নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
প্রথম বিশ্বযুদ্বের মাতাহারি, দ্বিতীয় বিশ্বযুদ্বের সিন্থিয়া যেমন খ্যাতি পেয়েছিলেন গুপ্তচর হিসাবে, স্নায়ুযুদ্ব কালীন ষাটের দশকে অমন খ্যাতিই ছড়িয়ে পরেছিল তানিয়ার। অসাধারন মেধাবী আর সফল স্পাই ছিলেন, কাজ করেছিলেন এক সাথে তিন দেশের হয়ে। ভালবাসতেন বিশ্বনন্দিত বিপ্লবী চে গুয়েভেরাকে। কাজ করেছেন তার হয়েও তবে এ ব্যাপারে বিতর্ক আছে তানিয়াকে নিয়ে। পুজিপতি দেশগুলোতে তাকে দায়ী করা হয় চে’র অপমৃত্যুর জন্য। সমাজতান্ত্রিক দেশগুলোতে তাকে মর্যদা দেয়া হয় মহান দেশপ্রেমিক আর দুঃসাহসী গেরিলা যোদ্বা হিসাবে। বলা হয় চে’র সাথে তিনিও আত্মোৎসর্গ করেছেন বিপ্লবের কাজে।
কিউবার মুক্তিযুদ্বে গেরিলা রনকৌশল সফল হবার পর চে ভাবেন ওই রননীতি ছড়িয়ে দিতে পারলে কমিউনিষ্ট শাষন প্রতিষ্টা করা যাবে সমগ্র লাতিন আমেরিকায়।এই ভাবনায় তিনি বেছে নেন বলিভিয়া আর আর্জেন্টিনাকে। প্রথমে বলিভিয়া সেখানে সফল হবার পর আর্জেন্টিনা। তার এই পরিকল্পনায় সর্বোত সহযোগিতা দেন তানিয়া কিন্ত শেষ পর্যন্ত সবই বিফলে যায়।
মার্কিন সাংবাদিক ড্যানিয়েল জেমস লিখছেন তানিয়াকে নিয়োগ দিয়েছেন “ষ্ট্যাসি” নামে পূর্ব জার্মানির গোয়েন্দা সংগঠন এবং কেজিবি নামে সোভিয়েত রাশিয়ার গোয়েন্দা সংগঠন। তাদের উদ্দ্যেশ্য ছিল কাস্ত্রো ও চে’র ওপর নজরদারি করা। জেমসের মতে চে’র সাথে তানিয়ার প্রেম ছিল পুরোপুরি অভিনয়। চে’র মৃত্যুর জন্য সর্বোতভাবে তানিয়া দায়ী।
তানিয়ার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এয়ারসে ১৯৩৭ সালে ১৯শে নভেম্বর। তার পিতা ছিলেন জার্মানির রাজধানী বার্লিনের একজন অধ্যাপক, মা ছিলেন পোলিশ ইহুদি। নাৎসি দমন শুরু হলে তারা পালিয়ে চলে যান বুয়েনেস আইরিসে সেখানেই বসবাস করতে থাকেন স্থায়ীভাবে। তবে ১৯৫২ সালে তারা ফিরে আসেন পূর্ব জার্মানি। ১৫ বছরের তানিয়া নিয়মিত পাঠ নেন কম্যুনিজমের ওপর। বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে তিনি মার্ক্সবাদের ওপর উচ্চতর ডিগ্রী নেন। শিক্ষার্থী জীবনে তিনি “দ্যা ফ্রি জার্মান ইয়ুথ” নামে একটি সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।ওই সময় লাতিন আমেরিকা সফরে যাওয়া রাজনৈতিক নেতাদের দোভাষী হিসাবে কাজ করেন। ২১ বছর বয়সে যোগ দেন MFS এ। শুরু হয় গুপ্তচর জীবন। তানিয়া নাম বদলে হন তামারা। পরে বিভিন্ন দায়িত্ব পালনে যান মস্কো, প্রাগ, ভিয়েনায়।
ওই সময় তিনি কেজিবির নজরে পড়েন। ওই সময় লাতিন আমেরিকায় কেজিবির গুপ্তচর সংকট ছিল। MFS কেজিবির কাছে তানিয়ার নাম প্রস্তাব করে। তানিয়াও সন্মতি জানায়। ১৯৫৯ সালে কিউবার ন্যাশনাল গর্ভমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসাবে চে আসেন পূর্ব জার্মানি। উদ্দ্যেশ্য কাস্ত্রোর জন্য বৈদেশিক ঋন সংগ্রহ করা। MFS তখন ওই সুযোগে তানিয়াকে নিয়গ করে চে’র দোভাষী হিসাবে। তানিয়া কয়দিনের মধ্যে চের সাথে জড়িয়ে পরেন ব্যক্তিগত সম্পর্কে।
১৯৬১ সালে মস্কোতে তানিয়াকে কঠোর প্রশিক্ষন দেয় কেজিবি। তারপর তাকে পাঠানো হয় হাভানায়, পূর্ব জার্মানিতে কিউবার ব্যালে নৃত্যশিল্পী দল এসেছিল তাদের সাথে একই বিমানে তানিয়া হাভানা যায় ওখানে চে’র ব্যাক্তিগত সুপারিশে চাকরি পান কিউবান শিক্ষা মন্ত্রনালয়ে। শুধু তাই নয় কিউবার আধা সামরিক নারী বাহিনী গঠনেও তার ভুমিকা ছিল।
রনকৌশলের মাধ্যমে বলিভিয়ার অভ্যুন্থান ঘটিয়ে ক্ষমতা দখলের প্লান করার পর তানিয়াকে বিশেষ দায়িত্ব দেন চে। সে দায়িত্ব অনেকখানি সাংগঠনিক আর অনেক খানি গুপ্তচরের। চে’র স্পাই হিসাবে লা-পাজ পৌছান তানিয়া। এখানে তিনি ভুমিকা নেন আমেরিকান-ইন্ডিয়ান লোক সংগীতের বিশারদ ও সিরামিক শিল্পী হিসাবে। স্থানীয় কম্যুনিষ্ট পার্টির সাথে সংযোগ স্থাপন করেন তানিয়া।বনাঞ্চলে লুকিয়ে থাকা গেরিলাদের সাথে বহিবিশ্বের যোগাযোগে মূখ্য ভুমিকা নেন তানিয়া। লা-পাজ থেকে নিয়মিত খাদ্য, ওষূধ, অস্ত্র নিয়মিত পাঠাতে থাকেন বনাঞ্চলে।
এত দক্ষ স্পাই হবার পরও কিছু ভূল করে বসেন তানিয়া, নজরে পরে যান বলিভিয়ান গুপ্তচর সংস্থার।গোপনে তাকে অনুসরন করে সরকারী গোয়েন্দারা। ২৩ শে মার্চকে বিপ্লব ঘটানোর দিন হিসাবে ঠিক করেন চে। কিন্ত তার দশ দিন আগেই বলিভিয়ার সৈন্যরা আক্রমন চালায় বনে অবস্থানরত গেরিলাদের ওপর। ওই সংঘর্সে প্রান হারায় সাতজন শীর্ষ স্থানীয় গেরিলা। বিপ্লব ভেস্তে যায়।এরপর চার মাস বনে জঙ্গলে ঘুরে বেড়ান শেষে সৈন্য দের সাথে মুখোমুখি যুদ্বে বাকীরাও প্রান হারায়।
তানিয়ার শেষ দিনগুলো ছিল খুবই কষ্টকর। বিপ্লব নষ্ট হবার জন্য চে সরাসরি তানিয়াকে দায়ী করেন। শুধু চে না দলের অন্যান্য গেরিলারাও তাকে বিশ্বাসঘাতক ভাবে। এ অবস্থাতেই তাদের সাথে তাকে থাকতে হয়। গেরিলাদের শেষ দলের সাথে মুসিকেরী নদী পার হবার সময় সৈন্যদের সাথে গোলাগুলিতে মারা যান তানিয়া। নদীতে পরে যান মৃত তানিয়া। সেখান থেকে আটদিন পর যখন তার মৃতদেহ উদ্বার করা হয় তখন আর চেনার উপায় ছিল না, পরিচয়পত্র আর পাশপোর্ট দেখে তাকে সনাক্ত করা হয়। এভাবেই জীবনাবসান ঘটে এক অসামান্য রূপসী স্পাইয়ের।
সূত্রঃ http://en.wikipedia.org/wiki/Tamara_Bunke
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
শের শায়রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
দেবদাস. বলেছেন: পড়লাম , অনেক অজানা তথ্য তুলে নিয়ে আসার জন্য ধন্যবাদ ।
প্লাস ++++++++++
উপরে দেখি আরেক তানিয়া হাসান খান আয় হায়
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
শের শায়রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
মহাজাগতিক পাগল বলেছেন: the spy who loved me
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
শের শায়রী বলেছেন: On her majesties secret service
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
বন্দি বলেছেন: বিপ্লব দীর্ঘজীবী হোক
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
শের শায়রী বলেছেন: বিপ্লব দীর্ঘজীবী হোক কমরেড
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
মরু বালক বলেছেন:
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
শের শায়রী বলেছেন:
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
এম আর ইকবাল বলেছেন: সমাজকে ঝাকি দেওয়ার জন্য বিপ্লবের প্রয়োজন আছে ্। যার ফলে নেতারা আবার নড়ে চড়ে বসেন ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
শের শায়রী বলেছেন: সমাজে ধনী দরিদ্র যত দিন থাকবে বিপ্লব ততদিন থাকবে
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভালো লাগলো
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
ওবায়েদুল আকবর বলেছেন: অসাধারণ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
মনিরা সুলতানা বলেছেন: বালিকা ছিলাম যখন এমন একটা জীবন এর স্বপ্ন দেখতাম :!>
কিন্তু মেধা , আর সাহস এর অভাবে , ঝাতি একজন তানিয়া হারাইল
চমৎকার পরিবেশনা , সিধা প্রিয় তে
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
শের শায়রী বলেছেন: চমৎকার আত্মোপলদ্বি
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
চুক্কা বাঙ্গী বলেছেন: ভালো লাগলো। প্লাস।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
শের শায়রী বলেছেন: ধন্যবাদ চুক্কা বাঙ্গী
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই চে কে নিয়ে একটা পোষ্ট দেন আমার খুব প্রিয় একজন যাকে আমি আদর্শ মানি।
আর যথারীতি এই পোষ্ট আমার প্রিয়র তালিকায় নিয়ে নিলাম সাথে দিয়ে গেলাম ৬ নং ভালোলাগা ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
শের শায়রী বলেছেন: কান্ডারী অথর্ব ভাই ছোট্ট একটা উদাহরন দেই, আমার ল্যাপটপের ওপর চে র একটা ষ্টিকার লাগানো। আমি ও আদর্শ মানি
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন:
বিপ্লব দীর্ঘজীবী হোক কমরেড
ভালোলাগা।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
শের শায়রী বলেছেন: বিপ্লব দীর্ঘজীবী হোক কমরেড
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার সাথে দেখি আমার আদর্শ গত মিলও আছে !
ভাই আপনার সাথে দেখা করতে মন চায় ?
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
শের শায়রী বলেছেন: ভাই [email protected] দয়া করে আপনার ফোন নাম্বার টা দিন। আমি কল দিচ্ছি
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার কাছে চে রে নিয়া বানান দুইটা সিনেমা আছে যদি পারি আপনারে দিবনে ।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শের শায়রী ভাই, চমৎকার লাগলো। চে কে নিয়ে তেমন কিছু এখনো পড়া হয়নি। সামনে পড়া আশা রাখছি। ভালো থাকুন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
শের শায়রী বলেছেন: চে কে নিয়ে আরোকিছু লেখার ইচ্ছে আছে ভাল থাকবেন সজীব ভাই
১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
হতাশ মিজান বলেছেন: নতুন কিছু
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
শের শায়রী বলেছেন: ধন্যবাদ মহামহোপাধ্যায়
১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪
বটের ফল বলেছেন: ১২ নং ভালোলাগা দেয়ে গেলাম।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
শের শায়রী বলেছেন: আমার শুভেচ্ছা জানবেন
১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০
ফেলুদার চারমিনার বলেছেন: চমৎকার পোস্ট, +++++++++++
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ফেলুদার চারমিনার
২০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাকে ফেবুতে মেসেজ পাঠিয়েছি ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
শের শায়রী বলেছেন: ব্রো কোন মেসেজ আসেনি, আমার ফেবু র সেটিং্যে কোন অপ রিচিত মেসেজ অ্যাক্সেপ্ট করে না। আপনার ফেবু আড দেন আমি রিকোয়েষ্ট পাঠাই
২১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
http://www.facebook.com/kandari.othorbo
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
শের শায়রী বলেছেন: পাইছেন তোভাই
২২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
সাইফুল আলী বলেছেন: কমুইনিজম এর ধংস চাই
তবে কাহিনীটা ভাল লাগলো
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
শামীম আরা সনি বলেছেন: ১৪ নং প্লাস এবং প্রিয়তে
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
শের শায়রী বলেছেন: ধন্যবাদ শামীম আরা সনি
২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
নস্টালজিক বলেছেন: চে- খুব প্রিয় এক চরিত্র! বিপ্লবে, বিদ্রোহে, বিজয়ে...
আপনার লেখার বিষয়বস্তু চমৎকার! নানা বিষয়ে নানা আঙ্গিকে দারুন সব পোস্ট দিয়ে যাচ্ছেন!
অনেক শুভকামনা, শায়েরী!
আলমিরা-তে তুলে রাখলাম!
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
শের শায়রী বলেছেন: ভাল থাকবেন ভ্রাতা।
২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++
০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা ব্রাদার
২৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৯
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: এই শোষিত সমাজের ভিতর একটা বিপ্লব চাই। যেটা সমাজটাকে আবার নতুন করে সাজাবে।
২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১৩
শের শায়রী বলেছেন: আমিও স্বপ্ন দেখি।
২৭| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৪
মাহমুদা সোনিয়া বলেছেন: nice writing.. khub valo laglo.. Che niye lekhar mojai alada.. valo thakben
০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন
২৮| ২৭ শে মে, ২০১৪ রাত ২:১৭
ছায়াপাখির অরণ্য বলেছেন: রূপসী স্পাই? রুপের কথা না আনলে হত না? উনার গুনেই তো উনি অনন্য!
পোস্টে ভাললাগা!
০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১২
শের শায়রী বলেছেন: অনেক কৃতজ্ঞতা
২৯| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: উড়ে খাইসে!! সত্যি জানতাম না ভাইডি!
ভাল্লাগলো জানতে পেরে ...
০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইডি।
৩০| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সবগুলো ছবি দেখা যাচ্ছে না ...
০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
শের শায়রী বলেছেন: আমার কোন দোষ নাই ভাই সব মডুদের দোষ
৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮
আমি অথবা অন্য কেউ বলেছেন: Nice post. ++
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
তানিয়া হাসান খান বলেছেন: গেরিলাদের শেষ দলের সাথে মুসিকেরী নদী পার হবার সময় সৈন্যদের সাথে গোলাগুলিতে মারা যান তানিয়া। নদীতে পরে যান মৃত তানিয়া।
ইন্নালিল্লাহ! কি বললেন ।
কঠিন ঘটনা এখুনি প্রিয়তে রাখছি । পোষ্টে +++++++++