নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে -রূপ সাহস যৌবন
সকলই আমার জন্য,
তাই আমি হতে চাই সীমাহীন
হতে চাই পশুত্বহীন বন্য।
জীবনে -দূঃখ যাতনা ভয়
এগুলো যেন না ছোঁয়,
তাই আমি হতে চাই মুক্ত
হতে চাই প্রাণময়।
জীবনে -অর্থ সম্পদ লোভ
করে শত অনাচার,
তাই আমি পেতে চাই অল্প
হতে চাই নির্ভার।
জীবনে -স্নেহ প্রেম পরিবার
সকলই কেবল মোহ,
তাই আমি হতে চাই নির্লজ্জ
হতে চাই দূর্বহ।
২| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: খালি কলসি বাজে বেশি। খালি থাকলে রকশা লাফায় বেশি। এইটা সমাজের কিছু মানুষের কাজ। নিজের ঢোল নিজেই বাজায়
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: এ সমাজের মানুষের মধ্যে আস্ফাকান টাই বেশি। কাজের কাজ কিচ্ছু পারে না।