নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
ইউরোপীয়দের কাছে ভারতবর্ষ ছিল এক রহস্যঘেরা মায়াপুরী। যেখানে বাস করে অদ্ভূত আকৃতির কিছু প্রানী, যেখানে সব সময় ঘটে চলে অলৌকিক ঘটনা। মানুষ সেখানে চলে জাদুবিদ্যায়। প্রাচীন গ্রীসের ভারত বর্ষ সন্মন্ধ্যে কোন ধারনাই ছিল না। কারন দুই দেশের মধ্যে প্রসারিত ছিল বিশাল পারস্য। নানা নাবিকদের মুখ থেকে ভাষা ভাষা কিছু শুনতেন।
হেরোডেটাস লিখেছেন প্রাচ্যের বিপুল ঐশ্বর্য্যর কথা। অগাধ সম্পদ আর প্রচুর ধন সম্পদের কথা, আর ভারতবর্ষ ভীষন ঘন বসতিপূর্ন। হেরোডেটাস আরো লিখে গেছেন, ভারতের পূর্বাঞ্চলে রয়েছে বালুকাময় বিশাল মরুভূমি, সেখানে রয়েছে বিশাল আকৃতির পিপড়া। এই পিপড়াগূলো আকারে শেয়ালের থেকে বড়। এই পিপড়াগুলো বালু খুড়ে উপরে ছুড়ে মারে আর সে সব বালুর মধ্যে আছে স্বর্ন খন্ড। ভারতীয়রা এই স্বর্ন খন্ড গুলোর জন্য ওই বিরাট পিপড়া গুলোর পিছনে ঘুরে বেড়ায় আর ওই সব স্বর্ন খন্ড নিয়ে দৌড়ে পালিয়ে যায় কারন এই মরুভূমির পিপড়া গুলো যদি কোন মতে মানুষের গন্ধ পায় তা হলে তাদের হত্যা করার জন্যা ধাওয়া করে।
ভারতে নাকি একটি যাদুর ঝরনা আছে সেখানে নাকি কেউ গোসল করলে আর মিথ্যা কথা বলতে পারেনা। রাজা বাদশাহরা নাকি এখানে দোষীদের দোষ স্বীকার করায়। এখানে নাকি যে খেজুর পাওয়া যায় তা ব্যাবিলনের খেজুর থেকে তিন গুন বড়। ছাগল আর ভেড়াগুলো ঘোড়ার থেকে বড়।
খ্রীষ্ট পূর্ব ৫ম শতকে তোসিয়াস নামক এই গ্রীক চিকিৎসক পারস্য রাজের অধীনে চাকুরী করত, বিভিন্ন জনশ্রুতি দিয়ে তিনি চমৎকার একটি বই রচনা করেন, এতে আছে গলিত সোনার ঝরনা, মানুষ মুখো বাঘের কথা। ভারতে নাকি পিগমীরা বস বাস করে। এরা পাখির সাহায্যে শিকার করে। আর সোনা রুপো পাহাড়া দেয় পাখি মুখো চার পেয়ে গ্রিফিন।
বিখ্যাত রেশম পথের একটি হল লাউয়ান। এখানে প্রাপ্ত রেশম বস্ত্রে দেখা যায় আকা আছে ভয়ংকর গ্রিফিন পাখি খিলানের ওপর বসে আছে। আছে ডানা যুক্ত চিতা বাঘের কথা। ডানা যুক্ত চিতা বাঘ নাকি তখন বাস করত ভারত বর্ষে এ বিশ্বাস ও ছিল গ্রীকদের।
প্রাচীন কালে গ্রীকদের এসব ভ্রান্ত ধারনা অনেক খানি সংশোধন হয় যখন ৩২৬ খ্রীষ্টপূঃ আলেকজান্ডার উত্তর পশ্চিম সিন্ধু প্রদেশে হাজির হন। এই অভিযানেই প্রথম সুস্পষ্ট জানা গেল ভারতবর্ষের জীবন যাত্রা, রীতিনিতি, পশু পাখি।
গ্রিক পর্যটক মেগাস্থিনিস ভারত এসেছিলেন। পাটালিপুত্রের চন্দ্রগুপ্তের মৌর্য দরবারের চমৎকার বিবরন দিয়েছেন তিনি ৩০২ খ্রীষ্টপূঃ। এসাটকাইটাস নামে অদ্ভুত এক জাতির বর্ননা তিনি দিয়েছেন। আর এক জাতির মানুষের নাকি কপালে এক চোখ ছিল।
পনের শতকে রাশিয়ার ইউরোপিয় অংশে বসবাসকারীদের ধারনা ছিল উরালের এই পাশে নাকি এমন জাতি আছে যারা শীত কালে ঘুমিয়ে কাটায় ভাল্লুকদের মত।
ভাগ্যিস এখন আর এরা নেই।
Click This Link
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
শের শায়রী বলেছেন: সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ তার থেকেও বিচিত্র এই দেশের মানুষ
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
ঝটিকা বলেছেন: ভারতীয়দের সম্পর্কে এসব অদ্ভুত ধারনা গ্রীকরা কেন করেছিল জানিনা। তবে মুঘলরাও ভারতীয়দের সম্পর্কে খুব খারাপ ধারনা পোষন করত। বিবিসি'র একটা ডকুমেন্টারিতে দেখলাম, মুঘলরা প্রাথমিক যুগে বলে বেড়াত এরা (ভারতীয়রা) জঁঙলী, পরিধেয় বস্ত্র নোংরা থাকে, অতিথীকে আপ্যায়ন করতে জানেনা। এরকম আরো কিছু ছিল এখন মনে নাই। মোট কথা মুঘলরা অনেকটা ঘৃনার চোখে দেখত।
আমার কাছে মনে হয়েছে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান, সন্যাসী জীবন দেখে ওরা এই ধারনা করত। সাধনা বা যাদু বিদ্যাটাইপ ব্যাপার গুলো কিন্তু ভারতে প্রচলিত ছিল অনেক আদি কাল থেকে। এসম্পর্কে তথ্য পেলে আলাদা পোষ্ট দিতে পারেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
শের শায়রী বলেছেন: ঝটিকা খুব ইচ্ছে আছে ভারতীয় কিছু রহস্যময় আচার নিয়ে একটি পোষ্ট দেবার। ধন্যবাদ
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: ইন্টারেস্টিং পোস্ট।
ট্রাভেলস অব ইবনে বতুতা' বইয়েও অনেক মজার মজার ব্যাপার বর্নিত আছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
শের শায়রী বলেছেন: অনেক দিন পর কেমন আছেন রুমি ভাই?
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: .২য় ভালো লাগা।অসাধারণ হয়েছে শো..শে শা ভাই
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস সায়েম
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
তানভীর হোসাইন বলেছেন: হাহাহাহা.... ইন্টারেস্টিং
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
শের শায়রী বলেছেন: আসলেই ইন্টারেস্টিং
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
জাকারিয়া মুবিন বলেছেন: আপনার নিকটা হওয়া উচিৎ ছিল "জানার আছে অনেক কিছু"
আপনার পোস্ট গুলো দেখেই বোঝা যায় অনেক পড়েন আপনি। খুব ভাল একটা অভ্যাস।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
শের শায়রী বলেছেন: ভাই আমি আর কি জানি সামান্য তবে হ্যা বই পড়ি। এটা গর্ব করে বলতে পারি। আমার নিজের কালেকশন ছাড়া আমি পড়ি না। আর আমি যা পাই তাই কালেকশন করি। নিউ মার্কেটে নতুন বই আস্লেই আমি খবর পাই।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
ওবায়েদুল আকবর বলেছেন: আলেক্জান্ডারকে আমি মনে করি গ্লোবালাইজেশনের স্রষ্টা। সেই প্রথম ব্যাক্তি যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে প্রথম সেতুবন্ধন ঘটায়। আর এর জন্য সবচেয়ে বড় কৃতিত্ব আলেকজান্ডারের দজ্জাল মা। উনার অত্যাচারেই তো আলেকজান্ডারের আলেক্জান্ডার হয়ে উঠা।
তবে আমার এখন জানতে ইচ্ছা হচ্ছে ঐ অন্চলের মানুষ সম্বন্ধে আমাদের এই অন্চলের মানুষের কি ধারণা ছিল। তবে উত্তর-পশ্চিম অন্চলের ভারতীয়রা মনে হয় তখন দক্ষিণ-পূর্ব ভারতীয়দের মানে আমাদের এই অন্চলের মানুষদের দৈত্য-দানব মনে করত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
শের শায়রী বলেছেন: এক দম ঠিক বলছেন ভাই
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
খুব সাধারন একজন বলেছেন: সুন্দর পোস্টের জন্য আবারো ধন্যবাদ। প্লাস।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ খুব সাধারন একজন
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
অসাম ||
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো অনেক দিন কোন লেখা দিচ্ছেন না কিন্তু
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: ভারতবর্ষ নিয়ে পশ্চিমাদের মধ্যে মনেহয় এখনও অনেক অদ্ভুত সব ধারণা আছে। যেমন, মুনি ঋষিরা যাদু করে সমস্যা সমাধান করতে পারে বা বাঁশী বাজিয়ে দড়ি উপর দিকে তোলা এই জাতীয়!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২২
শের শায়রী বলেছেন: ভাল বলছেন, তবে হ্যা এখনও পশ্চিমাদের মধ্যে এ ধারনা আছে
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
আহসান ০০১ বলেছেন: আপনার লেখায় নতুন কিছু না কিছু ইন্তারেস্তিং জিনিস জানতে পারি, চালিয়ে যান
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩
শের শায়রী বলেছেন: অনেক ধ ন্যবাদ ব্রো
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
তারছেড়া লিমন বলেছেন: ভাগ্যিস এখন আর এরা নেই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫
শের শায়রী বলেছেন:
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১
মহামহোপাধ্যায় বলেছেন: যথারীতি চমৎকার ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬
শের শায়রী বলেছেন: আমার ধন্যবাদ জানুন
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
ম্যাংগো পিপল বলেছেন: +++++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: আলহামদুলিল্লাহ। আপনি কেমন মাঝি ভাই?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
শের শায়রী বলেছেন: ভাই রে মাঝি ভাই বুজলাম না। তবে আমি ভাল আছি।
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনি মেরিনার না? সমুদ্রে জাহাজ চালান?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
শের শায়রী বলেছেন: নারে ভাই আমি পেট্রোলিয়াম জিওলোজিষ্ট। সমুদ্রের নীচ থেকে তেল গ্যাস উঠাই এখন বুজলাম কেন মাঝি বলছেন হা হা হা ভাল লাগল শুনে।
Click This Link
Click This Link
Click This Link
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
তানভীরসজিব বলেছেন: আপনি তো ভাই বেশ ভালো লিখেন....কয়েকটা লেখা পড়ে ফেল্লাম ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
অহন_৮০ বলেছেন: ভালো লাগলো
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: এহহে, মিসটেক বিকাম রং হয়া গেসে দেখতাসি !!! :!>
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
শের শায়রী বলেছেন: সমস্যা নাই ভাই 'ম্যান ইজ মরটাল' মানে মানুষ মাত্র ই ভূল।
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
সুখী চোর বলেছেন: কঠ্ঠিন একটা লেখা পড়লাম, এই বিষয়টা একদমই জানতাম না।+++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
শের শায়রী বলেছেন: ভাল থাকুন
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
রামিজের ডিপফ্রিজ বলেছেন: দুর্ভাগ্যবশত মেগাস্থিনিসের ইন্ডিকা হারিয়ে গেছে , না হলে আরো কিছু মজার তথ্য হয়তো জানা যেত।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
শের শায়রী বলেছেন: ঠিক বলেছেন ভাই।
২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
রইসউদ্দিন গায়েন বলেছেন: বেশ ভাল লাগলো পোস্টটি প'ড়ে!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
২৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪১
বাবু পাগলা বলেছেন: প্রিয়তে চালান ....।
+++++
২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১৫
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা ভ্রাতা
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ইউরোপীয়দের কাছে ভারতবর্ষ ছিল এক রহস্যঘেরা মায়াপুরী। যেখানে বাস করে অদ্ভূত আকৃতির কিছু প্রানী, যেখানে সব সময় ঘটে চলে অলৌকিক ঘটনা।
আজব হলেও কথাগুলো এক প্রকার নির্মম সত্য। কারণ এখানকার মানুষ জনের কীর্তিকলাপ সত্যি সেলুকাস