নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বাললো কি কেউ আলো ?
দিগন্তে উকি দেয় কোন্ প্রভা,
উন্মুখ;চেয়ে দেখে অসংখ্য লীন মুখ !
কত আধার পেরিয়েছে তারা !
জ্বাললো কে আলো ?
চিনে নিতে পথ পথিকের,
খুজে নিতে মুখ স্বজনের,
নিজেদের আর অন্যদের !
জ্বাললো কে, এ আলো ?
ম্লান মুখে দিতে হাসি,
নির্জিব চোখে দিতে খুশি,
মনে অফুরান আশা রাশি রাশি !
জ্বাললো কে; সে আলো ?
সরাতে এ ঘোর কালো ?!
২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১
তারেক_মাহমুদ বলেছেন: আলো জ্বালালেই কালো দূর হয়। ভাল লাগলো ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।