নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল কাজের জন্য যেমন মানুষ প্রশংসিত হয়, খারাপ কজের জন্যও তেমনি মানুষ নিন্দিত হয়। এ দু'ধরনের কাজ মানুষকে দু'রকমের অমরত্বে ভূষিত করে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মানুষ যে যা-ই করুক না কেন, এগুলো সবাই ভাল ফলাফলের আশাতেই করে (বেশীর ভাগ ক্ষেত্রেই অন্যের সর্বনাশ করেও নিজের ভালোর জন্য)। কিন্তু পরিনামে সেগুলো ভাল কিংবা মন্দ ফল বয় আনে।
মূলতঃ জ্ঞান-ই মানুষকে তার পছন্দ এবং কর্মের দিকে ধাবিত করে। আর প্রকৃত কিংবা পরিশুদ্ধ জ্ঞান সমৃৃদ্ধ ব্যক্তির কাজের ফল ভালোর এবং অশুদ্ধ বা বদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তির কাজের ফল মন্দের উন্মেষ ঘটায়।
কোন কাজের ফলাফলঃ ভাল অথবা মন্দ- এদের পিছনের মানুষ দু'টিকে পর্যালোচনা করলেই জ্ঞান নিয়ে আলোচিত বিষয়গুলো (শুদ্ধজ্ঞান এবং অশুদ্ধ বা বন্ধা জ্ঞান) মিলে যাবে। বর্তমান বাস্তবতাও এর সবচেয়ে বড় প্রমান !!
আজ বিশ্ব জুড়ে এত এত মন্দ বা খারাপের ছড়াছড়ি কেন !!??
কেন তা ক্রমান্বয়ে আরও বেড়ে যাচ্ছে ??
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যে সকল মানুষের কাজের পরিনামে এতসব মন্দ ফলাফল, সে সব বদ্ধ ও বন্ধা জ্ঞানের মানুষ গুলো কারা ?? খুজেছি কি কখনও, নাকি খুজবো ??
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
সামছুল আলম কচি বলেছেন: পথে পথে ঘুরি, পথ খুঁজতে!!
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: নিন্দা নাকি সমালোচনা।