নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

ব্রিটেনের আফিম বানিজ্য আর ভারতের ফেন্সিডিল বানিজ্য

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪



ব্রিটিশ শাষনের আর্থিক ভিত্তি মুলত আফিম বানিজ্যর ওপ্র ভিত্তি করে প্রতিষ্ঠীত। ঔপন্যাসিক অমিতাভ ঘোষ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট। বহু বছর খেটেখুটে তথ্য উপাত্ত নিয়ে লিখছে Sea of Poppies. বিবিসি কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ব্রিটিশ শাষিত ভারত সরকারের রাজস্ব আয়ের শতকরা ১৭-২০ ভাগ আসত সরাসরি আফিম থেকে। ১৯২০ দশকেও এ বানিজ্য রমরমা অবস্থা ছিল। মূল আমদানিকারক ছিল চীন। ভারতীয় আফিম বানিজ্যর আন্তর্জাতিকীকরন কোম্পানী সরকারের হাতে। ১৭৮০ সালে ওয়ারেন হেষ্টিংস চীনের সঙ্গে আফিম বানিজ্যর সিদ্বান্ত নেন। রফতানীকারক হিসাবে তখন ও চীনের সুখ্যাতি ছিল কিন্তু আমদানী কারক হিসাবে মোটেও আগ্রহী ছিলনা।



আফিম বানিজ্য তরী

ফলে চীনের সাথে ব্রিটেনের বানিজ্য ভারসম্য বরাবরই চীনের অনুকূলে। চীনে আফিমের বাজার ছিল। ধুরন্ধর হেষ্টিংস ভালই বুজছিলেন যে অষুধের প্রস্তুতি হিসাবে হোক আর নেশাকারক হিসাবে হোক যদি আফিমের রপ্তানী চীনে বাড়ানো যায় তা হলে ভারত থেকে আফিম রপ্তানী করে আন্তর্জাতিক বানিজ্য চীনের সাথে বিরাজমান ভারসম্য রক্ষা করা যাবে। ওয়ারেন হেষ্টিংস আফিম ভর্তি ছোট জাহাজ নিয়ে চীনে পৌছে ১৭৮০ সালে। তারপর চাহিদা বেড়েই চলে।১৭৮০ থেকে ১৮১০ সাল পর্যন্ত চীনে রফতানির প্রায় পুরো আফিম বাংলায় উৎপন্ন হয়।



আফিম বানিজ্যর তথ্য উপাত্তঃ

1. ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী আফিম বানিজ্যর প্রধান বাহক। ডাচ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ১৬৬০ সালে ভারত থেকে আমদানী করেছে ০.৬ মেট্রিক টন আফিম। ২৫ বছর পর আমদানির বার্ষিক পরিমান ৭২.৩ মেট্রিক টন।

2. ১৭২০ সালে ভারত থেকে চীনে রফতানী করা হয় ১৫ মে.ট ১৭৭৩ সালে এই পরিমান দাড়ায় ৭৫ মে.ট

3. ১৭৭৩ সালে পাটনা ভিত্তিক আফিম সিন্ডিকেট ভেঙ্গে কোমাপানি একক ভাবে এ অধিকার লাভ করে।

4. ১৮৩০ সালে বাংলার ৯০ হাজার একর জমি পপি আবাদ হত। ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর কল্যানে ১৮৪০ সালে পপি আবাদ হয় ১ লাখ ৭৬ হাজার একর। ১৯০০ সালে এ হিসাব ৫ লাখ একর।

5. এক পর্যায়ে ভারতে আফিম আবাদ বাবদ ৫৭ লাখ হেক্টর জমি অধিগ্রহন করা হয়। বল পূর্বক বিহার ও সংলগ্ন এলাকা কোম্পানী খাদ্যশষ্য আবাদ বন্ধ করে পপি চাষ প্রায় বাধ্যতামূলক করা হয়। এক পর্যায়ে হাউস অভ কমন্সে আবেদন পৌছে এই আফিম চাষে সরকারের বাধ্যতামূলক ও নিবর্তন মূলক আচরনের অবসান চাই। বর্তমান গবেষনায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের অন্যতম কারন হিসাবে আফিম চাষের সম্পৃক্ততা খুজে পাওয়া গেছে।

6. ১৮৩৯ সালে চীন আফিম বানিজ্য নিষেধাজ্ঞা ঘোষনা করে। কিন্তু ব্রিটিশ সরকার অবৈধ চোরাচালান উৎসাহিত করে। ব্রিটীশ সরকারের এই অবৈধ কর্মকান্ডের জন্য চীনের সাথে ঐতিহাসিক “ওপিয়াম ওয়ার” হয়। চীন পরাজিত হয়ে ব্রিটেনের সাথে অসম চুক্তি করতে বাধ্য হয়।



7. ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাফল্যকে সন্মান করেই বলছি যদি আফিম থেকে ব্রিটেনের অবৈধ আয় বন্ধ না হত তবে ঔপেনিবেশ শাষন গুটিয়ে যেতে আরো সময় লাগত।



আফিমের প্রসার ব্রিটেন সরকার ভালভাবেই বাংলায় করেছিলেন। সিরাজুল ইসলামের “বঙ্গসমাজে”র উদ্বৃতি দিয়ে “ আপনার উদ্দ্যেশ্য রাখা আফিম অনুগ্রহ করে গ্রহন করুন” ধরনের অনুরোধ শিক্ষিত সমাজে সাধারন ছিল।



সেই ব্রিটেন নেই সেই কোম্পানী ও নেই, নেই আফিম চাষের রমরমা অবস্থা কিন্ত এসেছে তার থেকেও ভয়াবহ মাদক ফেন্সিডিল, ইয়াবা। আজকের ভারত যেন সেই পূর্ববর্তী ব্রিটেন, ফেন্সিডিল যেন আফিম আর আমরা যেন আসহায় চীন জাতি। যাদের শুধু আফিমের নেশায় বুদ করে তাদের যুদ্বে পরাজিত করছিল। আমাদের সীমান্তে ফেন্সিডিলের কারখানা গূলোর বহাল তবিয়তে অবস্থান প্রমান করে ইন্ডিয়া এ দেশে মাদক অগ্রাসন চালাচ্ছে। শুনি আজ নাকি যুব সমাজের কোন অনুষ্ঠান ফেন্সিডিল ছাড়া সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়না।



আমি খুব অবাক হয়ে ভাবি সামুর ব্লগাররা ধর্ষন, নারী স্বাধীনতা নিয়ে এত সোচ্চার সেখানে আমাদের যুব সমাজ যে ড্রাগ ওয়ারে ইন্ডিয়ার কাছে পরাজয়ের সন্মুখীন তা কেউ কি ভাবছেন? আমাদের জজ, সেনাবাহিনীর অফিসাররা আজ ফেন্সিডিলসহ ধরা পড়ে, থানায় ফেন্সিডিল বিক্রি হয় । এ গুলো আমার কথা না পত্রিকার কথা। পুলিশের আয়ের আন্যতম উপাদান ফেন্সিডিল।



সূত্রঃ

http://en.wikipedia.org/wiki/Opium_Wars

“Sea of Poppies” by Amitav Ghosh.

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারন পোস্ট ভাই, এই রকম চিন্তা মাথা মধ্যে ঘুরছিল, আপনি লিখে ফেলসেন। সীমান্তবর্তী প্রত্যেকটা অঞ্চলেই ফেন্সিডিলের বিপুল প্রতাপ। ইন্ডিয়ার মনপলি ব্যাবসায় ভাগ নিতে মিয়ানমার নিয়ে আসছে ইয়াবা, যা প্রচারের কল্যাণে বেশ দ্রুত বাজার দখল করে নিয়েছে। অ্যাডিক্টেড হইব আমাদের পুলাপাইন, ব্যাবসা করব আরেক দেশ। আগে ব্রিটিশ বেচছে আফিম, এখন আম্রিকা রাশিয়ারা বেঁচে অস্ত্র!

মাদক আর অস্ত্রের উপ্রে দুনিয়ায় কুনো ব্যবসা নাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

শের শায়রী বলেছেন: ভাই খুব কষ্টে আছি। আমার পরিচিত কিছু বেশ বড় চাকুরী করে ফেন্সী আর ইয়াবা নেয়। ভাবি উনারাই যদি নেয় তা হলে বাকী থাকে কারা? মনে হয় এটা যেন খুব স্বাভাবিক। ভেতরে ভেতরে আমরা শেষ হয়ে গেছি। অথচ কেউ কিছু বলেনা, কেন? কেন?

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

দারাশিকো বলেছেন: আপনি মিয়া ব্যাকডেটেড লুক। ফেন্সি, মদ, গাজা, শিশা - এগুলা না খাইলে এখন চলে?

শেয়ার দিলাম। ++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

শের শায়রী বলেছেন: কনকি ভাই আমার তো এল.এস.ডি ছাড়া চলেই না B:-) ;) :( , মাজে মাজে টিকটিকি র ল্যাজ ও খাই ;) :(

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল, বেশ ভাল তথ্যসমৃদ্ধ পোষ্ট।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কু ব্রো

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

মহামহোপাধ্যায় বলেছেন: হুম !! সবাই দেখি নেশায় বুঁদ হয়ে আছি।

পোস্টে ভালো লাগা থাকল ভাইয়া।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কু ব্রো

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

শূন্য পথিক বলেছেন: বাড়ির ডাইল বা খাইয়া, ভারতের ডাইল খাওয়ার জন্য অনেকেই অস্থির! X(( X((

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

শের শায়রী বলেছেন: ডাইল কথাটা এখন শুনলেই মেঝাজ খারাপ হয়ে যায় X(( X((

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
জটিল এবং তথ্য বহুল পোষ্ট।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

শের শায়রী বলেছেন: ছিলেন কোথায় এতদিন?

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: গ্রেট পোষ্ট শায়েরী ভাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভায়া

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ডিগবাজি বলেছেন: গু খায় কেন ? শালারা? ইন্ডিয়ারে ধন্যবাদ গুখোর জাতিরে গু সাপ্লাই দেয়ার জন্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০

শের শায়রী বলেছেন: ভাই "গুখোর জাতি" বললে আপত্তি আছে। বলুন যে গুখোর গুলোকে গু গুলো গু সাপ্লাই দেয়।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

ঝটিকা বলেছেন: ছেলে জাতিটাকে আল্লাহ একটু বোকা করে তৈরি করছে, বন্ধু বলতেই ওরা অজ্ঞান। খারাপ ভালো বিচার করে না। অনেক ভালো ছেলেরায় বন্ধুর পাল্লায় পড়ে নেশার জগতে আসে। কিন্তু মেয়েরা কখনোই সমমনা সম্পন্ন না হলে তার সাথে মেশে না, এমন কি হায় হ্যালো সম্পর্কও রাখে না।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

শের শায়রী বলেছেন: " ছেলে জাতিটাকে আল্লাহ একটু বোকা (?) করে তৈরি করছে, বন্ধু বলতেই ওরা অজ্ঞান। খারাপ ভালো বিচার করে না। অনেক ভালো ছেলেরায় বন্ধুর পাল্লায় পড়ে নেশার জগতে আসে।।"
এই বন্ধুদের জন্যি ছেলে জাতিরা জগতে প্রভুত্ব করতে পারে ;)। খারাপ বন্ধু যেমন খারাপ। ভাল বন্ধু তেমন আশীর্বাদ।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: ভাই গাঞ্জা এর কথা বাদ দিলেন কেন এইটা তো এখন সব থেকে সস্তা নেশার বস্তু।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৭

শের শায়রী বলেছেন: ভাই কি কইলেন?!!!!! গাঞ্জা কি নেশা!!!! ফেন্সী, ইয়াবা, এল এস ডি এর তুলনায় গাঞ্জাতো শাক পাতা;)

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

তারছেড়া লিমন বলেছেন: মিথ্যা বলবো না ভাই আমি একদিন ফেন্সিডিল এর বোতলএর এক মুটকি চেখে দেখেছি.......... সবাই কি পায় জানি না তবে আমি কোন মজা পাইনি । বরং ঔদিন সন্ধাটাই আমার খা্রাপ গেছে। পোষ্টে ভাললাগা সহ ++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৮

শের শায়রী বলেছেন: লিমন ভাই কম বেশি দেখছি সবই, কি যে আনন্দ পায় পোলাপান হেরাই জানে।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

রাজকুট বলেছেন: আপনার প্রতিটি লেখাই ভাল লাগে

+++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৮

শের শায়রী বলেছেন: এ আমার পরম সৌভাগ্য। আমার অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

খুব সাধারন একজন বলেছেন: প্রিয়। প্লাস। হৃদয়ছোয়া।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২২

শের শায়রী বলেছেন: ব্রো আমি এই জিনিস টা মানুষ কে বুজাতে পারছি না আমদের ধ্বংশ করতে আর কিছুই লাগবে না এক ফেন্সিডিল ই যথেষ্ট। সবাই যেন উট পাখির মত মুখ লুকিয়ে আছে কিন্ত ধ্বংস তাতে ব ন্ধ হবে না

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

আধারের বাসিন্দা বলেছেন: লেখক বলেছেন: কনকি ভাই আমার তো এল.এস.ডি ছাড়া চলেই না

[অফ টপিক: এল.এস.ডি কোথায় পাওয়া যায়? জীবনে একবার খাওয়ার ইচ্ছা আছিল । এল.এস.ডি খাইলে নাকি দুনিয়ার সব রং দেখা যায়?]

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৩

শের শায়রী বলেছেন: ভাই ভাল মানুষের কাছে জিগাইছেন। আশা করি যারা জানে তারা আপনার উত্তর দিবে

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৭

মুদ্রা সংগ্রাহক বলেছেন: অন্যান্য পোস্টের মতই অসাধারণ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.