নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

মহাকাশের তারা ও পৃথিবীর মানুষ

০৩ রা নভেম্বর, ২০২২ সকাল ১০:৪২

মহাকাশে দূর-দূরান্তে ভেসে বেড়ানো ঐ তারাদের কোন চোখ নেই, মনও নেই। প্রাণ বলতে ওদের আছে শুধু লক্ষ-কোটি বছরের জ্বালানী শক্তি। বুড়ো হলে সুপারনোভা হয়ে ওদের মৃত্যু ঘটে। আবার শিশু তারাদের-ও জন্ম হয়।
মানব জীবনের সাথে তারাদের জীবনের বেশ মিল আছে। মানুষদের মতো তারারা গ্যালাক্সী কিংবা গুচ্ছ তারা হয়ে দল বেধে বাস করে। শক্তিশালী বড় তারা বা গ্যালাক্সীগুলো ছোটগুলোকে গিলে ফেলে। কখনওবা চারপাশে ঘুড়তে বাধ্য করে। তবে মন যেহেতু নেই, তাই তারাদের উপলব্ধি বোধ নেই। ক্ষুদ্র এ পৃথিবীর কত শত মানুষ যে ওদের নিয়ে ভাবে, রাতের পর রাত জেগে অবাক বিষ্ময়ে তাদের দিকে অনিমেষ তাকিয়ে রয়, কাছে যেতে বা ছুঁতে চায়, গান-কবিতা-গল্প লিখে; তারারা এসব কিছুই জানেনা।
মন না থাকলেও দূর আকাশে অবস্থান, আলো দিয়ে তারারা কিন্তু মানুষদের অনেক উপকার করে। মানুষকে বিভিন্ন চিন্তার খোরাক যোগায়। মহাবিশ্বের সৃষ্টি, পরিনতি ইত্যাদি নিয়ে ভাবতে শেখায়।

“ইচ্ছে করলেই আমি হাত বাড়াতে পারি,
কিন্তু ইচ্ছে করলেই আমি স্পর্শ করতে পারিনা
অনেক কিছুই।
আমার ইচ্ছের মৃত্যূ ঘটে !
তারপরও আমি ইচ্ছে করি হাত বাড়াবার,
আবার, বার বার”।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.