নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

ভেবে দেখুন !

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৯

ভেবে দেখুন;পেয়েও যাবেন।
আমরা প্রত্যেকেই এমন কোন না কোন জিনিসের প্রতি এত বেশী আসক্ত যে, যা অনেক ক্ষেত্রে 'মাদক' নামক ভয়ঙ্কর নেশার চেয়েও বেশী খারাপের দিকে আমাদের জীবনকে পরিচালিত করছেঃ-
১. ইন্টারনেট।
২. টিভি সিরিয়াল।
৩. পশু প্রেম (আশেপাশে অনেক ক্ষুধার্থ মানুষ রেখে জীব-জন্তু-পাখি পালন)।
৪. চোখ ও মনের অতৃপ্ত ক্ষুধা (অঢেল আছে, তারপরও নতুন নতুন জিনিসের নিত্য চাহিদা)
৫. জমি-ধন-সম্পদ-টাকার মোহ।
৬. ক্ষমতা।
৭. চেয়ার (যে, যে চেয়ারে আছি; তার প্রতি স্থায়ী লোভ এবং যথেচ্ছা ব্যবহার)
৮. অমরত্মের বাসনা।
৯. বড়ত্বের লালসা।
"মাদক" একটি জীবন/পরিবারকে ধংস করে। কিন্তু আর-আর নেশা গুলো, শত-সহস্র মানুষ/পরিবারের সুখ-শান্তি-নিরাপত্তা ধংস করে দেয়।
পূনশ্চঃ
"মাদক"কে "না" বলার পাশাপাশি নিজ নিজ অপ-আশক্তি গুলোকেও মন থেকে "মুছে" ফেলুন !!!
ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনি ইমোশানেল হয়ে গেছেন?

২| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

নতুন বলেছেন: আপনার তো ১ নম্বর নেশাই আছে :)

২০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৩

সামছুল আলম কচি বলেছেন: কত সময় পর এলাম ??

৩| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

সামছুল আলম কচি বলেছেন: may be, but this is the reality sir. me also a realistic person.

৪| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: আমার একটাই নেশা। বই পড়া।

৫| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:২৯

স্রাঞ্জি সে বলেছেন: হু। সবকিছু কমাতে পারলে, ১ টা পারবনা।

৬| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৯

কিশোর মাইনু বলেছেন: রাজীব ভাইয়ের মত আমার ও বই পড়ার নেশা টা মারাত্বক।
আরেকটা মাঝে মাঝে উকি মারে,অহেতুক রিস্ক নেওয়া।
অনেকবার এক্সিডেন্ট করেছি এর জন্যে।তবুও শিক্ষা হয়না

২১ শে জুন, ২০১৮ সকাল ৯:০৫

সামছুল আলম কচি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.