নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পা বাড়িয়ে পথ মাড়িয়ে
এসো হে আমার তটে,
স্নেহ মায়া ভরে দেব
তোমার হৃদয় পটে।
শব্দ নয় কথা নয়
ছুঁবো শুধুই মন,
তৃপ্ত সুখে হাসি মুখে
জুড়াবে দু'নয়ন।
গুলিয়াখালি, সীতাকুন্ড, চট্রগ্রাম।
২| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত সুন্দর ! মনমুগ্ধকর ছবি। তবে বড্ড গায়ে গায়ে হয়ে গেছে। যদি ক্যাপশন দিতে পারেন ও দুটি ছবির মধ্যে গ্যাপ রাখলে বোধহয় পোস্টটি আরো সুন্দর হতো।
শুভেচ্ছা নিয়েন।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
সবুজের ইবনে বতুতা বলেছেন: হৃদয় জুড়িয়ে গেল।
যেতে চাই, কিভাবে যাব?
০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
সামছুল আলম কচি বলেছেন: ধন্যবাদ। সীতাকুন্ডে (চট্রগ্রাম) এসে সিএনজি তে গুলিয়াখালি। ভাড়া রিজার্ভ ১৫০ টাকা। দুপুর ২ থেকে ২.৩০ এর মধ্যে স্পট এ এলে ৫.০০ টা’র মধ্যে ফেরা ভালো।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
নজসু বলেছেন:
সত্যি কবি,
হৃদয় জুড়িয়ে দিলো
কথা ও ছবি।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: ভালো।
৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
টিয়া রহমান বলেছেন: অনেক সুন্দর মনোমুগ্ধকর ছবি।
৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নয়ন জুড়ানো ছবি।
৮| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০
সবুজের ইবনে বতুতা বলেছেন: বাইকে যাওয়া যাবে কি? ঢাকা-সীতাকুন্ড-গুলিয়াখালি?
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২১
অব্যক্ত কাব্য বলেছেন: এতো মনন জয়ী, মনকাড়ে!
কে আর থাকতে েমনতর নিমন্ত্রন না রেখে?