নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি,
মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া,
কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;
ঘাটের কিনারে আছে বাঁধা তরী
পারের খবর টানাটানি করি;
বিনাসুতি মালা গাথিছে নিতুই এপার ওপার দিয়া;
বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া।
তুমি যাবে ভাই- যাবে মোর সাথে, ছোট সে কাজল গাঁয়,
গলাগলি ধরি কলা বন; যেন ঘিরিয়া রয়েছে তায়।
সরু পথ খানি সুতায় বাঁধিয়া
দূর পথিকেরে আনিছে টানিয়া,
বনের হাওয়ায়, গাছের ছায়ায়, ধরিয়া রাখিবে তায়,
বুকখানি তার ভরে দেবে বুঝি, মায়া আর মমতায়!
তুমি যাবে ভাই যাবে মোর সাথে – নরম ঘাসের পাতে
চম্বন রাখি অধরখানিতে মেজে লয়ো নিরালাতে।
তেলাকুচা – লতা গলায় পরিয়া
মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া,
হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে,
তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে।
তুমি যদি যাও আমাদের গাঁয়ে, তোমারে সঙ্গে করি
নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরী।
মাঠের যত না রাখাল ডাকিয়া
তোর সনে দেই মিতালী করিয়া
ঢেলা কুড়িইয়া গড়ি ইমারত সারা দিনমান ধরি,
সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি।
তুমি যদি যাও – দেখিবে সেখানে মটর লতার সনে,
সীম আর সীম – হাত বাড়াইলে মুঠি ভরে সেই খানে।
তুমি যদি যাও সে – সব কুড়ায়ে
নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে,
খাব আর যত গেঁঢো – চাষীদের ডাকিয়া নিমন্ত্রণে,
হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে।
তুমি যদি যাও – শালুক কুড়ায়ে, খুব – খুব বড় করে,
এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারো করে,
কারেও দেব না, তুমি যদি চাও
আচ্ছা না হয় দিয়ে দেব তাও,
মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে,
ও পাড়াব সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে;
সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব, মা যদি বকিতে চায়,
মতলব কিছু আঁটির যাহাতে খুশী তারে করা যায়!
লাল আলোয়ানে ঘুঁটে কুড়াইয়া
বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া
এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায়,
বলিব – কালিকে মটরের শাক এনে দেব বহু তায়।
খুব ভোর ক’রে উঠিতে হইবে, সূয্যি উঠারও আগে,
কারেও ক’বি না, দেখিস্ পায়ের শব্দে কেহ না জাগে
রেল সড়কের ছোট খাদ ভরে
ডানকিনে মাছ কিলবিল করে;
কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেঁচে আগে ভাগে
সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারো জানার আগে।
ভর দুপুরেতে এক রাশ কাঁদা আর এক রাশ মাছ,
কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাছ।
ওরে মুখ – পোড়া ওরে রে বাঁদর।
গালি – ভরা মার অমনি আদর,
কতদিন আমি শুনি নারে ভাই আমার মায়ের পাছ;
যাবি তুই ভাই, আমাদের গাঁয়ে যেথা ঘন কালো গাছ।
যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গাঁয়।
ঘন কালো বন – মায়া মমতায় বেঁধেছে বনের বায়।
গাছের ছায়ায় বনের লতায়
মোর শিশুকাল লুকায়েছে হায়!
আজি সে – সব সরায়ে সরায়ে খুজিয়া লইব তায়,
যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়।
তোরে নিয়ে যাব আমাদের গাঁয়ে ঘন-পল্লব তলে
লুকায়ে থাকিস্, খুজে যেন কেহ পায় না কোনই বলে।
মেঠো কোন ফুল কুড়াইতে যেয়ে,
হারাইয়া যাস্ পথ নাহি পেয়ে;
অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে,
সারা গাঁও আমি খুজিয়া ফিরিব তোরি নাম বলে বলে।
আমার এক ব্লগার বন্ধু কখনও গাঁয়ে যায় নাই। তার নাম বলছি না। আশা করি সে বুজে যাবে। প্রায় ৪ স প্তাহ পরে দেশে যাব কালকে। ২ সপ্তাহের জন্য। ভীষন রকম উত্তেজিত। অবশ্য প্রতিবারই তাই থাকি। আমার এই বালখিল্য আচরন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আশা করি সবাই বুজে গেছেন এটা পল্লী কবি জসিম উদ্দিন এর "নিমন্ত্রন" কবিতা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
শের শায়রী বলেছেন: খাটি কথা ভাই। ধন্যবাদ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
দি সুফি বলেছেন: আমার দেখা পৃথিবীর সুন্দরতম জায়গা হইল আমার বিছানা। ঐখানে বড় আরামে ঘুমাইতে পারি
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
শের শায়রী বলেছেন: বিশ্বাস যাইনা মিয়া। ফডু খিচান। হেরপর বিশ্বাস করুম। ) )) )
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: বিশ্বাস যাইনা মিয়া। ফডু খিচান। হেরপর বিশ্বাস করুম।
নাআআআআআআআআআআআআ শেষে আপনি আিসা চুরি করে নিয়ে যেতে পারেন
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
শের শায়রী বলেছেন: যান মিয়া বিশ্বাস করলাম। আম্নের বিছানা পৃথিবীর সুন্দরতম জায়গা। ) )
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এই পোষ্ট আমি প্রিয়তে না নিয়ে পারছিনা । দারুন একটি পোষ্ট সাথে ৪ নং প্লাস দিয়ে গেলাম ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
শের শায়রী বলেছেন: আমার কৃতজ্ঞতা জানুন ব্রো। আনন্দ। আনন্দ।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: হ্যাঁ এটা সুন্দরতম জায়গা।
+++++++++++++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
শের শায়রী বলেছেন: ভীষ ভাল লাগল আপনি একমত হওয়ায়। যাবেন নাকি আমার ছোট গাঁয়?
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ভালও লাগল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০
শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩
শের শায়রী বলেছেন: "আমার এক ব্লগার বন্ধু কখনও গাঁয়ে যায় নাই। তার নাম বলছি না। আশা করি সে বুজে যাবে"। কি অসাধারন জিনিস মিস করছেন আপনি নিজেও জানেন না। শীঘ্রী দেশে এসে গ্রাম দেখে যান। ভাল থাকুন
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: প্রিয় বাংলাদেশ , ভালোবাসি , ভালোবাসি
ভালো থাকবেন সবসময়
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯
শের শায়রী বলেছেন: আমাদের ভাল লাগা গুলো এক জায়গায় মিলে যাচ্ছে তাইতো কখনো ব্রো, কখনো বন্ধু। ভালো থাকবেন সবসময়। আনন্দ আনন্দ
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬
তারছেড়া লিমন বলেছেন: চোখে জল এসে গেল ভাই..............
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
শের শায়রী বলেছেন: ইমন ভাইর আত্নার প্রতি শ্রদ্বা জানাই
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩
*কুনোব্যাঙ* বলেছেন: কোন সন্দেহ নেই, অবশ্যই এটা পৃথিবীর সুন্দরতম জায়গা। যেমনটা আমার গ্রাম পৃথিবীর সুন্দরতম। বিখ্যাত কবিতার সাথে ছবিব্লগ দেয়ার ধারণাটি দারুণ লাগল।
আশাকরি আপনার ব্লগার বন্ধুটি দেশে আসলে এবার অবশ্যই গ্রাম ঘুরে দেখবে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
শের শায়রী বলেছেন: ইমন ভাইর আত্নার প্রতি শ্রদ্বা জানিয়ে, ধন্যবাদ কুনোব্যাঙ ভাই। ইমন ভাই কে চিনি না কিন্ত মনে হয় বড় আপন একজন।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: যাবো তো। অবশ্যই যাবো।
তার আগে বিয়েটা করে নেই,
ওকে ছাড়া গেলে আবার শান্তি পাবো না!!
আপনার গ্রামটা কোথায়?
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
শের শায়রী বলেছেন: ওকে নিয়ে দাওয়াত থাকল ভাই, বরিশালের এক অজ়পাড়াগা
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮
ঝটিকা বলেছেন: সত্যি বলতে কি আমার কয়েকটা ছবি ভালো লাগেনি। ছবি গুলো মানুষ ছাড়া হলে বেশি ভালো হত। কবিতাটা আমার অসাধারন লাগে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
শের শায়রী বলেছেন: ইমন ভাইর আত্নার প্রতি শ্রদ্বা জানিয়ে বলি, এই কবিতাটিতে, ই চ্ছা করেই মানুষ আনছি না হলে কি ভাবে নিমন্ত্রন জানাব। মানুষই মানুষ কে নিমন্ত্রন জানাতে পারে। প্রকৃতি না।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
ইয়াংিক বলেছেন: আমি ছোট থাকতে,আমার প্রায়ত বড় ভাই আমাকে ঘাড়ের উপর নিয়ে এই কবিতাটি সুন্দর ভাবে আবৃতি করতেন। আপনার ব্লগ পড়ে বড় ভাইকে খুব মনে পরছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
শের শায়রী বলেছেন: আসলেই ভাই এই ধ রনের কবিতা সব সময় নষ্টালজিক
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: লেখক বলেছেনঃ ওকে নিয়ে দাওয়াত থাকল ভাই, বরিশালের এক অজ পাড়াগা
অবশ্যই যাবো ওকে নিয়ে।
বরিশালের গ্রাম!! আহ! নিশ্চয়ই জীবনানন্দের কবিতার মতোই সুন্দর!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
শের শায়রী বলেছেন: ওকে কখন আপানার ঘরে আনবেন জানাবেন নিজে গিয়ে নিমন্ত্রন জানিয়ে আসব কিন্ত। ভাল থাকুন।
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ, আমাদের এই গ্রামগুলো সত্যিই পৃথিবীর সব চেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে অন্যতম ।
ছবির সাথে ছন্দ, সত্যিই চমৎকৃত আমি +++++
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
শের শায়রী বলেছেন: অসাধারন আপনার অনুভূতিপ্রবন মন আমার আন্ত্ররিকতা গ্রহন করুন
১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগল +++++++++
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
শের শায়রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
ইসিয়াক বলেছেন: খুবই চমৎকার । মনে দোলা দিয়ে গেলো ।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮
শের শায়রী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় কবি।
১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ কবিতার সঙ্গে রূপে অপরূপা বাংলার এক সুন্দর মেলবন্ধন। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আপনার গ্রাম। আপনার অনুভবে শ্রদ্ধা। এমন সুখানুভূতি বয়ে চলুক জীবনভর। আপনাকে জানাই আমার এক কলিগের কন্যার নাম শায়েরী।
শুভকামনা প্রিয় শায়রী ভাইকে।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৭
শের শায়রী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় পদাতিক ভাই। আমার খুব প্রিয় একটা শব্দ "শায়েরী"। আপনার কলিগের মেয়ের প্রতি আমার স্নেহ রইল। চাকুরী উপলক্ষ্যে আপানাদের দোয়ায় পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমন করা হয়েছে, আমার জবটাই এমন। আমার বেশ কয়েকজন কলিগ আছে ভারতীয়, সেই কবে এক সাথে কাজ করছি এখনো তাদের সাথে যোগাযোগ আছে। আমি পেট্রোলিয়াম ইন্ডাষ্ট্রির সাথে জড়িত। সাগরে সাগরে অয়েল এবং গ্যাস এক্সপ্লোরেশা্নে সিনিয়র এক্সপার্ট হিসাবে আমার কাজ। তো বুজতেই পারছেন সেই ভাবে চাকুরীর জন্য বিভিন্ন দেশের কলিগদের সাথে কাজ করতে হয়
যত দূরে যাই না কেন যত ভ্রমন করিনা কেন আমার কাছে আমার উৎস আমার শেকড়ের মূল্য অপরিসীম তাই সুযোগ পেলে সবাই যেখানে ইউরোপ আমেরিকায় যায় আমি যাই আমার ছোট্ট গায়ে। অনেক অনেক শুভ কামনা প্রিয় ভাই।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
মামুন রশিদ বলেছেন: সুন্দরতম শব্দটা আপেক্ষিক । তবে বিখ্যাত কবিতাটির সাথে সুন্দর একটা ছবি ব্লগ দেখলাম ।