নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
সময়টা তখন ছিল খুব খারাপ। সবে মাত্র দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ১৯৯১ সাল। ঢাবিতে ভর্তি হয়েছি। জিয়া হলে অ্যাটাচড।কিন্তু সে সময় হলে সিট পেতে হলে বড় ভাইদের (মায়ের পেটের আপন বড় ভাই না কিন্তু) আশীর্বাদ বাধ্যতামূলক ছিল।আমার বাড়ী বরিশাল। আমার বন্ধু জুয়েল এর বড় ভাই সোহেল ভাই তখন মুজিব হলে থাকত।জুয়েল কে নিয়ে ওনাকে ধরলাম। ছোট ভাইয়ের বন্ধু হিসাবে আমাকে হলে থাকার সুযোগ করে দিলেন। সেটা মুজিব হলের ৫০১/ক। জানি না এখন ও ওই রুম আছে কিনা। ওটাকে আমরা বলতাম গনরুম। মানে ৮ বেডের রুম। কিন্ত্ থাকত ১৬ জনের ও বেশী। ভাল কথা আমরাই সায়েন্স ফ্যাকাল টির লাষ্ট ব্যাচ যারা আর্টস ফ্যাকাল্টির হলে অ্যাটাচড ছিলাম।
মাস খানেক ও লাগল না যেতে ওয়ান ফাইন মর্নিং মুজিব হলের পিছনে ধাম ধাম গুলির শব্দে ঘুম ভেঙ্গে গেল। এক গড়ান দিয়ে তখন মেজেতে নেমে গেছি কারন অন্যরাও ততক্ষনে মেঝেতে হামাগুড়ি দিচ্ছিল। দশ মিনিট গোলাগুলির শেষে ফলাফল ইলিয়াস গ্রুপের মাহমুদ আর স্বপন মৃত।সেই প্রথম জীবনে ক্যাম্পাসে গুলি আর লাশের অভিজ্ঞতা।
তখনকার ছাত্র রাজনৈতিক পরিস্থিতি একটু বলে নেই, অভি গ্রুপ ডাঃ মিলন হত্যাকান্ডের জন্য বি এন পি অধ্যুষিত হলগুলো থেকে বিতাড়িত সব যেয়ে জগন্নাথ হলে উঠছে। ছাত্রদল আধ্যুষিত হলগুলো তখন এক কভাবে ইলিয়াস গ্রুপের দখলে। শোনা গেল অভি গ্রুপ নাকি হল অ্যাটাক করে মুজিব হলের পেছনের দেয়াল টপকে বের হয়ে যাচ্ছিল। এই সময় ইলিয়াস গ্রুপের ক্যাডাররা তাদের ধাওয়া করে, হলের পেছনের দেয়াল টপকাতে যেয়ে ওপারে আজিজ মার্কেটে অভি গ্রুপের পালটা গুলির শিকার হয়ে মারা যায়। মাহমুদ আর স্বপন ছিল আমাদের ব্যচমেট। খুব অল্প সময়ে ভাল সাহসী হিসাবে ইলিযাস গ্রুপে নাম করেছিল।
ওই সময় অভি গ্রুপের যাদের নাম খুব শুনতাম শিশির, সজল, গুড্ডু, কাজল, ক্যাপ সোহেল আরো অনেকে। স্মৃতির ভারে নাম গুলো এখন বিস্মৃত প্রায়।
এর কয়েকদিনের মধ্যে আমাদের ব্যাচের খালেদ, রুনু, ডগ শিশির, মিলন, তাপস, টিটু, পাভেলের মোটামুটি অস্ত্র নাড়াচাড়া করতে শুরু করছে টোকাই জাকিরের নেতৃত্বে এই গ্রুপটাকে বলা হত জুনিয়ার গ্রুপ বা জাকির গ্রুপ। ইতিমধ্যে ইলিয়াস গ্রুপের মধ্যে নেতৃত্বর দ্বন্দ আবার শুরু হয়ে গেছে। ইলিয়াসের সাথে তখন ঠান্ডা লড়াই চলত রতনের। ইলিয়াস গ্রুপের মধ্য তখন নাম করা সিনিয়র অস্ত্রবাজ ছিল জিন্নাহ, বুষ্টার মানিক, ওয়েষ্টার্ন মানিক, নুরু, ফ্রিডম সোহেল, বরিশালের তুহিন, ন্যাটা বাবু।
এদিকে তখন জাকিরের নেতৃত্বে জুনিয়ার গ্রুপ সিনিয়রদের খুব একটা পাত্তা দিচ্ছিল না। ব্যাপারটা সিনিয়রদের মাথা ব্যাথার কারন হয়ে দাড়াল। জুনিয়র গ্রুপকে শিক্ষা দেবার জন্য এক দিন পাভেলকে মহসিন হলে সিনিয়র গ্রুপ দরজা আটকিয়ে পিটিয়ে মেরে ফেলে। ওই সময় ব্যাপারটা খুব অলোচিত হয়েছিল, এতে ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যায়। সিনিয়রদের রাজনৈতিক অবস্থান অনেকটা নড়বড়ে হয়ে যায়।
সূর্যসেন হলের সেক্রেটারী জিন্নাহ তখন অনেকটা সুবিধজনক অবস্থানে ছিল, সে নিজের একটা গ্রুপ তৈরী করার প্রস্তুতি নেয় রতনের সাথে মিলে। ব্যাপারটা ইলিয়াস আলীর পছন্দ হয় না। আবার যুদ্ব। মারা যায় জিন্নাহ। ইলিয়াস গ্রুপ হয় ক্যাম্পাস থেকে বহিস্কৃত। এই সুযোগের অপেক্ষায় ছিল জাকির। ক্যাম্পাসে তখন ইলিয়াস গ্রুপ নেই, রতন গ্রুপের সিনিয়রা বহিস্কৃত। সমস্ত জুনিয়রদের নিয়ে জাকির ক্যাম্পাসে এক ছত্র আধিপত্য কায়েম করে।
জাকির গ্রুপের ক্যাডাররা সরাসরি অস্ত্র হাতে নিল। ইতিমধ্যে খালেদ, রুনু, ডগ শিশির, মিলন, তাপসদের সাথে সুজন, নান্না, আসাদ, পালাশ, আরিফ এর যোগ দেয়। জাকির গ্রুপের হাতে চলে আসে ঢাবি র তৎকালীন ১৪টা হল। এরাই আমার জানা মতে শেষ বাহিনী যারা মুজিব হল থেকে এফ এইচ হল পর্যন্ত পুরো ক্যাম্পাস দখলে রাখছিল।
এদের প্রায় সবার সাথে আমার ভাল সম্পর্ক থাকার কারনে খুব কাছ থেকে তাদের ব্যাবহৃত কিছু অস্ত্র দেখার সৌভাগ্য(!) হয়েছিল। কাটা রাইফেল, ৭.৬২ পিস্তল, .৩৮ রিভলবার, শটগান, কিছু সময়ের জন্য একটা স্টেন গান ও দেখছিলাম। মাঝে মাঝে দেখতাম কোথা থেকে যেন এক টা G-3 রাইফেল আসত।
প্রতিটা হলে গেটে অবধারিত পাহারা থাকত জুনিয়র ক্যাডারদের সহায়তায়। সিনিয়ররা মাঝে মাঝে প্রহরা চেক করে যেত। যুদ্ব কালীন পরিস্থিতিতে হলের ছাদেও পাহাড়া হত। যেকোন অপরিচিতকে গেটে ক্যাডার দের প্রশ্নের মুখোমুখি হতে হত। পান থেকে চুন খসলেই সিনিয়রদের জেরা। প্রায় আর্মি কমান্ড চলত। জুনিয়ররা সিনিয়দের সামনে দাঁড়িয়ে থাকত। সিগারেট তো অসম্ভব সিনিয়রদের সামনে। হল ক্যান্টিন থেকে ফ্রি খাবার আসত।
১৯৯৩ সালে একবার ছাত্রলীগ শক্তি সঞ্চয় করে ডাস দখলের চিন্তা করে ওই সময় দেখছিলাম এক রাত্রে ১৭ টা অবৈধ অস্ত্র। তার আগের দিন জাকিরকে লক্ষ্য করে ডাসে গুলি করা হয়। কিন্তু ভাগ্যবশত জাকির বেচে যায় হলে এক সাথে এত অবৈধ অস্ত্র আমি একসাথে জীবনে দেখিনি।মাজে মাজে জুনিয়রদের দিয়ে গুলি ফুটিয়ে অস্ত্রের কার্যকারিতা পরখ করত। জাকির এক পর্যায়ে রতনের নেতৃত্ব অস্বীকার করে সরাসরি তৎকালীন এক কেন্দ্রীয় নেতার নেতৃত্বে চলে যায়। নাখোশ হয় রতন।
এদিকে ন্যাটা বাবুর নেতৃত্বে রতন গ্রুপ আবার ক্যাম্পসে আস্তে আস্তে প্রবেশ করে। ওদিকে দেশের রাজ নৈতিক পট পরিবর্তনের সময় চলে। (চলবে)
পরের পর্ব
আমার দেখা ঢাকা ভার্সিটির অস্ত্রবাজরা - ২য় পর্ব
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
শের শায়রী বলেছেন: সে আর বলতে | | | | | | সারাক্ষন আল্লাহ আল্লাহ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
অণুজীব বলেছেন: চলুক.... অনেক কিছু জানলাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
শের শায়রী বলেছেন: চলবে
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
একজন অপদার্থ বলেছেন: এই ইলিয়াস কি গুম হয়ে যাওয়া ইলিয়াস?? কোথায় যেন শুঞ্ছিলাম ইনিই তিনি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
শের শায়রী বলেছেন: হ্যা এই ইলিয়াস ই সেই ইলিয়াস
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
চেয়ারম্যান০০৭ বলেছেন: খাইছে !! বিরাট পেজগি
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
শের শায়রী বলেছেন: চেয়ারম্যান ভাই কেমন আছেন? হরে ভাই বিরাট পেচগিতে ছিলাম। আপনার মত মানুষদের জন্য ইশারায় কাফি।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
চলুক , সাহসী পোষ্টে ধন্যবাদ
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
শের শায়রী বলেছেন: যা দেখছি তাই বলছি ভাই
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
ভীতু সিংহ বলেছেন: বাকি পোস্তগুলোর অপেক্ষায় থাকলাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
শের শায়রী বলেছেন: শীঘ্রী পেয়ে যাবেন।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
আমি মুখতার বলেছেন: খারান ভাই, লুঙ্গি টাইট কইরা লই।
পিলাচ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
শের শায়রী বলেছেন: ভাল কইরা টাইট করেন অহন ও কাহিনীতে আসি নাই
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
ওবায়েদুল আকবর বলেছেন: আমি শুনেছি আপনাদের সময় নাকি বিরোধী ছাত্র সংগঠন বেশ শক্তিশালী ছিল এখনকার তুলনায়। ঘটনা কতটুকু সত্যি? ইলিয়াস গ্রুপ এত সহজে ভার্সিটি থেকে বিতাড়িত হয়ে গেল ভাবতে অবাক লাগছে। যাই সেইসময় ইলিয়াসের ছবি দেখলে ইলিয়াসকে কিন্তু সেইরকম লাগত ।
আচ্ছা ফ্রিডম সোহেল কি শীর্ষ সন্ত্রাসী ফ্রিডম সোহেল?
পোস্ট ভালো লাগল ++++++++++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
শের শায়রী বলেছেন: ভাই যত সহযে লিখছি ব্যাপার গুলো কিন্তু এত সহজ ছিল না। এক একটা মৃত্যু আনেক বড় হয়ে দেখা দিত, স্পেশালি জিন্নাহ মার্ডার। হ্যা শীর্ষ সন্ত্রাসী ফ্রিডম সোহেল ফ্রিডম পার্টি করত দেখে ওর নাম ফ্রিডম সোহেল।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
জাকারিয়া মুবিন বলেছেন: চলুক, পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
শের শায়রী বলেছেন: শীঘ্রী পেয়ে যাবেন
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
ঝটিকা বলেছেন: আপনি তো দেখি ঢাবি'র চলমান ইতিহাস। এই সিরিজে অনেক পুরানো মানুষ আর ঘটনা সম্পর্কে জানতে পারব আশা করছি। খুব ইন্টারেস্টং মনে হচ্ছে। চলুক তবে....
ও আরেকটা কথা, ঐঅস্ত্রধারীরা বর্তমানে কে কোথায় কোন পজিশনে আছে যদি জানাতেন ভালো হত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
শের শায়রী বলেছেন: ওইটাই হবে আমার এই লেখার চুম্বক অংশ। অবশ্যই জানতে পারবেন কে কোথায় আছে
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
বিডিওয়েভ বলেছেন: বাকি পোস্তগুলোর অপেক্ষায় থাকলাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
শের শায়রী বলেছেন: আসছে
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ পর্ব
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
মনিরা সুলতানা বলেছেন: আপনি একটা সার্বিক ধারনা দিয়েছেন ...
তবে সত্যি ব্যাপার তা এত সহজ ছিল না ...
এদের অনেক কেই আমি ও চিনি , আপনি সুন্দর করে ডগ বলছেন ,হাহাহাহা আমরা সিধা বাংলায় ডাকতাম
ক্যাপ সোহেল কিন্তু মেয়ে দের মাঝে ভীষণ জনপ্রিয় ছিল
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
শের শায়রী বলেছেন: আমি জানি কিন্ত্যউ ক্যাপের ক্যাপ খুলে দেখছেন? ভয়াবহ দেখায়। মনে হয় একটা লাশ। কুত্তারে মাজে মাজে দেখি কিন্তু। অনেক ভাল হয়ে গেছে। সামনে লিখব।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
চাঁপাডাঙার চান্দু বলেছেন:
এতো ডেস্পারেট না পেলেও কিছুটা রোমাঞ্চ অবশ্য পেয়েছি। চলুক ভাই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯
শের শায়রী বলেছেন: চলবে
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
ফ্রাস্ট্রেটেড বলেছেন: কবে যে কয়েকটা খুন করবো ??? দিন গুনছি...
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০
শের শায়রী বলেছেন: খুন করবেন? করে ফেলেন নিশ্চিত নেতা হয়ে যাবেন।
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা , কখন ইচ্ছা হই নাই ।। কথা বলার ও
হল এর গেট এর সামনে চা এর দোকানে বসে থাকতো , টি এস সি আসতে যেতে চোখে পরত ।
সরকারি দল হবার পর থেকে ই তো ক্যাম্পাস ছাড়া ।
পরের পর্বের অপেক্ষায় রইলাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০
শের শায়রী বলেছেন: আসছে।
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
লিন্কিন পার্ক বলেছেন:
মজা পাইলাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১
শের শায়রী বলেছেন: মজাই বটে
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
রাজকুট বলেছেন: আমিও জিয়া হলের ছাএ ।
পরের পর্বের অপেক্ষায় রইলাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮
শের শায়রী বলেছেন: ভাল লাগে যখন শুনি কেউ জিয়া হলে থাকে।
১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ইন্টারেস্টিং। বাকি পর্বগুলা পড়ার জন্য ইন্টারেস্টেড ||
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯
শের শায়রী বলেছেন: আজকেরটা কি পড়ছেন?
২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
অশুভ বলেছেন: চলুক
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১
শের শায়রী বলেছেন: চলবে
২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
htusar বলেছেন: ভাই, আপনাদের পদাঙ্ক অনুসরন করতেসি। পরের পোস্টের অপেক্ষায় আছি। আপাতত পিলাস লন।আপনাকে ফলো তে রাখলাম ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭
শের শায়রী বলেছেন: আমি গর্বিত আপনাদের মত মানুষদের কাছে পেয়ে
২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
বিজ্ঞ মানুষ বলেছেন: ইন্টারেস্টিং
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮
শের শায়রী বলেছেন: আস্লেই ইন্টারেস্টিং
২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
মুহাম্মাদ আলী বলেছেন: ইলিয়াস আলী কিডন্যাপ হয়ে যাবার পরে আমি তাকে সহজ সরল ভাবছিলাম
আপনার লেখার হাত দারুন।লেখা চলুক
পরের পর্বের অপেক্ষায় থাকলাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯
শের শায়রী বলেছেন: বলেন কি আপনি ইলিয়াস আলীকে নিরীহ মনে করছিলেন! তবে যাই হোক একটা মানুষের নিরুদ্যেশ মেনে নেয়া যায়না।
২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাই আপনি অনেক ভালো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০
শের শায়রী বলেছেন: এইটা কি কইলা এই সার্টিফিকেট কেডা দিল?
২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: vi akkhan kobtey likhen na?please
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১
শের শায়রী বলেছেন: তোমার মাথা টাতা ঠিক আছে তো আমি লিখুম কোবতে??????
২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাই দারুন লাগছে আপনার এই লেখাটা পড়ে..... অনেক সাহসী পোষ্ট.... আরও ভাল লাগবে পরের পর্ব গুলা পড়লে... একটু তাড়াতাড়ি দিয়েন অপেক্ষায় রইলাম....
উপস্থাপনা প্রশংসনীয়....
বরাবারের মতই দূর্দান্ত পোষ্ট .....চলবে কিন্তু ......
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০
শের শায়রী বলেছেন: পরেরটা কিন্তু চলে এসেছে
২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
অদ্বিতীয়া আমি বলেছেন: ওই সময়টা অনেক অস্থির ছিল , এই রিসেন্ট পাঁচ বছর তো কয়েকটা ঘটনা বাদে প্রায় শান্ত ছিল , প্রায়ই অবশ্য শুনতাম ছেলে দের হলে মারামারি হয়েছে , এত টুকুই
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২
শের শায়রী বলেছেন: আমাদের সময় বুলেটের শব্দ না শুনলে মনে হত কি যেন সমস্য হয়েছে।
২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
তোমোদাচি বলেছেন: চমৎকার একটা বিষয় নিয়ে লেখা শুরু করেছেন; ঐসব ক্যাডার রা এখন কে কোথায় আছে যতটুকু জানেন জানাবেন!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০
শের শায়রী বলেছেন: আমার তৃতীয় এবং শেষ পোষ্টে খেয়াল রাখুন
২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
tumpa roy বলেছেন: +
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
প্রিন্স হেক্টর বলেছেন: এরাই এখন রাজনৈতিক নেতা বনে গেছে..... ইলিয়াস আলীকে নিয়ে কি কান্ড হলো.....
দেশ এগোবে কি করে? নেতৃত্ব তো এখান থেকেই আসে
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭
শের শায়রী বলেছেন: ব্রো আমরা গড়ে উঠছি একটা নষ্ট সিষ্টেমে
৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মুর্তজা হাসান খালিদ বলেছেন: গ্রুপিং মারামারিতে যখন জিন্নাহ মারা যায় সেই সময়ে আমি প্রাইমারি পাঠ চুকিয়ে দেওয়ানগঞ্জ এলাকায় মামার কাছে কুরআন হিফজ করার জন্যে পড়তে যাই।
মনে আছে- আমরা মাদরাসা থেকে কুরআনখানি করতে জিন্নাহর বাড়ি গিয়েছিলাম। একটা কফিনে করে ঢাকা থেকে আনা জিন্নাহর লাশ সবাই দেখছে।
শুনছিলাম লোকের মুখে তার দুর্ধর্ষতার কথা।
সম্ভবত জিন্নাহ মারা যাওয়ার কিছুদিন পুর্বে বিয়ে করেছিল ঢাকা ভার্সিটিরই স্টুডেন্ট কে। মেয়েটিকে আমরা তখন দেখেছি ঐ বাড়িতে, সবাই তাকে নিয়ে বলাবলি করছিল আহা অল্পদিনেই বিধবা
শুনেছি গরিব বাবার ছেলে জিন্নাহর উত্থান এবং বড়লোক বনে যাওয়া কাহিনী।
শুনেছি ফিল্ম স্টাইলে অস্ত্রবাজিতে চ্যাম্পিয়ন জিন্নাহর দুর্ধর্ষ কতো গল্প।
ইলিয়াসের সাথে মুর্তজা নামে কোনো নেতার গ্রুপ ছিল তখন শুনতাম।
জিন্নাহ যখন মারা যায়, ঢাবিতে খুব গ্যাঞ্জাম হয়েছিল মনে পরে। ছোট ছিলাম তো, কেউ পত্রিকা পড়তে দিতে চাইতো না, তবে লুকিয়ে চুরিয়ে এইসব খবর দেখতাম।
আপনার লেখা দেখেই অনেক দিনের একটা স্মৃতি আবার সামনে এলো
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০
শের শায়রী বলেছেন: ঠিক বলেছেন আপানার তথ্য সব ঠিক আছে। ভুলে যাবার আগে লিখে রাখতে চাই তাই লিখলাম।
৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
মাক্স বলেছেন: ++++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯
শের শায়রী বলেছেন: ধন্যবাদ মাক্স
৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
ঘাসফুল বলেছেন: ভাই তো দেখি সমসাময়িক।
জাকির নাকি এখন কোন ব্যাংকে চাকুরী করছে?
জিন্নাহ কে সূর্যসেন হলের সামনে যখন কাটা দিয়ে গুলি করে ৪/৫ বারেও গুলি বের হয়নাই... পরে দৌড়ানি দিয়ে রেজিঃ বিল্ডিং এর ভিতর নিয়ে খুন করে। (খুব কাছ থেকে দেখা)
ডগ শিশির যেইদিন মাইর খাইলো শ্যাডোতে ফাউ খাওয়ার জন্য... আই বি এর বড় ভাইকে লাল সালাম...
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৬
শের শায়রী বলেছেন: না জাকির এখন মতিঝিলে টোটো করে আর এক নেতার কাছ থেকে কিছু টাকা নেয়।
ভাল লাগে সমসাময়িক কাউকে দেখলে। সালাম ভাই।
৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
ব্লুম্যাজিক বলেছেন: চলুক সাথে আছি ! ++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯
শের শায়রী বলেছেন: চলবে
৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
rudlefuz বলেছেন: ভয়ঙ্কর পোস্ট।
ঢাবি তে প্রায় ৫ বছর পড়াশুনা করলাম। তেমন বড় কোন মারামারি দেখিনি। এখন ডাবি আগের চেয়ে অনেক শান্ত। আগের পরিস্থিতি কত খারাপ ছিল শুনতে গল্পের মত মনে হয় :-& :-&
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮
শের শায়রী বলেছেন: পরেরটা কি দেখছেন? তাহলে বুজবেন ঘটনা কেমন ছিল
৩৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
ছন্ন ছাড়া০০০১ বলেছেন: কিছুদিন এই রকম রাজনীতি করছিলাম। পৃথিবীর সবথেকে ভয়ানক নেশা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪১
শের শায়রী বলেছেন: কন কি ভাই অস্ত্র নিয়া গুরতেন?
৩৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
মহামহোপাধ্যায় বলেছেন: গ্যালারিতে বসলাম। চলুক।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২
শের শায়রী বলেছেন: ভাই টিকিট কি ভি আই পি র নাকি? ) ) )
৩৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
রাইসুল নয়ন বলেছেন: অস্রের রাজনীতি ঘৃণা করি,
আরও জানতে ইচ্ছা করছে,
আপনাকে অনুসরণ করলাম ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭
শের শায়রী বলেছেন: আমার সৌভাগ্য।
৩৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
তারছেড়া লিমন বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম।।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২
শের শায়রী বলেছেন: পাইছেন পরের টা?
৪০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩
কামরুল হাসান শািহ বলেছেন: সাড়ে সব্বনাশ। আপনারেই খোঁজছে র্যাব
ইলিয়াস আলী অভদ্র ও অকৃতজ্ঞ নেতা। তবে আন্দোলনের জন্য কার্যকরী নেতা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৮
শের শায়রী বলেছেন: দিলেন তো দিলে ডর লাগাইয়া আমারে খুজবো ক্যা। আমাদের জন্য ভদ্র আর কৃতজ্ঞ নেতা দরকার।
৪১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
বইয়ের পোকা বলেছেন: ভাই, আপনি যে এগোলা বলছেন, দেইখেন আপনেও না আবার ইলিয়াস আলীর মতো গুম হয়ে যান???
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮
শের শায়রী বলেছেন: আমি যা দেখছি তাই বলছি। আমি না বললে অন্য কেঊ তো বলবে। ভয় কি!
৪২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
সীমানা ছাড়িয়ে বলেছেন: পোস্ট ভাল লেগেছে। এইসব রাজনৈতিক ছাত্র সন্ত্রাসী বন্ধ হোক।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
শের শায়রী বলেছেন: সহমত।
৪৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
প্যাপিলন বলেছেন: কিছুদিন কে যেন হলের কথা লিখতে গিয়ে লিখছিল আস্ত্র বারান্দায় শুকানো হইত- এরকম আবাল কথাবার্তা শুইনা মেজাজ খ্রাপ হইছিল। আপনার বর্ণনাটা কিন্তু ১০০% ঠিক আছে। সেসময় যদিও ঢাবির ছাত্রনা, তবে বড় ভাইয়ের সুত্রে ঘটনা অনেক জানতাম। জিন্নাহ মার্ডার বেশ আলোচিত ছিল। আমাদের সময়ে অবশ্য ক্যাপ সোহেল, ন্যাটা বাবু, বুষ্টার, আরিফ (তাজ) এদেরকে পেয়েছিলাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
শের শায়রী বলেছেন: চেষ্টা করছি নিরপেক্ষ বর্ননা দিতে। ধন্যবাদ ভাই
৪৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
Kawsar banggalii007 বলেছেন: শুনছিলাম ইলিয়াস আলীকে নাকি পিস্তল আলী ডাকা হতো।কতাকি সত্য।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
শের শায়রী বলেছেন: কখন ও শুনিনি তো পিস্তল আলী বলে ডাকতে।
৪৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
সবখানে সবাই আছে বলেছেন: অভি গ্রুপের অভি কি সেই গোলাম ফারুক অভি যে তিন্নি হত্যাকান্ডের পরে বিচার থেকে পালাতে কানাডা গিয়ে মুদির দোকানদারি করে? আর নাসিরুদ্দিন পিন্টু আর তারেক জিয়া সম্বন্ধে জানতে চাই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
শের শায়রী বলেছেন: হ্যা সেই অভি। তারেক জিয়া কে আমি দেখিনি, তাই তার সন্মন্ধ্যে কিছু বলতে পারব না
৪৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
সবুজ ভীমরুল বলেছেন: সিনেমার চেয়েও রোমাঞ্চকর মনে হচ্ছে!!
চালিয়ে যান।
আচ্ছা, অভি নাকি ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ,১ম হয়েছিল??
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩
শের শায়রী বলেছেন: প্রথম না তবে ষ্টান্ড করা ছিল
৪৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: জুনিয়েরদের দাবড়ানি খেয়ে হলের পিছনে সুয়োরেজ লাইনের ম্যানহোলের ভিতরে সারারাত রাত ছিলাম আহত অবস্থায় । ডিসেম্বর মাসের শীত, তাপর ময়লা দূরগন্ধযুক্ত পানি । বমি আসে , তারপরে ও মরার মত সারা রাত পড়ে ছিলাম । পরদিন সকালে অচেনা একছেলে আমাকে ম্যানহোলের ভিতর থেকে টেনে তুলে ফার্মেসীতে নিয়ে যায়, আমি তখন বেহুশ । ছেলেটিকে আমি চিনি , সে ও এখন ভালই আছে, বাড়ী বরিশাল ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯
শের শায়রী বলেছেন: আমিও বরিশালের
৪৮| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
সািময়া রুপন্তি বলেছেন: অভির কথা আমার মা প্রায়ই বলে। এখন তো সেরকম কিছু হয়ই না, বড়জোর সিনিয়র-জুনিয়র দের মারামারি (কয়েকদিন আগে হয়েছিল)। আমাদের ফ্যাকাল্টি তো জিয়া হলের সামনে, তাই মজাই লাগল পড়ে, বাকি পর্ব পড়ব এখন। অনেক ++++++
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৪
শের শায়রী বলেছেন: আহ সেসব সময় গেছে রাইফেলের গুলির ঝংকারে ঘুমাতাম আবার জেগে ঊঠে প্রস্তুতি নিতাম গুলির শব্দ শোনার। জিয়া হলের সামনে ফ্যাকাল্টি মানে? নতুন বিল্ডিং হয়েছে নাকি মাঠটায়?
৪৯| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮
আল-রোমান বলেছেন: মজা লাগল
০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০
শের শায়রী বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
শাকিলা জান্নাত বলেছেন: ভয় পান নাই ????