নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

আগামী কাল আমকে আবার গহীন সাগরে যেতে হবে, এক মাসের জন্য, বুকের মধ্যে কেমন যেন এক বিষাদের খয়েরী দানাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। এমন তো না যে নতুন যাচ্ছি? গত পনের বছর এভাবেই চলছে, এক মাস দেশে থাকি এক মাস দূর সাগরে থাকি। প্রতিবারই একই অনুভূতি। কেমন যেন এক অবর্ননীয় কষ্ট। আমি কখনও আমার অবেগ অনুভূতি প্রকাশ করিনা কে জানে হয়ত কঠিন পরিবেশে মানুষ হবার জন্যি এরকম হবে।



দু ছেলে বার বার ঘুরে ফিরে কাছে আসছে, বড়টা তাও কিছু বুজে, কিন্তু ছোটটা একদম ছোট মাত্র দু বছর, কিছুক্ষন পর পর ই এসে বাবার কোলে চড়ে বসছে। যত বার ই ওকে কোলে নিচ্ছি ততবারই মনে হচ্ছে এই চাকুরী আর করবনা, তারপরও আমি জানি আমাকে সাগরে যেতে হবে, আমার পরিবারের খাদ্য, বস্ত্র, সুখ, স্বাচ্ছ্যন্দ নিশ্চিত করার জন্য হলেও আমাকে আমার ইচ্ছার বিরুদ্বে যেতে হবে।



ছেলেদের মা প্রায় একযুগ হল আমার সাথে এক সাথে আছে, সব কিছুই জানে তারপরও সে মেনে নিতে পারেনা, দেশের বাইরে যাবার আগে কেমন যেন মুখ ভার থাকে, আমি জানি ওরও আমার মত কষ্ট হয় কিন্তু করার কিছু থাকে না। মাজে মাজে খুব ছোট খাট ব্যাপার নিয়ে হৈচৈ করে আমি জানি কেন করে, আগে বুজতাম না, মনে করতাম অহেতুক বুজি। তাই আমি নিজেই এর সমাধান বের করেছি, আর একটু পর আমি বাসা থেকে বের হয়ে যাব, সন্ধ্যয় বাসায় এসে আমিই ইচ্ছে কৃত ভাবে কোন ছুতো ধরে ওর সাথে ঝগড়া করব, যাতে আমার ওপর কিছুটা রাগ থাকে, বেশি ভালবাসা ভাল না ওকে অনেক বুজানোর চেষ্টা করছি, বুজে না। তাই এই পদ্বতি ধরছি। ঠিক প্লেনে ওঠার আগে বলব “যাই”



ও তখন ঝরঝর করে কেঁদে দেবে, বলবে, “যাই না, বল আসি”।



“অষূধ কিন্তু মনে করে খেয়ে নিও”। কাদতে কাদতে আরো বলবে, নামাজ পরো ঠিক মত।



ছোটটা ঝাপ দিয়ে কোলে উঠবে, আধো আধো বোলে বলবে “বাবা ভোম, বাবা ভোম” ভোম বলতে সে গাড়ী বুজায়।



বড় ছেলে আমার হাত ধরে বলবে “বাবা কতদিন পর তুমি আসবে?”



আমি বলব “বাবা ঠিক ত্রিশ দিন পর আল্লাহ বাচিয়ে রাখলে আমি তোমার কাছে আসব”



মা আসবে ওজু করে আয়তুল কুরশি পরে মাথায় ফু দেবে, সমস্ত বালা মুসিবত থেকে যেন আমি রেহাই পাই।



গাড়ীর কাছে কখনো ইমন, কখনো মিলন, কখনো খালেদ দাঁড়ানো থাকবে। যতই বলি না এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে না কিন্তু কে শোনে কার কথা, আমার বন্ধু ভাগ্য চিরদিনই খুব ভাল। আমার সাথে কেউ না কেউ এয়ারপোর্ট পর্যন্ত যাবে।



কার্জন হল ক্যাফেটারিয়ার ম্যানেজার ফারুক ভাই তো নিশ্চয়ই থাকবে আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত ছায়ার মত। সেই কবে ইউনিভার্সিটি ছেড়েছি তাও প্রায় ১৫ বছর। কিন্তু কি এক মায়ায় যেন ফারুক ভাই এখন ও সব সময় যোগাযোগ রক্ষা করে।



এই লেখা লিখতে লিখতে গতকাল বিকাল তিন টায় কুয়ালালামপুর থেকে ফোন আসল, আজকে রাতেই (২৫ তারিখ রাতেই) রওনা দিতে হবে, আমি এখন "মিরি" নামে এর দ্বীপে বসে লিখছি, "মিরি" মালায়শিয়ার সারওয়াকে, আসাধারন সুন্দর, যত সুন্দর ই হোক আমার দু’চোখ ভেঙ্গে ঘুম নামছে, গাড়ীর ড্রাইভার জানালো কাল সকাল (২৭ তারিখ) ৮ টায় হেলিকপ্টার। এক ঘন্টা ২০ মিনিটের হেলিকপ্টার ফ্লাই। তারপর আমার রিগে। তার মানে আগামীকাল ৪ সপ্তাহের জন্য মাটির মায়া ছেড়ে গহীন সমুদ্রে উড়াল দেব।



রিগ কি জিনিস কারো কৌতুহল হলে এখানে দেখতে পারেন।

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



রিগে যেয়ে আমার প্রিয় সামু বন্ধুদের সাথে আবার যোগাযোগ হবে, আর পারলে আজ সন্ধ্যায় আর একবার ল্যাপ্টপের সামনে বসব।

সবাই যেন ভাল থাকুন।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

খেয়া ঘাট বলেছেন: দূরের কষ্ট অনেক বেদনার হৃদয়ের গভীরেই রাখি,
মুখে আলগা হাসি রেখে দুঃখকে আমি ঢাকি।

প্রিয়জন থেকে দূরে থাকা অনেক বেদনার।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

শের শায়রী বলেছেন: উপলদ্বির জন্য ধন্যবাদ ভাই। ভাল থাকবেন

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

বেবিফেস বলেছেন: " মাজে মাজে খুব ছোট খাট ব্যাপার নিয়ে হৈচৈ করে আমি জানি কেন করে, আগে বুজতাম না, মনে করতাম অহেতুক বুজি। " এ বুঝটুকুই কি সকল দুঃখ সইবার জন্য যথেষ্ট না?

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

শের শায়রী বলেছেন: কি জানি? কখনও কখনো তাও অপ্রতুল হয়ে যায়।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

আদিম পুরুষ বলেছেন: বেস্ট অব লাক। '' মিরি'' দ্বীপের ফটো ব্লগ দেন।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

শের শায়রী বলেছেন: ব্রো ঘুমে দুচোখ লেগে যাচ্ছে। দেখি ঘরে ফেরার সময় কিছু ছবি তুলে তখন দেব। এখন ক্ষমা চাচ্ছি। ভাল থাকুন।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন: অল দ্যা বেষ্ট শোভন ভাইয়া! আপনার অনুভুতি পড়ে অদ্ভুত লাগছে, কি মায়া!!! :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

শের শায়রী বলেছেন: বালিকা আপ্নিই আমার নিক নামটা প্রথম ব্যাবহার করলেন ব্লগে। ভাল থাবেন বোন।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

ঢাকাবাসী বলেছেন: আপনার কষ্টের সাথে সহমর্মিতা বোধ করছি। তবে সেই সাথে ব্যাপারটার ভাল দিকটাও দেখুন, আপনি এদেশের শতকরা ২% - ৪% লোকের একজন যার মোটা মাইনে আছে, গাড়ী আছে, কর্মস্হলে স্ত্রী সন্তানরা সাথে আছে, শিতাতাপ নিয়ন্ত্রিত বাড়িতে থাকেন, অন্য কোন টেনশন নেই, মাঝে মাঝেই বাড়ী আসেন ইত্যাদি। এসব ভাবলেই দেখবেন অনেক ভাল লাগবে। ভাল থাকুন।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

শের শায়রী বলেছেন: ঢাকাবাসী ওইটা চিন্তা করেই নিজেকে স্বান্তনা দেই যে কত জনতো বছরের পর বছর দেশে আসে না আমিসে তুলনায় অনেক ভাগ্যবান। তারপর ও প্রিয়জন রেখে দূরে থাকা খুব কষ্টকর। ধন্যবাদ আপনাকে সহমর্মিতার জন্য।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

ইখতামিন বলেছেন: আপনিও ভালো থাকুন সব সময়

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

শের শায়রী বলেছেন: ভাল থাকবেন ইখতামিন ভাই

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

মহামহোপাধ্যায় বলেছেন: সহি সালামতে ঘরের ছেলে ঘরে ফিরে আসুন সেই কামনা করি।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

শের শায়রী বলেছেন: ধন্যবাদ মহামহোপাধ্যায ভাল থাকবেন

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো। যোগাযোগ থাকবে ব্লগে। আপনি তো ব্লগ মাতায় ফেলসেন অল্প কদিনেই! ব্লগিং থামায়েন না।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

শের শায়রী বলেছেন: যেটুকু বুজতে পারি, আপ্নারাদের হাত ধরেই আজকের ব্লগিং এই পর্যায়ে, আপনাদের উদার মনোভাবের জন্য ব্লগিংয়ে নতুন ব্লগারদের অল্প কদিনেই আপন করে নেবার চল শুরু হয়েছে। ভাল থাকবেন ভাই।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

তারছেড়া লিমন বলেছেন: ভাল থাকুন সবসময় এই কামনায় করি।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

তারছেড়া লিমন বলেছেন: ভাই আমি ভাল আছি। আপনি কেমন আছেন তা জানিনা।
আমার ফেবু লিংক

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

শের শায়রী বলেছেন: ভাই আমি রিকোয়েষ্ট পাঠাইছি।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক শুভকামনা রইল ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

অড়বরই বলেছেন: পোস্টটি খুবই ভাল লাগল। অনেক ধন্যবাদ।আমার ব্লগেও আসবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

শের শায়রী বলেছেন: শিওর অড়বরই। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.