নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনলাম ১০ বছর অপেক্ষার পর, স্বামীকে মৃত ভেবে ব্রিগ্রেডিয়ার আজমী'র স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন !!!
আহ্ মিঃ আজমী !! কি এক করুন-বিহ্বল আর নির্মমতাপূর্ণ তার জীবন !!!
"আয়না ঘর" থেকে ব্রিগ্রেডিয়ার আজমী'র জীবিত ফেরত আসার পর; তার সাবেক স্ত্রী'র মানসিক অবস্থা-ই বা এখন কেমন !!??
এ পরিস্থিতে হয়তোবা উভয়ই ভাবছেন, তারা কেন বেঁচে আছেন !!! চরম মানসিক পীড়ন নিয়েই তাদের আয়ুষ্কাল শেষ হবে।
আজমী'র মতো গুম হয়ে যাওয়া মানুষগুলো যদি একে একে ফেরৎ আসতো; কি হতো তাদের মানসিক অবস্থা !!!???
শুধু এই বিবেচনায়; আজমী একজন দেশদ্রোহী রাজাকারের সন্তান; তারপরও কী এমন তিনি এমন আচরন প্রাপ্য !!!???
অতীতকে যারা ভুলে যেতে বলে, তাদের পক্ষে কী আবার শিশু হয়ে জন্ম নেয়া সম্ভব !!??
গুম হয়ে যাওয়া মানুষগুলো 'ডেথ সার্টিফিকেট' পায় কী ??!! কে সার্টিফিকেট লিখে ?? তাতে মৃত্যুর কারন কী লেখা হয় !!? তা দিয়ে কী অাইনগত সব কাজ করা যায় !!??
★
"রাজনীতি" আর "অবিচার" এর বুকে লাথি মারি; একে দেই "পদচিহ্ন"!!
১০/১৫/২০/২৫ বছর পরও, কোনও এক ন্যায়পরায়ন শাসকের বিচারের অপেক্ষায় প্রহর গুনে হারিয়ে যাওয়া মানুষগুলোর স্বজনেরা !!! স্বজন ফিরে না পাক; বিচার যেন পায়।।
২| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখনো দেখছি অনেক বিজ্ঞ জন ক্ষ্যাত ব্লগারদের ডায়নীল জন্য কেঁদে অস্থির। কত ইনিবিনিয়ে বলছে যে মহারানীর বিয়েগে কতইনা মর্মাহত!
প্রতিটি গুম, হত্যার বিচার হওয়া চাই। হওয়া উচিৎ।
৩| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২১
পবন সরকার বলেছেন: হৃদয় বিদারক ঘটনা
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কিছু ছাগল এগুলোকে কোন অপরাধ হিসেবেই গণ্য করছেনা। তারা ছাত্র আন্দোলনকে ছোট করার চেষ্ট করছে। সোনাগাজী গংরা উঠেপড়ে লাগছে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে।