নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা ঢাকা ভার্সিটির অস্ত্রবাজরা -শেষ পর্ব

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯



আমার জানা মতে সে সময় ক্যাডাররা নারী সংসর্গ কিছুটা এড়িয়ে চলত। তখনকার হিরোইজম ছিল মেয়েদের পাত্তা না দেয়া। আমার জানা মতে কোন ক্যাডারের কোন প্রেমিকা ছিলনা। আর ভাল লাগছে না পুরানো সেই সব স্মৃতি টেনে আনতে। আরো কিছু কথা ছিল এখন আর বলব না। পরে আর কোন দিন। এ সিরিজে এটা আমার শেষ লেখা। একটা কথা খুব পরিস্কার দ্ব্যর্থহীন ভাবে জানাতে চাই আমি আমার অতীত নিয়ে কোন দিন লজ্জিত না। আমার অন্ধকার দিক থেকে আমি যা জেনেছি তা আজকে আমাকে এই পর্যন্ত আসতে সহায়তা দিছে।



সবচেয়ে খারাপ বিষয় ছিল তখনকার ক্যাডারদের নেশার ব্যাপারটা। সবাই মোটামুটি ফেন্সিডিলে আস ক্ত ছিল। কেউ কেউ আবার ঘুমের ট্যাবলেট। আপানাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে এরা যেকোন সময় প্রতিপক্ষের আক্রমনের শিকার হতে পারত। সাময়িক হিরোইজম থাকলেও ভবিষ্যত নিয়ে হতাশা থেকে এরা কিন্ত নেশা করত। ওই সময় কিন্তু নিরিহ ছাত্রদের ওপর অত্যাচার কে কাপুরুষতা হিসাবে গন্য হত।



জাকির কে বলা হয় অভির পর এত কোয়ালিটি অস্ত্রবাজ ক্যাম্পাসে কেঊ পায়নি। কিন্তু জাকিরের ফালতু নেতৃত্বের অভাবে বেশ কিছু সম্ভাবনাময় জীবন নষ্ট হয়ে যায়। কেউ কেউ তারপরও বের হয়ে আসে। চলুন দেখি ওদের কজনা কেমন আছে।



খালেদঃ কিং খালেদ নামে পরিচিত ছিল। ভীষন ষ্টাইলিশ ছেলে। মেট্রিক, ইন্টারে ষ্টার সহ ঢাবিতে কেমিষ্ট্রিতে ভর্তি হওয়া। ভীষন সাহসী। অসম্ভব বন্ধু বৎসল। প্রচন্ড হতাশার কারনে নেশার কাছে আত্মসর্মপন করে। ভার্সিটির পড়াশুনা শেষ করতে পারেনি। ক্ষমতার পট পরিবর্তনের পর সিঙ্গাপুর যায়। দু বছর পর দেশে এসে। বর্তমানে বিরাট একটি বেসরকারী অফিসে সিনিয়র ম্যানেজার হিসাবে নিজের যোগ্যতা প্রমান করে যাচ্ছে।



রুনুঃ আমার দেখা সবচেয়ে সাহসী ছেলে। ভীষন ঠান্ডা প্রকৃতির। ওর চোখ দুটি ছিল সাপের মত। অনেকেরেই দেখছি ওর চোখের দিকে তাকালে সব ভূলে যেত। জাকিরের সাথে অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে ধরা খায় কিন্তু তাৎখনিক তদবিরে বের হয়ে আসে। ডিবি পুলিশের মাইরে এখনও হাটতে কষ্ট হয়। কিন্ত পড়াশুনা চালিয়ে যায়। বর্তমানে এ বিদেশে অবস্থান করছে



মিলনঃ ম্যাথের ছাত্র।জাকির গ্রুপের এক মাত্র ছেলে যে কখনও নেশা করেনি। অসাধারন ভালমনের ছেলে ছিল। জাকিরের সাথে ডিবি পুলিশের হাতে রুনুর সাথে ধরা খায়। দু বছ্র জেল খেটে ছাড়া পেয়ে আবার পড়াশুনায় মনোনিবেশ করে। এবং ম্যাথ থেকে মাষ্টার্স করে। বর্তমানে বহুজাতিক কম্পানিতে বিদেশে কর্মরত আছে।



তাপসঃ বিরাট চালু পোলা। অনেক আগেই বুজতে পারছে এ লাইনে ভাত নাই তাই খুব তাড়াতাড়ি হল ছেড়ে খালাতো বোন বিয়ে করে ছাত্র অবস্থায়। এখন হজ করে বিরাট এক মার্চেন্ডাইজারের দেশি বস।



টিটুঃ প্রচন্ড নেশা করে শেষ হয়ে যাবার পথে ছিল। খুব একটা সাহস ছিলনা কিন্তু উপস্থিত ভাব দিয়ে যে কোন পরিস্থিতি থেকে বের হতে পারত। এক পর্যায়ে স্কটল্যান্ড চলে যায়। বর্তমানে দেশে একটি ফোন কোম্পানীতে চাকুরীরত।



ডনঃ প্রচন্ড ইমোশনাল। ইংরেজীতে পড়ত। প্রচন্ড ঘুমের ট্যাব্লেট খেত, মুড়ির মত হাতের তালুতে করে নিয়ে গিলে ফেলত। অনার্স করে পরে একটি কলেজে শিক্ষকতা করছে।



ডগ শিশিরঃ হলে কুত্তা পালত তাই এর নাম ছিল ডগ। এক মাত্র এই বান্দাই এখনো রাজনীতি করে আমার ব্যাচের। এখন ও হাকিমে গেলে দেখা পাইতে পারেন। ভালই করছে রাজনীতিতে। এখন পাচ ওয়াক্ত নামাজ পরে। অনেক চেঞ্জ। বর্তমানে এক আওয়ামী নেতার ব্যাবসা দেখাশুনা করে।



আসাদঃ এক সময়ের ঢাবির ছাত্র দলের সেক্রেটারী।



শিমুলঃ বর্তমানে খুব জাদরেল নেতা। শুনছি, তারেক জিয়ার খুব কাছের মানুষ।



এই পর্যন্ত থাকুক। আর না। ভাল লাগে যখন দেখি সবাই বেশ ভাল আছে। আসলে কোয়ালিটি থাকতে হবে। তাইলে যে কোন খানে ভাল করা যাবে। আনেক রাজনীতির গল্প বললাম। এদেশের নষ্ট রাজনীতি চেঞ্জ করতে হবে। আমি আশাবাদী আমরা পারব। আমরা কিন্তু ঘুমাই নি। জেগে আছি। সময় মত গা ঝারা দেব। এই আমার দেশ। আমার বাংলাদেশ। (শেষ)



ভার্র্সিটির অন্যান্য পোষ্ট



আমার দেখা ঢাকা ভার্সিটির অস্ত্রবাজরা

আমার দেখা ঢাকা ভার্সিটির অস্ত্রবাজরা - ২য় পর্ব

আমার দেখা ঢাকা ভার্সিটির অস্ত্রবাজরা - ৩য় পর্ব

বিধাতার অসীম করুনা চমৎকার সব মানূষগুলোর সাথে আমার পরিচয় ছিল

মন্তব্য ১০১ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

অণুজীব বলেছেন: খুব দ্রুতই শেষ করে ফেললেন মনে হয়। :(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

শের শায়রী বলেছেন: :) :) :)

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

আদম_ বলেছেন: আমার জীবনে যত গুলা বদপোলা দেখছি ; শালারা সব গুলাই ছিল অত্যন্ত মেধাবী, হেব্বি ট্যালেন্ট। কিন্তু কোনোকারণে তারা লাইনচ্যুত। এখানেও দেখি একই অবস্থা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

শের শায়রী বলেছেন: সবাই না ভাই কেউ কেউ

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
সিরিজ শেষ হয়ে যাওয়ায় একটু খারাপ লাগতেসে তবে চমৎকার এন্ডিং হৈসে। * আগের পর্বের লিংক গুলা পোস্টের শুরুতে দিলে মনে হয় বেটার হতো ||

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই। পরে এডিট রে দেব আজকের মত আমার ডিউটি শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

ডাব্বা বলেছেন: এটা ডকুমেন্ট হয়ে থাকবে। সাবধান।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

শের শায়রী বলেছেন: কিসের ডকুমেন্ট ভাই? আর কিসের সাবধান? আমি তো কোন রাষ্ট্রীয় গোপন তথ্য ফাস করছি না

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ভাই এইটা কি করলেন এইখানেই শেষ করে দিলেন ?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

শের শায়রী বলেছেন: ভাই স্মৃতি বড় বেদনা

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

অেসন বলেছেন: তখনকার ছাত্র রাজনীতি বা ক্যাডার রাজনীতি সম্পর্কে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কারন এখনকার ছাত্রদের ঐ সময় সম্পর্কে কোন ধারনাই নেই। ঐ সময়ে ক্যাডাররা ছিল ক্যাম্পাসের বীর। আর এখন
মিডিয়ার যুগে অস্ত্র হাতে কোন ছাত্র ভিলেনে পরিনত হয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০

শের শায়রী বলেছেন: বুজছি না এখন কারদের নিয়ে কি বলব। আমরা সিনিয়রদের সন্মান দিতাম

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

ছোট নদী বলেছেন: পড়তে পড়তে হতাশ হয়ে গেলাম আমাদের দেশের ছাত্ররাজনীতির ফলাফল দেখে। আপনার লেখায় অনেকে হয়ত মূল জীবনের স্রোতে ফিরে আসতে পেরেছে কিন্তু জীবন থেকে হারিয়ে যাওয়ার সংখ্যাই বেশী।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪১

শের শায়রী বলেছেন: একমত জীবন থেকে হারিয়ে যাওয়ার সংখ্যাই বেশী

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

একজন অপদার্থ বলেছেন: ইশ সিরিজটা আরেট্টু বড় হইলে ভালো আরো হইতো। আমন সাহসী লেখা ও আরো স্মৃতিচারণমূলক লেখা পড়ার আশায় রইলাম।

--------------------------------------

দেশ নিয়া একটাই কথা-
*** এই জানোয়ারদের হত্যা করতে হবে***

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪২

শের শায়রী বলেছেন: দেশ নিয়া একটাই কথা-
*** এই জানোয়ারদের হত্যা করতে হবে***

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

আমি মুখতার বলেছেন: ইডা কিডা করলেন!!!! X(( X(( X(( X((

এত আগে শেষ করি দিলেন??? এখন আমি খামু কি???

পুষ্টে মাইনাচ!!! :-P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

শের শায়রী বলেছেন: আমি বিচলিত!!!!!!!!!!!!!!

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: boss, shesh koiren na, aro post den. Ami o kisu post dibo , ekhonkar polapan guli abal. Kissu buje na. Era rape r tender buje, faltu polapan. Amra valoi silam. King of the time.

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৪

শের শায়রী বলেছেন: এখন কার ছেলেরা কেমন তা জানি না তবে আমরা জানি জীবন কি? কি বলেন?

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

লিন্‌কিন পার্ক বলেছেন:

খুব দ্রুত সমাপ্তি টানলেন !! ভাল লাগল :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

নাজির বলেছেন: ধন্যবাদ চৎকার একটা সিরিজের জন্য। অনেক কোতুহলী অজানা কথা জানতে পারলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

বইয়ের পোকা বলেছেন: সবা্ইতো দেখি ভালই আছে, এখন??

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮

শের শায়রী বলেছেন: আমার বন্ধুরা খারাপ কেন থাকবে? :)

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

রাজকুট বলেছেন: জাকিরের কি হল শেষ পর্যন্ত?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

শের শায়রী বলেছেন: আমি ঠিক জানি না। তবে শুনছি মতিঝিলে কি যেন করে

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

শ।মসীর বলেছেন: ওই সময় কিন্তু নিরিহ ছাত্রদের ওপর অত্যাচার কে কাপুরুষতা হিসাবে গন্য হত - আর এখন এটাই হিরোইজম !!!

সবাই দেখি বেশ ভাল আছে :-*

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

শের শায়রী বলেছেন: আমার বন্ধুরা খারাপ কেন থাকবে? :)

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

শুভ্রনীল_প্রতীক বলেছেন: অসাধারন একটা সিরিজ। অ...সা...ধা...র...ন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

রাইসুল নয়ন বলেছেন: শেষ করলেন ক্যান ভাই ?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫

শের শায়রী বলেছেন: কে চায় হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

তামিম ইবনে আমান বলেছেন: ভালো লাগলো ভাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

তারছেড়া লিমন বলেছেন: আমরা কিন্তু ঘুমাই নি। জেগে আছি। সময় মত গা ঝারা দেব। এই আমার দেশ। আমার বাংলাদেশ ।সহমত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৬

শের শায়রী বলেছেন: আমরা কিন্তু ঘুমাই নি। জেগে আছি। সময় মত গা ঝারা দেব। এই আমার দেশ। আমার বাংলাদেশ

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

ঝটিকা বলেছেন: শেষ প্যারাটা বেশ লাগল। আমার মনে হয় স্টুডেন্টদের মানুষিকতা এখন কিছুটা বদলেছে।

ভাবিনি এতো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, একটু হতাস হলাম। হটাৎ আগ্রহ হারিয়ে ফেললেন যে!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

শের শায়রী বলেছেন: কে চায় হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

প‌্যাপিলন বলেছেন: আপনি তো ছাত্রদল সম্পর্কেই বইলা শেষ কইরা ফেললেন। ছাত্রলীগ কি ছিলনা নাকি। দক্ষিন পাড়ার খবরও একটু দেন। সাদা সেন্টু, কালা সেন্টু, রাজা ভাই, লিয়াকত ভাই, অপুদা, শামীম ভাই, বাপ্পিদা (আহারে তারে খুব পছন্দ করতাম, জগন্নাথের পুকুর পাড়ে তার ভাস্কর্যটা দেখলে এখনও খারাপ লাগে) এগো খবরও একটু দেন .........

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

শের শায়রী বলেছেন: জয়দীপ দত্ত বাপ্পীর বাসা আমার বাসা বরিশাল পাশাপাশি। আর ভাই যাদের নাম বললেন ওনাদের নাম জানি কাউকে কাউকে সামান্য চিন্তাম কিন্তু তা দিয়ে কোন লেখা আমি লিখতে চাই না। লিখুন না আপনি।

২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

স্পাইসিস্পাই001 বলেছেন: আরএকটু বড় হলে কি এমন ক্ষতি হতো ......

যাইহোক যদিও অপূর্ণতা থাকল তারপরেও অনেককিছু জানলাম....

উপস্থাপনা প্রশংসনীয়.....

ধন্যবাদ... ভাল থাকবেন ব্রো... ...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০০

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

মাক্স বলেছেন: ++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০০

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কু মাক্স

২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

জোহার হুল বলেছেন: আমাদের কালে আমরাও অনেক মজা লইসি ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০১

শের শায়রী বলেছেন: ভেরী গুড

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

ডার্ক ম্যান সুজা বলেছেন: নীরু ভাই বর্তমানে ধানমণ্ডি থাকে।।ফেসবুক ইউজ করে রেগুলার।

Sanaul Haque Niru

২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

নাজির বলেছেন: গভীর আগ্রহ নিয়ে আপনার লেখা পড়লাম, মনে করেছিলাম ইলিয়াস আলীর সম্পর্কেও কিছু লেখা পাব

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

শের শায়রী বলেছেন: উনাকে কাছাকাছি খুব একটা দেখিনি তাই যাকে কাছ থেকে দেখিনি তাকে নিয়ে আমি কি ভাবে লিখব?

২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

নাজির বলেছেন: পোস্ট প্রিয়তে রাখলাম :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

২৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

ডার্ক ম্যান সুজা বলেছেন: নীরু ভাইয়ের ফোন নাম্বার দেয়া যেত।কিন্তু unknown number receive করেন না।

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

শের শায়রী বলেছেন: কারো ব্যাক্তিগত নাম্বার না দেয়াই ভালো ভাই

২৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

তোমোদাচি বলেছেন: ্ভাল লাগল সিরিজ টা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

আল ইফরান বলেছেন: ভালো লাগলো।
আপনাদের সময় ক্যাডারদের একটা ক্লাস ছিলো, এই ধারার ক্যাডারদের শেষ ধারাটা আমি দেখেছি আমার বড় ভাইয়ের জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০২-০৩ এর দিকে।
এরাই ছিলো ক্যাম্পাসের তখনকার সময়ের সবচাইতে ড্যাম স্মার্ট পোলাপান।

আর এখনকার ক্যাডারদের ম্যাক্সিমামেরই কোনো স্ট্যান্ডার্ড নাই। আচার-ব্যবহার দেখলেই বুঝা যায় তারা কোন পরিবেশ থেকে আসছে।
তবে আমাদের হলে ০৬' ব্যাচে পাবলিক এডমিনিস্ট্রেশান ডিপার্টমেন্টের একজন ছিলো মাসুম নামে, যাকে এককথায় কোল্ড ব্লাডেড বলা চলে। তবে সময়ের পরিক্রমায় সে এখন পড়াশুনা নিয়া নিদারুন ব্যস্ত।

আর ডগ শিশির কি লাভলু মোল্লা শিশির নাকি ?????????

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭

শের শায়রী বলেছেন: না হারুনুর রশিদ শিশির

৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

সাদেকুর বলেছেন: এক পলকে অতীত থেকে ঘুরে এলাম।

"একটা কথা খুব পরিস্কার দ্ব্যর্থহীন ভাবে জানাতে চাই আমি আমার অতীত নিয়ে কোন দিন লজ্জিত না। আমার অন্ধকার দিক থেকে আমি যা জেনেছি তা আজকে আমাকে এই পর্যন্ত আসতে সহায়তা দিছে।"

+++++++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

৩২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট কিন্তু তাড়াহুড়ো সমাপ্তি।
জাকির ভাই সঙ্গে একবার মুখোমুখি দাড়ালাম।
আর একবার তিনি আর আসেন নাই।
আমি এতটাই সাহসী ছিলাম.......
অনেক কিছুই বলা যাবে না।
এদের অনেকেই আমাকে দারুন স্নেহ করতেন।
আপনি তো আমাকে স্মৃতি কাতরতায় ফেলে দিলেন্ ।
ধন্যবাদ ভা্ই দারুন পোস্টের জন্য

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

শের শায়রী বলেছেন: হিশশশশশশশশশশশশশশশশ এ গুলো বলতে নাই

৩৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: এখনও ঢাবিতে এই কালচার ভালোভাবেই চালু আছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০

শের শায়রী বলেছেন: সবাই তো বলে ঢাবিতে নাকি অস্ত্রের রাজনীতি নেই।

৩৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সিরিজের প্রথম থেকে শেষ পর্যন্ত টানা পড়লাম।

এক কথায় অসাধারণ লাগলো।

তবে আরও লিখলে আমরা তৃপ্তি পেতাম আরকি।

এত কম সময়ে ভালো ভালো পোস্ট করেন আপনি। আপনার লেখনীশক্তি অসাধারণ।

অনেক ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

শের শায়রী বলেছেন: এই মনিহার আমায় নাহি সাজে। তারপরো আমার কৃতজ্ঞতা জানুন

৩৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: ভাইয়া চলত আর কিছু সময় :( :(


অনেক ভাল লেগেছে সব পর্ব, আচ্ছা আমান উল্লাহ আমান কে নিয়ে কিছু লিখতেন, এরশাদ পতনের যার অবদান অনেক,

আগে নাকি বলা হত,
আমান উল্লাহ আমান
গণতন্ত্রের কামান

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩

শের শায়রী বলেছেন: ভাই শুনা কথা নিয়ে লিখতে চাই না ওনাদের আমি কাছ থেকে দেখি নি

৩৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

মুক্ত মানব আসিফ বলেছেন: বলা যায় একদমে সিরিজটা পড়লাম। থ্রিলারের ভক্ত আমি। আর এতো থ্রিলারের চেয়েও বেশী!!!
ধন্যবাদ ভাই।
আরও এরকম লিখা চাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

৩৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাক্তিগত মতঃ অন্ধকার দিক সম্পর্কে জানাটা আমার কাছে দোষের কিছু মনেহয় না বরং এমন কিছু শিক্ষা রয়েছে যেগুলো সারা জীবন প্রাতিষ্ঠানিক বা গবেষণা ধর্মী লেখা পড়ে বা কারো মুখে শুনে আসল শিক্ষাটা পাওয়া যায়না। একবার বেশ আহত অবস্থায় বেশ কিছুদিন জেলে ছিলাম। আহত থাকার কারণে জায়গা হয়েছিল জেলখানার মেডিক্যাল ওয়ার্ডে। পরে দেখলাম মোটামুটি প্রভাবশালীরাই নানা সিস্টেমে মেডিক্যাল ওয়ার্ডে থেকে সুযোগ সুবিধা গ্রহন করে। যাইহোক, জেলখাটার সুবাদে মোটামুটি ছ্যাচড়া চোর চোলাই মদ ব্যবসায়ী থেকে শুরু করে ১০/১২ খুনের আসামী বাস ডাকাত সহ অনেকের সাথে ঘনিষ্ঠ ভাবে মেশার সুযোগ হয়। এমনকি একই এলাকার হওয়ার সুবাদে জেলে থাকা অবস্থায় এসডিএস/আইটিসিল এর প্রধান ইসমাঈল হোসেন সিরাজীর সাথেও অনেক আলাপচারিতা হয়। এখন জেলখানার অভিজ্ঞাতা কেমন জিজ্ঞাসা করলে সোজা উত্তর দেই, ক্রাইম কি জিনিষ, অন্ধকার দুনিয়ার রূপটা কেমন সেফ জোনে থেকে এটা বুঝতে চাইলে এত্ত এত্ত অভিজ্ঞ শিক্ষক জেলখানা ছাড়া আর কোথায় পাওয়া যাবে :D


অনেক ভালো লাগল আপনার সিরিজটা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪

শের শায়রী বলেছেন: ভাই আহত ছিলেন ক্যান হেইডা তো কইলেন না, তয় বুজবার পারছি, তারপর জেল। সালাম বস

৩৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

জাকারিয়া মুবিন বলেছেন: সিরিজ চমৎকার লাগলো। তবে এত তাড়াতাড়ি শেষ হওয়ায় খারাপ লাগছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫

শের শায়রী বলেছেন: কে চায় হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে

৩৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

মহামহোপাধ্যায় বলেছেন: আরেকটু এগুলে খারাপ হত না। যা হয়েছে তাও অনে......ক ভালো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬

শের শায়রী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই

৪০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

খেয়া ঘাট বলেছেন: নিজের চোখের সামনে দেখা ঘটনাগুলো একেবারে জীবন্ত করে তুলে এনেছেন।
সবগুলো লিখাই পড়লাম।

শুনেছি -মামুন জেল থেকে বের হয়েই মারা গেছে।

Indeed you are a master writer.

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮

শের শায়রী বলেছেন: মামুন কে অপারেশন ক্লিন হার্টে আর্মি যে মাইর দিছিল ওই মাইর আর সাম্লাতে পারেনি। আর ভাই যা বললেন তেলাপোকা ও একটা পাখি আর আমিও মাষ্টার রাইটার!!!!!
অনেক ধন্যবাদ ভাই

৪১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

কামরুল হাসান শািহ বলেছেন: আরও পর্ব থাকলে ভালা হইতো

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

শের শায়রী বলেছেন: আর ইচ্ছা হচ্ছে না। অনেক ধন্যবাদ ভাই

৪২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

রিফাত হোসেন বলেছেন: +++

তবে ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

শের শায়রী বলেছেন: সহমত

৪৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

এক্সপেরিয়া বলেছেন: শেষ করে দিলেন । আরও ত জানার ইচ্ছা ছিল । তবে ধন্যবাদ যতটুকু জানালেন ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

শের শায়রী বলেছেন: ওরে বাবা আরো আমারে মাইর একটাও নীচে পড়বে না যা জানাইছি তাতে

৪৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

ঘুমন্ত আমি বলেছেন: দারুন লেখা ।অস্ত্রহয়তো সাময়িক সময়ের জন্য হিরোইজম দেয় কিন্তু ভালো থাকতে ফিরে আসতেই হয় আলোতে স্বাভাবিক জীবনে ।যেমন আপনার যে কয়টা বন্ধু ফিরে এসেছে সাধারন পথে তারাই দেখি ভালো আছে ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

শের শায়রী বলেছেন: একদম ঠিক বলেছেন

৪৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

রাজকুট বলেছেন: একটা লেভেলে চলে গেলে বোধ হয় ক্যাডাররা মনে করে , এগুলো করে টিকে থাকা কঠিন । তাই সবাই ভদ্র ক্যারিয়ারের দিকে চলে যায় । খুব কম সংখ্যকই টিকে থাকে রাজনীতির এই খেলায় ।

একটা প্রশ্ন, অনেকে বলেন , যে যত বড় ক্যাডার , তাদের দলীয় আনুগত্যও অনেক বেশি । এটা কি ঠিক? ঐ সব অস্ত্রবাজদের কী এরশাদবিরোধী আন্দোলনে অবদান ছিল ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

শের শায়রী বলেছেন: যে যত বড় ক্যাডার , তাদের দলীয় আনুগত্যও অনেক বেশি । এটা কি ঠিক? সম্পূর্ন উল্টো । অস্ত্রের কোন আনুগত্য থাকে না। অস্ত্র শুধু মালিকের কথা শুনে

৪৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

কুন্তল_এ বলেছেন: এতো তাড়াতাড়ি শেষ করে দিলেন? B:-)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

শের শায়রী বলেছেন: আর ইচ্ছা হচ্ছে না। অনেক ধন্যবাদ ভাই

৪৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: স শেষ কইরেন না , অতীতকে আর ও একটু কাছে নিয়ে আসেন , দেখি কতটুকু আমি মনে েরেখেছি । আমার অনেককিছুই মনে নাই । নামাজ পড়তে গেলে যখন রুকুতে যাই তখন টের পাই অনেক কিছু । হাটুতে এখন ও ব্যথা, কটমট করে আওয়াজ তুলে রুকুতে গেলে । পেইন কীলার কাই, কাজ হয় না । অতীত , তুমি অনেক মধুময় আবার ......................

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩

শের শায়রী বলেছেন: লিখে ফেলুন জানুক সবাই। সাথে আছি জানবেন ব্রো

৪৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

রাজকুট বলেছেন: ঐ সব অস্ত্রবাজদের কী এরশাদবিরোধী আন্দোলনে অবদান ছিল ? @লেখক

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

শের শায়রী বলেছেন: আমার লেখায় আমি মূলতঃ ৯০ পরবর্তী অস্ত্রের রাজনীতি তুলে ধরেছি। আর ৯০ তে এরশাদের পতন ঘটে। নিজের চোখে না দেখে এই ধরনের স্পর্শকাতর ব্যপারে মন্তব্য করতে চাই না। ধন্যবাদ

৪৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

রাজকুট বলেছেন: ধন্যবাদ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

শের শায়রী বলেছেন: ধন্যবাদ

৫০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

রিমন০০৭ বলেছেন: আপনার ব্লগে আসতে ডর লাগতাছে--- কখন কি ফুটায় দ্যান--ওরে বাবা :( :(( :((

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

শের শায়রী বলেছেন: ভাই এইডা কি কইলেন :( ? আমি তো বিরাট ডরপুক। হেতেরা ফুডাইতো আমি দৌড়াইয়া খাডের নীচে হান্তাম। ভয় পাইয়েন না হেতেরা আর নাই।

৫১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১

স্বপনীল জলরং বলেছেন: শের ভাই সত্যি বলি আর পরতে মন ছাইতাসে!!!

পোস্টে অসংখ ++।

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১

শের শায়রী বলেছেন: হয়ত অন্য কোন দিন আবার লিখব অন্য কিছু নিয়ে অনেক অনেক ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.