নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
প্রতিধ্বনির ভালবাসা
এই কাহিনীটি ইকো নামক এক গ্রীক পর্বত পরীকে নিয়ে। দেবতা জিউসের পত্নী হেরার অভিশাপে ইকো শুধু অন্যের কথার শেষ অংশ প্রতিধ্বনি করতে পারত। অন্য কোন ক্ষমতা তার ছিল না। বিষন্ন ইকো সারাদিন ঘুরে বেড়াত পাহাড়ে জঙ্গলে। ঘুরতে ঘুরতে একদিন ইকো দেখা পেল রূপবান নার্সিসাসের।
নদী দেবতা সিফিসাসের পুত্র নার্সিসাস ছিল ভীষন অহংকারী। পুরুষ হয়েও রূপের দেমাক তার ছিল। কোন নারীকেই তার নিজের যোগ্য মনে হতনা। অথচ বাকশক্তিহীন ইকো ভালবেসে ফেলল এহেন অহংকারী নার্সিসাস কে। ভালবেসে জড়িয়ে ধরল নার্সিসাস কে। কিন্তু ভীষন রূঢ় ভাবে প্রত্যাখ্যান করল আত্মপ্রেমিক নার্সিসাস। অপমানিত ইকো পালিয়ে গেল পাহাড়ের গুহায় সেখানেই নার্সিসাসের নাম নিতে নিতে তিলে তিলে মৃত্য বরন করল। রয়ে গেল শুধু দুঃখী ইকোর কন্ঠসর যা আমরা প্রতিধ্বনী নামে চিনি।
আগুনের দেবতা
তার নাম প্রমিথিউস। গ্রীক পুরানের বিখ্যাত টাইটান। অলিম্পাস দেবতাদের সাথে টাইটানদের মোটেই সদ্ভাব ছিল না।উপরন্ত ভবিষ্যতদ্রষ্টা প্রমিথিউস জানতে পারেন দেবতা জিউস মানব জাতিকে ধ্বংস করে নতুন প্রানীকূল সৃষ্টি করবেন। প্রমিথিউস এগিয়ে আসেন মানব জাতিকে স্বাবলম্বী করতে অ্যাপোলোর অগ্নিরথ থেকে আগুন চুরি করে তা মানুষদের দিয়ে দিলেন, শিখিয়ে দিলেন কিভাবে ব্যবহার করতে হয়।
মানুষদের ভালবাসার অপরাধে জিউস প্রমিথিউসকে কি শাস্তি দিয়েছিলেন সেটা কি জানেন? ককেশাস পর্বতের চুড়ায় তাকে শিকল দিয়ে বেধে রাখলেন আর প্রতিদিন এক ঈগল এসে প্রমিথিউস এর যকৃত ছিন্নবিন্ন করে ফেলত আর রাতে আবার সেই যকৃত নতুন করে সৃষ্টি হত। প্রমিথিউসকে এই যন্ত্রনা থেকে কে মুক্তি দিয়েছিল? জিউসের পুত্র হারকিউলিকস। সে অন্য গল্প অন্য কোন সময় বলব।
কাক কেন কালো
গ্রীক ও রোমান পুরানের সবচেয়ে সুদর্শন দেবতা ছিল অ্যাপোলো। রোগ নিরাময়, ভবিষ্যতবানী, যৌবন, সংগীত, ধনুর্বিদ্যা, আলোর দেবতা। এই দেবতার প্রিয়তম প্রেমিকা ছিল ল্যাপিথির রাজকন্যা কারোনিস। রাজকন্যা যেন অন্য কোন পুরুষের সাথে গোপনে প্রেম না করতে পারে এই জন্য অ্যাপোলো একটি কাককে পাহারাদার হিসাবে নিযুক্ত করেছিল। আর তখন কাকের রং ছিল সাদা।
এত সতর্কতা সত্ত্বেও কারোনিসের একজন গোপন প্রেমিকা ছিল। আর পাহারাদার কাক সেই সংবাদ অ্যাপোলোকে দিতেই ভয়াবহ রেগে গেল। কাককেই প্রথমেই অভিশাপ দিয়ে বসল অ্যাপোলো।
সেই থেকে কাক বেচারা কালো রং হয়ে গেল।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
উলটোরথ বলেছেন: Shovon, how can u manage so much time to stick in PC or blog? Amazing....
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
শের শায়রী বলেছেন: উলটোরথ আমার জব টাই এমন সারাক্ষন এক গাদা মনিটর নিয়ে বসে থাকতে হয়। বেশিরভাগ কাজ ই আমার জুনিয়ররা করে ফেলে, আমি কি করি সাগরে বসে? এভাবেই সময়টা পার হয়ে যাকনা। মাই গড তুই মাহফুজ!!!!!!!!!!! তুই ব্লগে!!!!!!!!!!!!!!!
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
বোকামন বলেছেন: “হা্য”
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ঠিক করে দিলাম
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
টাইটান ১ বলেছেন: দারুণ পোস্ট।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
শের শায়রী বলেছেন: ধন্যবাদ টাইটান ১
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
তাইলেকি বলেছেন: বাহ !!!
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
শের শায়রী বলেছেন: ধন্যবাদ তাইলেকি
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
শায়মা বলেছেন: নার্সিসাসের গল্প যতবার পড়ি ততবার মুগ্ধ হই!
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
শের শায়রী বলেছেন: কি বললেন? আর আমার কিনা মনে হয় নার্সিসাস একটা আত্মকেন্দ্রিক বদমাশ। প্রচন্ড অহংকারী!!!!!!!!!!!!!!
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
মাক্স বলেছেন: ফারজুল আরেফীন ভাইয়ের কল্যাণে এগুলা অনেক পড়া হইসে। তবে যতবারই পড়ি ভালো লাগে।
পোস্টে প্লাস!
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
শের শায়রী বলেছেন: ধন্যবাদ মাক্স ভায়া
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
আরজু পনি বলেছেন:
আবারও পড়লাম, নতুন করে পুরনোকাহিনী। তবে নতুনই লাগলো যেন।
ভালো লাগা রইল।
৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২০
শের শায়রী বলেছেন: আরজুপনি আপনার লেখা মন্তব্যগুলো আমাকে উদ্বেলিত করে। নিরন্তন ভাল থাকুন।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
শূন্য পথিক বলেছেন: ভালো লাগলো।
৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২০
শের শায়রী বলেছেন: নিরন্তন ভাল থাকুন ব্রো
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: বরাবরের মত দারুন পোস্ট, বরাবরের মত প্রিয়তে!
৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২২
শের শায়রী বলেছেন: আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করে। ভালো থাকুন।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
চাঁপাডাঙার চান্দু বলেছেন: ভাই, আপনার রিগে গেস্ট নিয়ে যাওয়া যায় না?
কোন বন্ধুর দেখা পেলেন মনে হচ্ছে! প্রমিথিউসেরটা জানতাম, প্রথম গল্পটা সুন্দর লাগল
৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২১
শের শায়রী বলেছেন: ভাইরে গেষ্ট তো গেষ্ট, বউরেও আনতে পারিনাই জীবনে। হাইলি রেসটিক্টেড
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
তারছেড়া লিমন বলেছেন: অসাধারন..++++++++++++++++
৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২১
শের শায়রী বলেছেন: ধন্যবাদ লিমন ভাই
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনার ব্লগ একটা ভালো ভার্চুয়াল পাঠাগার হিসেবে গড়ে উঠছে !
ভালো লাগলো। শুভকামনা। +++++++++
৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২২
শের শায়রী বলেছেন: দায়িত্ববান নাগরিক ব্রো ভাল লাগল আপনার কথায়। ভাল থাকুন।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
মহামহোপাধ্যায় বলেছেন: কাকের কাহিনী জানতাম না। থ্যাঙ্কু ভাইয়া
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
শের শায়রী বলেছেন: কি কন এইডা জানতেন না? যাউজ্ঞা এহন তো হুনলেন
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
চশমা সাব্বির বলেছেন: ভালো লাগে এইসব পোঔরানিক কাহিনী.। ধন্যবাদ
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
শের শায়রী বলেছেন: ধন্যবাদ জনাব
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
লোনলিফাইটার বলেছেন: নাইস পোস্ট +++