নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

বিনাযুদ্বে একটি দেশ কিভাবে দখল করা যায়

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১



একটা দেশকে বিনা যুদ্বে দখল করে নেবার জন্য খুব বেশি কিছু করতে হয়না, এই তথাকথিত সভ্য জগতে এখন ও যুদ্ব চলে তবে তার ধরন একটু ভিন্ন। আমি আতংকিত আমদের শত্রুরা আমদের বিরুদ্বে প্রচন্ড রকম সক্রিয়।



মাদক

একটি জাতিকে ধবংস করার সব চেয়ে বড় উপায় হল ওই জাতির যুব সমাজকে মাদকে আসক্ত করে তোলা। আমদের দেশে যে ভাবে ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন আসক্তর সংখ্যা দিন দিন বাড়ছে তাতে এটা বললে আর অত্যুক্তি হবে না যে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। কিছু দিন আগে পেপারে দেখলাম আর্মির এক মেজর ফেন্সিডিল সহ ধরা পড়ছে, বিচার বিভাগের এক জজ যশোর থেকে ঢাকা ফেন্সিডিল আনার সময় হাতে নাতে গ্রেফতার। উচ্চবিত্ত সমাজে ইয়াবা সেবন করা এখন ষ্টাটাস মেইন্টেইন করার একটা সাধারন পন্থা।



জাল টাকা

একটা দেশকে সম্পূর্ন রূপে ধবংস করার জন্য সেই দেশে জাল টাকা সরবরাহ করা আন্তর্জাতিক রাজনিতীর একটা নোংরা পদ্বতি। ভারত পাকিস্তান এ নোংরা খেলায় অনেকদিন ধরেই জড়িত। শোনা কথা বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করার জন্য আমাদের নিকটতম কোন কোন দেশ নাকি আমাদের দেশে জাল টাকা ঢুকানোর পায়তারা করছে। যদি কোন ভাবে তারা সাফল্য লাভ করে তবে খুব শীঘ্রী আমদের দেখতে পাবেন কোন পরাধীনতার শেকলে জড়ানো।



সংস্কৃতি অগ্রাসন

আকাশ সংস্কৃতির জন্য আজকের প্রজন্ম অনেকাংশেই শেকড় বিহীন হয়ে গেছে। আধুনিকতার অপর নাম হয়ে গেছে হিন্দিতে কথা বলা। একটা প্রজন্মকে যদি সংস্কৃতিতে পঙ্গু করে দেয়া যায় তা হলে কোন দেশ আর যুদ্ব করে দখল করতে হয়না। বিনা যুদ্বেই অনেকটা ওই দেশ দখল হয়ে যায়। সাংস্কৃতিক অগ্রাসন একটা দীর্ঘকালীন ব্যাপার। তবে খুব ভাল কাজ দেয়। কারন যখন একটা প্রজন্ম তাদের নিজের শেকড় থেকে দূরে থেকে অন্য সংস্কৃতিতে বড় হয় তখন নিজের দেশের প্রতি কোন মায়া জন্মে না।



মৌলবাদ


মৌলবাদকে একটা গুনে ধরা গাছের সাথে তুলনা করা যায়। কোন দেশে যখন মৌলবাদের প্রসার ঘটে তখন বাহির থেকে বুজা যায়না ওই দেশের মানুষদের নিজেদের মধ্যে কতখানি দুরত্ব তৈরী হয়। আমদের মত দেশে যেখানে শিক্ষার হার ভীষন কম আর দারিদ্রের সাথে নিত্য বসবাস সেখানে মৌলবাদের প্রসার প্রায় অনিবার্য। স্বল্পশিক্ষিত মানুষজন প্রায়ই মৌলবাদ ও স্বাভাবিক ধর্মাচারনকে এক করে ফেলে। মৌলবাদের প্রসার একটা দেশকে কি ভাবে পরাধীনতার শিকল পড়ায় তার জ্বলন্ত উদাহরন আফগানিস্তান, সুদান।



অসৎ প্রোপাগান্ডা


কিছুদিন আগে পত্রিকায় বেশ ফলাও করে একটা খবর আসছে যে বাংলাদেশ নাকি আগামী ২০৫০ সাল নাগাদ ইঊরোপ আমেরিকার থেকেও বেশি অর্থনৈতিক প্রবৃদ্বি অর্জন করবে। এটা তো খুব সাধারন ব্যাপার যখন আমরা অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনের দিকে ধাবিত হব তখন ইউরোপ আমেরিকাও বসে থাকবে না তারাও তাদের অবস্থান থেকে অগ্রগতি অর্জন করবে। আসলে এই ধরনের প্রোপাগান্ডা চালিয়ে একটা অলীক কাল্পনার জগত তৈরী করে আমাদের প্রতিদ্বন্দ্বীরা আমদের মানসিক ভাবে স্বপ্ন জগতে বিচরন করিয়ে নিজেরা তাদের কাজ শক্ত পরিশ্রমের মাধ্যমে হাসিল করে নেয়।



একবার ভাবুন তো আমরা কি একটা যুদ্বকালীন সময় অতিবাহিত করছি কিনা?







মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

দেবদাস. বলেছেন: ভাবনার বিষয় সত্যিই :| :|

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

শের শায়রী বলেছেন: :| :|

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

বুলবুল আহ্‌মেদ বলেছেন: আমাদের মেয়েরা পশ্চিমা দেশগুলোর দাসীতে পরিনত হয়েছে। গার্মেন্টেস এর ছেলে মেয়েদের দিকে ভাল করে তাকালে দেখবেন চামড়া সাদা ফ্যাসফ্যাসে, মনে হয় রক্তশূন্যতা ও পুষ্টিহীনতায় ভূগছে।

দেশের ইঞ্জিনিয়ার আর মেধাগুলা এখন শুধু কাপড় বানায়। দেশে কোন ভাল বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, গবেষক নাই। সবাই কাপড় বানাতে ব্যাস্ত।

বোকা বাঙালীকে ইহুদীরা পাইছে। আমাদেরকে বুঝাইতেছে, কাপড় বুইনা বুইনা ২০৫০ সালের মধ্যে ওদের ছাড়াই যাব।

মুষ্টিমেয় মালিক আর কর্মকর্তা লাভবান হবে বৈকি?

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

শের শায়রী বলেছেন: সহমত

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

ছোট নদী বলেছেন: দেখুন একটি মাত্র সমস্যা সমাধান করতে পারলে সকল আপদ দূর হয়ে যাবে তা হলো দুর্নীতি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

শের শায়রী বলেছেন: আমি আসলে অভ্যন্তরীন সমস্যার কথা বলতে চাচ্ছিনা, অভ্যন্তরীন অনেক সমস্যা আছে। দূর্নীতি অবশ্যি একটা অভ্যন্তরীন বিরাট সমস্যা

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

শার্লক বলেছেন: ৫ নং টা নিয়া তো কিছু বুদ্ধিজীবি স্বপ্ন দেখা শুরু কইরা দিছে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

শের শায়রী বলেছেন: এই ৫ নং নিয়ে ভাই জল ভীষন ঘোলা হচ্ছে। আর কিছু জ্ঞান পাপী এটাকে খাওয়াতে চাচ্ছে

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

ঘুমকাতুর বলেছেন: ঠিক

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

শের শায়রী বলেছেন: ঠিক

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

রিওমারে বলেছেন: আপনি সবচাইতে গুরুত্ব পুর্ন পয়েন্ট বলেন নাই ।।সেটা হল অর্থনইতিক আগ্রাসন যেটা বর্তমানে চীন আর ভারত চালাচ্ছে ।। সার্কের মার্কেট ভারতের দখলে আর সারা ইউরোপআমেরিকার মার্কেটে চীনা পন্যের সমাহা্র সুলভ মুল্য। এবং একচেটিয়া বানিজ্য। ইউরোপআমেরিকার অর্থনইতিক বিপর্যয়ের জন্য চীন অনেকটাই দায়ী।।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

শের শায়রী বলেছেন: অর্থনৈতিক অগ্রাসন তো করবে বড় বড় শক্তিগুলো, আমি আসলে লিখতে চেয়েছিলাম আমাদের মত ছোট ছোট দেশ কি ভাবে কব্জা করে বড় শক্তিগুলোর সরাসরি। অবশ্যি অর্থনৈতিক অগ্রাসন একটা বড় নিয়ামক, কেউ যখন অর্থনৈতিক অগ্রাসন ক রার মত ক্ষমতা অর্জন করে তখন তার কাছে ছোট বড় কোন দেশই সমস্যা না। ভাল থাকবেন

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

লোনলিফাইটার বলেছেন: হুম

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

শের শায়রী বলেছেন: হুম

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩

তারছেড়া লিমন বলেছেন: অ-সাধারন..............সেইরাম হইছে............

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

শের শায়রী বলেছেন: ধন্যবাদ লিমন ভাই

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: Bro, post chomotkar+++

apni sob gula point e nia aschen...
sheser ta chara baki sob gula point nia amra koyek friend regular alap kori.

akhon jara age 21+ ache ...erai last...er porer projonmo jara asbe ek dol hobe varot ponti....r ek dol chorom ugro dhormandho..


kichudin agei ekta video dekhsilam jekhane 13-15 year er chele gulo 21 february ki hoisilo janena :(

amra already harte bosechi vai r deri nei...


tao 71 e amader preona... amra Bangali jani kivabe lorte hoi..guti koyek vada r faki gula kokhono badha hoite parbona
:-&

valo thakben , valo post

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

শের শায়রী বলেছেন: "tao 71 e amader preona... amra Bangali jani kivabe lorte hoi..guti koyek vada r faki gula kokhono badha hoite parbona"
আপনার এই দুই লাইনের মধ্যে আমদের সমস্যার সমাধান নিহিত আছে। আমরা হারব না। আমরা জানি কি ভাবে লড়তে হয়। সাথে আছি জানবেন।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
অন্যরকম এবং ভালো পোস্ট। আজ বহুদিন পর সামুতে এমন একটি ভালো পোস্ট পেলাম।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

শের শায়রী বলেছেন: সব সময় জানবেন, আপনার কমেন্ট আমার জন্য প্রেরনা দায়ক। আমি সব সময় কৃতজ্ঞ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২

রাফা বলেছেন: ভয়াবহ অবস্থা... B:-) B:-) ।প্রতিটি সমস্যায় জর্জিরিত বাংলাদেশ নামক প্রিয় মাতৃভুমি।শধুমাত্র রাজনৈতিক অসততা এবং নৈতিক অবক্ষয়ই দায়ি সমস্যা-গুলোর জন্য।সতর্ক না হোলে আমাদেরকে গ্রাস করে নিতে পারে যে কোন পরাশক্তি।

ভালো পোস্ট, ধন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

শের শায়রী বলেছেন: আমরা যদি সবাই একটু সচেতন হই পাশের জন কে একটু সচেতন করি তবে আমরা কোন দিন পরাধীন হব না। ভাল থাকুন।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

ধ্বংসমানব বলেছেন: দারুন পোস্ট! তাছাড়া সময়ের প্রেক্ষিতেও খুবই উপযুক্ত!
লেখককে ধন্যবাদ!

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

শের শায়রী বলেছেন: উপলদ্বির জন্য আপ্নাকেও ধন্যবাদ

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

wrongbaaz বলেছেন: আমি মাদক ও সাংস্কৃতিক আগ্রাসনকে এগিয়ে রাখছি, আপনার অন্যান্য পয়েন্টগুলোর সাথেও একমত।

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

শের শায়রী বলেছেন: উপলদ্বির জন্য আপ্নাকেও ধন্যবাদ

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

আমিতপু বলেছেন: নারীর :P :P :P কথা বাদ পড়ল কেন??


আরবরা তো ইসরাইলি নারীর দেহের বাঁকেই ডুবে মরল (আরব ইসরাইল যুদ্ধ দ্রষ্টব্য)

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

শের শায়রী বলেছেন: ভুল হয়ে গেছে, সামনের কারেকশন এ ঠিক করে দেব :P :P :P। আর কই ভাই সে রকম তো কেউ চোখে পড়ল না। :P :P :P

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

সিদ্ধার্থ. বলেছেন: ৫ নাম্বার পয়েন্ট টা খুব একটা ভুল নয় ।বাংলাদেশ এগিয়ে চলেছে ।এটা কিন্তু এখন বাস্তব সত্য ।প্রথমে স্বপ্ন দেখতে হয় ,তবেই না স্বপ্ন বাস্তব হবে ।আমার মনে হয় স্বপ্ন দেখানোর মতো একটি নেতার দরকার ।যে সমাজের মাঝে ইতিবাচক মনোভাব ছড়িয়ে দেবে ।আগামী শতক এশিয়ার ।আর এটাতে কোনো ভুল নেই ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

শের শায়রী বলেছেন: ব্রো স্বপ্ন দেখতে আমিও ভালবাসি, কিন্তু সেই স্বপ্ন যেন ছেড়া কাথায় শুয়ে এক সাথে লাখ টাকার স্বপ্ন না দেখি, প্রথমে হাজার টাকা তারপর লাখ টাকা আর যেন কোন অলীক স্বপ্ন কেউ না দেখায় সে ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। আমকে কেউ এখন বলল আমি দশ কোটি টাকা পাব ওই লটারিটা কিনলে আর আমি চারদিকে বলে বেড়ালাম আমি দশ কোটি টাকা পেয়েছি। আপনার মন্তব্য সুচিন্তিত।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

রিফাত হাসান০২২৮ বলেছেন: ৫নম্বরটা ভাল বলছেন .... এর উপর তো অলরেডি টকশোগুলোতে কথার বুলি ফুটতেছে #:-S

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

শের শায়রী বলেছেন: কাজের কাজ কিছু না, খালি সাধারন মানূষগুলোকে মিথ্যা স্বপ্নের বুলি কচলানো। ভাল থাকবেন ভাই।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

ইন্তাজ ভাই বলেছেন: সত্যিই চিন্তার বিষয়

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

শের শায়রী বলেছেন: চিন্তার বিষয় ইন্তাজ ভাই।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ ।আপনার চিন্তা ভাবনা ভালো লাগলো ।
"রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখি তা স্বপ্ন নয় ,স্বপ্ন সেটাই যা রাতে ঘুমাতে দেয় না ।"

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

শের শায়রী বলেছেন: "রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখি তা স্বপ্ন নয় ,স্বপ্ন সেটাই যা রাতে ঘুমাতে দেয় না ।" আর কিছু বলার নেই ভাল থাকবেন।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

খুব সাধারন একজন বলেছেন: সুন্দর পোস্ট। ধন্যবাদ ভাই শের শায়রী।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫

শের শায়রী বলেছেন: খুব ভাল লাগছে যে আপনি দয়া করে লেখা গুলোয় চোখ বুলাচ্ছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.