নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু আজ, হয়ে গেছে
বহু গতকাল।
বহু গতকাল বানিয়েছে অতীত।
সময় !
অস্পৃশ্য ! আধার ! অবিচল ! অবিরাম ! নির্মম !
বয়ে চলে নিজের ভিতর দিয়ে।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় থির দিয়ে রয় -
অনন্তে
তুমি আমি আসি যাই
সকাল দুপুর সন্ধ্যা
শৈশব, কৈশোর, যৌবন
আজো আছে থাকবে অনন্তে-
তোমার আমার বিবর্তন নিত্য - চক্রাবর্তনে!
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: সময় নিয়ে সুন্দর ভাবনা।
@বিদ্রোহী ভৃগু, চমৎকার মন্তব্য!
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
শাহিন-৯৯ বলেছেন: সময়ের মূল্য কি আমরা দিচ্ছি নাকি শুধু ভাবচ্ছি?
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: বাহ !!