বিনয় আছে দেখেই ব্লগিং করতে এখন ও ভাল লাগে।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২০

আমিই মিসিরআলি বলেছেন: ধন্যবাদ অজানা তথ্য জানানোর জন্য

স্যালুট জানাই সেইসব প্রকৃত মানুষদের

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

শের শায়রী বলেছেন: স্যালুট জানাই সেইসব প্রকৃত মানুষদের

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

রোজেল০০৭ বলেছেন: স্যালুট তাদের সবাইকে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

শের শায়রী বলেছেন: স্যালুট তাদের সবাইকে।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: স্যালুট !!!

আমরা তোমাদের ভুলবোনা।

একজনের কথা পড়েছিলাম যিনি খুব সম্ভবত ফরাসী, একটা প্লেন হাইজ্যাক করেছিলেন। সারা বিশ্বের আনাচে কানাচে খুঁজলে মুক্তিযুদ্ধের অনেক বন্ধু পাওয়া যাবে ।

লেখাটা সিরিজ আকারে নিয়ে যেতে পারলে দারুন হয়।

+++++++++++++++++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

শের শায়রী বলেছেন: ভাল কথা বলছেন। চেষ্টা করব সিরিজ করার। ধন্যবাদ ব্রো

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

বইয়ের পোকা বলেছেন: তারা কি মুক্তিযুদ্ধের সম্মাননা পেয়েছেন?? আমরা যেসব বিদেশী বন্ধুদের সম্মানিত করলাম, তাদের নাম কি সেখানে আছে??

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

শের শায়রী বলেছেন: আমার কাছে এই ব্যাপারে পূর্নাঙ্গ লিষ্ট নেই। তবে যতদূর খেয়াল আছে এদের নাম নেই।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

জাকারিয়া মুবিন বলেছেন: হ্যাটস অফ টু দেম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

শের শায়রী বলেছেন: হ্যাটস অফ টু দেম।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

শিশেন সাগর বলেছেন: ++++++++salute

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

শের শায়রী বলেছেন: হ্যাটস অফ টু দেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.