নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

আকাশ পর্যবেক্ষন।

৩১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫০

১৯৮৬ সাল হতে ২০২২ পর্যন্ত সময়ে আমার মহাকাশ পর্যবেক্ষণঃ

৯ ফেব্রুয়ারি' ১৯৮৬
বিজ্ঞান যাদুঘরের উদ্যোগে রামপুরা টেলিভিশন সেন্টারের পিছনে রাত ৩ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ৮ ইঞ্চি টেলিস্কোপ ও বায়নোকুলার দিয়ে হ্যালির ধুমকেতু ও শনি গ্রহ পর্যবেক্ষণ।

২৭ আগস্ট'২০০৩
বিজ্ঞান জনপ্রিয়করন সমিতির ব্যানারে আমার নিজস্ব ২.৫ ইঞ্চি টেলিস্কোপ দিয়ে বুয়েট মাঠে মঙ্গল গ্রহ পর্যবেক্ষণ।

গাজীপুর ও নাটোরে আমার টেলিস্কোপ দিয়ে মঙ্গল গ্রহ পর্যবেক্ষণ।

সেপ্টেম্বর'২০০৩
ফ্রেপড মিলনায়তন, নীলক্ষেত।
বিজ্ঞান জনপ্রিয়করন সমিতির সভাপতি এবং বাংলাদেশে গনিত, বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান বিষয়ে বিশেষ অনুপ্রেরণাকারী মিঃ মুনীর হাসান, জ্যোতির্বিদ মিঃ এফ আর সরকার এবং অনুসন্ধিৎসু বিজ্ঞান ক্লাবের একঝাক তরুণ (অপু, তপু আরও অনেকে) এর উপস্থিতিতে নাসার বিশিষ্ট বৈজ্ঞানিক ও গবেষক ড. দীপেন ভট্টাচার্য এর অতি মূল্যবান বক্তব্য শ্রবণ এবং আমার টেলিস্কোপে ওই রাতের আকাশ পর্যবেক্ষণ।

২০০৪
অনুসন্ধিৎসু বিজ্ঞান ক্লাব এবং আমার টেলিস্কোপ দিয়ে খিলগাঁও হাইস্কুলের মাঠ থেকে চাঁদ পর্যবেক্ষণ।

২০০৪
খিলগাঁও মডেল কলেজ মাঠ থেকে আমার টেলিস্কোপ দিয়ে চাঁদ পর্যবেক্ষণ।

২০১৮
চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, সীতাকুণ্ড, বাড়বকুন্ড, চিটাগাং
থেকে রেড মুন পর্যবেক্ষণ।

২৮ ফেব্রুয়ারি' ২০২১
শহীদবাগ, শাহজাহানপুর, ঢাকা থেকে চাঁদ পর্যবেক্ষণ।

০৬ ফেব্রুয়ারি' ২০২১
মোমেনবাগ, রাজারবাগ, ঢাকা থেকে শনি ও বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ।

৭ নভেম্বর' ২০২১
খিলগাঁও বাগিচা, ঢাকা থেকে চাঁদ ও শনি গ্রহ পর্যবেক্ষণ।

১৮ জানুয়ারি'২০২২
বাসাবো মাঠ, ঢাকা থেকে চাঁদ পর্যবেক্ষণ।

১০ ফেব্রুয়ারি'২০২২
গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা থেকে কালপুরুষ, লুব্ধক, চাঁদ পর্যবেক্ষণ।

১৭ ফেব্রুয়ারি'২০২২
শান্তিবাগ, ঢাকা থেকে চাঁদ পর্যবেক্ষণ।

২ মার্চ' ২০২২
শহীদবাগ, শাহজাহানপুর, ঢাকা থেকে লুব্ধক ও কালপুরুষ পর্যবেক্ষণ।

১৩ মার্চ' ২০২২
দারিয়াপুর, গাইবান্ধা থেকে কালপুরুষ পর্যবেক্ষণ।

১৯ মার্চ' ২০২২
শহীদবাগ, শাহজাহানপুর, ঢাকা থেকে চাঁদ পর্যবেক্ষণ ও ছবি তোলা।

২৪ জুন'২০২২
ডিএলসিএল, নয়ারহাট, সাভার, ঢাকায় চাঁদ পর্যবেক্ষণ।

১১ জুলাই'২০২২
শহীদবাগ, শাহজাহানপুর, ঢাকা থেকে চাঁদ পর্যবেক্ষণ।

১১ আগস্ট'২০২২
শহীদবাগ, শাহজাহানপুর, ঢাকা থেকে চাঁদ ও শনি গ্রহ পর্যবেক্ষণ।

১২ আগস্ট'২০২২
বাসাবো মাঠ, ঢাকা থেকে চাঁদ পর্যবেক্ষণ।

কমলাপুর স্কুল এন্ড কলেজ এ মহাকাশ সম্পর্কিত আলোচনা এবং একটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা সহ নিয়মিতভাবে বিজ্ঞান-মহাকাশ চর্চার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন।

২৫ সেপ্টেম্বর'২০২২
শহীদবাগ, শাহজাহানপুর, ঢাকা থেকে চাঁদ ও শনি গ্রহ পর্যবেক্ষণ।

৮ অক্টোবর২০২২
শহীদবাগ, শাহজাহানপুর, ঢাকা থেকে চাঁদ ও বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষন।

৯ অক্টোবর'২০২২
মোমেনবাগ, শান্তিবাগ, ঢাকা থেকে চাঁদ ও বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ।
♥♥♥
মহান আল্লাহ'র অসীম দয়া ও রহমতে, ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত মহাকাশ পর্যবেক্ষনের উদ্দেশ্যে ২৪টি ক্যাম্পিং সম্পন্ন করেছি। মহাকাশ সম্পর্কে বাংলাদেশের মানুষ বিশেষতঃ শিশু-কিশোরদের বিশাল আগ্রহ আমাকে ভীষনভাবে বিস্মিত করেছে!!
♥♥♥
ইনশাআল্লাহ ; ভবিষ্যতেও মহাকাশ পর্যবেক্ষণ চালু রাখবো।
নিজস্ব উদ্যোগে বাংলাদেশব্যাপি বিশেষতঃ শিশু-কিশোরদের জন্য আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প করার ইচ্ছা রাখি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৬

বিটপি বলেছেন: ৮৬ তে হ্যালির ধূমকেতু কি খালি চোখে দেখা গিয়েছিল? গুগলে বাংলাদেশে তোলা কোন ছবিও খুঁজে পাইনি। আমার পরিচিত যাকেই জিজ্ঞেস করি, কেউই দেখেনি। তবে ৭৮ সালের দিকে ভোরে একটা বড়সড় ধূমকেতু দেখা দিয়েছিল বলে শুনেছি। আবার আমার দাদার কাছে শুনেছি ১৯১০ সালে হ্যালির ধূমকেতু খুব বিশাল আকারে দেখা গিয়েছিল।

২| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৪

কবিতা ক্থ্য বলেছেন: ৮৬' এ বিশ্বকাপ ফুটবল চলাকালিন সময় হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিলো যতদুর মনে পড়ে।

০৩ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:১১

সামছুল আলম কচি বলেছেন: খালি চোখে দেখা যেতো না। ৭৫ বছর পর পর এ ধুমকেতুটি পৃথিবীর কাছাকাছি অাসে। দাদার কাছে ঠিক শুনেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.