নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন তোমরা যে সময় গুলো অবলীলায়, তোমাদের ইচ্ছেমত বন্ধু- পরিচিত জনদের সাথে কাটাচ্ছ, তার স্বত্ব/মালিকানা কি একান্তই তোমাদের ?? কিভাবে ??
কৈশর-যৌবন বয়সে যত সময়-ই, যে ভাবেই কাটাও না কেন, তা কিন্তু তোমাদের মা-বাবার রক্ত-ঘাম ঝরানো ; আর তাদের অনেক অনেক না বলা কষ্টের বিনিময়ে অর্জিত অর্থের নির্জাস মাত্র !
যে সময়ের জন্য তোমরা কোন মুল্যই পরিশোধ করনি, তা কি একান্তই তোমাদের হতে পারে ??!!
যা কিছু অন্যের, তাদের নিঃশঙ্ক অনুমতি ছাড়া, তা অবহেলায় খরচ করা, তার উপর বিন্দু মাত্রও অধিকার ফলানো ভীষণ ভীষণ অন্যায় এবং অবিচার।
সন্তানেরা !! স্মরনে রেখাে, এ সময় তোমাদের নয় !
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: আচ্ছা।