নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

ব্যবহার বা আচরণ শিক্ষা

২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৩

*তোমার স্কুলে পিটি স্যার আছে ?
- হ্যাঁ, আছে।
* তোমার স্কুলে আর্ট টিচার আছে ?
- হ্যাঁ, আছে।
* তোমার স্কুলে গানের স্যার আছে ?
- হ্যাঁ, আছেতো।
* তোমার স্কুলে আর কোন্ কোন্ বিষয়ের শিক্ষক আছে ?
- সব, সব বিষয়ের-ই স্যার আছে। ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, অংক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ধর্ম, হেডস্যার। সাইন্সের সাবজেক্টের জন্য দুইজন করেও স্যার আছে।
* তোমার স্কুলে "ব্যবহার বা আচরণ শিক্ষা" স্যার আছে ?
- সে আবার কী ?!
@ আমার জানা নেই, বাংলাদেশের কোন্ কোন্ স্কুলে মানুষের জন্য "ব্যবহার বা আচরন শিক্ষা" বিষয়ে শিক্ষক আছে।
@ পরিবার থেকে শিশু, কিশোর, তরুণারা পূর্ণ শিক্ষা পায়না বলেই আজ কোচিং বাণিজ্যে বাংলাদেশ সেরা। তবে কি বলবো; আজকালকার বাবা-মায়েরা অশিক্ষিত ?! আর যথাযথ আচরন শিক্ষার বিষয়টি পরিবার-ই শুধু দিতে পারবে; সেটি সম্পূর্ণ ভুল ধারনা। নয়তো এ সমাজ এত বিশৃঙ্খলভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেন !!
@ যে শিক্ষা একজন নাগরিক-কে ভদ্র, সভ্য, সু ও স্বশিক্ষিত এবং মানবিক মূল্যবোধ ও নৈতিকতাপূর্ণ মানব করে গড়ে তুলবে, সে "ব্যবহার বা আচরণ শিক্ষা" বিষয়ে দেশের প্রতিটি স্কুলে একজন শিক্ষক নিয়োগ; বর্তমানে সময়ের বিশেষ চাহিদা মর্মে প্রতীয়মাণ হচ্ছে।
@ যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে চান; দয়া করে বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে বিবেচনা করুন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.