নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরে ঘরে ঐ ভীন পতাকা
ওড়ায় কে রে ওরে !
বিবেক ওদের ঘুমে বেহুশ
মিথ্যা হৃদয় জুড়ে।
লক্ষ মানব ক্ষুধায় কাতর
বসতের নাই ঠাই,
কাপড়ে ছাওয়া আকাশ
কারো বা শরীরে বস্ত্র নাই !
লজ্জা তাইতো গিয়েছে পালিয়ে
দেখে মানুষের হুশ,
মানবতা কাশে খুস খুস আজি
টাকা কড়ি খেয়ে ঘুষ !
২| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৭
সামছুল আলম কচি বলেছেন: ইয়েস ডিয়ার, পারলে ভ্যানিস করে দিতাম!!
৩| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩
সোহেল আহমেদ নাসিম বলেছেন: এক ধরনের অসুস্থতা
৪| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: বাহ !!
৫| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:১০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: কোন দলকে সমর্থন করে বিদেশি জার্সি পড়া ও পতাকা টাঙানোর পক্ষে আমি নই।
ধন্যবাদ ভাই।
৬| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:৫২
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: কচি সাহেব, কচিই থেকে গেলেন আর বড় হতে পারলেন না !
যে দেশের বেশিরভাগ মানুষ একটা দিন ভরপেট খেতে পারেনা আর যাদের সরকার তাদের উন্নতির চেয়ে নিজেদের আখের গুতাতে বেশি ব্যস্ত থাকে তারা চারবছর পর পর এমন নিস্কলুষ একটু আনন্দে মাতলে মাতুক না ! তারাতো হরতাল করে ব্যাংক লুট করে দেশের বারোটা বাজাচ্ছে না I দেশের বারোটা বাজছে অপশাসনে, অবিচার আর অব্যবস্থায় I সেগুলো নিয়ে কবিতা কবিতা লিখুন তাহলে কবিতা কাজে লাগবে I
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
পুড়িয়ে দেয়ার ব্যবস্হা করা যায় নাকি?