নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

এক-ছয়

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

(১)

"Objectives" এর প্রকৃত অর্থ হল, 'কোথায় আছি এবং কোথায় যাব বা যেতে চাই'। জীবনের প্রতিটি ক্ষেত্রেই (প্রাতিষ্ঠানিক কাজের বাইরেও) এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এ ব্যাপারে আমাদের বোধগম্যতায় যেন কমতি আছে। এ জন্যই হয়ত আমরা সাফল্য অর্জনে বার বার ব্যর্থ হচ্ছি। তবে সবচেয়ে বড় ব্যর্থতা ও ভয়ের ব্যাপার হল, আমরা ক্রমাগতভাবে শিখতে চাই না। আর প্রশ্ন করলে অপরকে বোকা ভেবে ধমক দেই। অথচ জ্ঞানার্জনের অন্যতম মাধ্যম-ই হল ‌‌‌‌‌‌‌‌‌‌‌ÔÔপ্রশ্ন করা’’!!
--------------------------------------------------------------চলছে চলুক।

(২)

শিয়াল বলে, "যদি গাছের আগা পর্যন্ত পানি হত, দেখতাম কাক যায় কোথায়"!! গাছের আগা পর্যন্ত পানি হলে শিয়ালের অবস্থা কি হত, তা কিন্তু সে ভাবল না। আমরা বেশীর মানুষ-ই এ প্রকৃতির। উস্কে দাও, লাগিয়ে দাও, মারো-কাটো... ইত্যাদি-সিত্যাদি উস্কানি দিয়ে, অন্যকে কিভাবে ঘায়েল করা যায়, সেসব ফর্মুলা খুজে আর নানান ফন্দি ফিকির করে সময় কাটাই।
..............................................................................
"গোল্লায় যাক সব"...আমি ঘুমাই।

(৩)

বাংলাদেশের বাজারে বেশ কয়েক বছর ধরে চলছে 'হীল' ছাড়া 'ফ্লাট জুতা'র কেনা-বেচা। যা কোন অবস্থাতেই আরামদায়ক ও স্বাস্থ্য সম্মত নয় ( এ সব জুতা স্বাস্থ্য সম্মত কিনা তা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করে বাজারজাত করা হয় না)। যে কারনে যুবক এবং মধ্য বয়সীদের গোড়ালি, পায়ের সমস্যা ভীষনভাবে বেড়ে চলেছে।
ব্যবসায়ীদের খপ্পরে পরে, স্টাইল করতে গিয়ে পা/স্বাস্থ্য হারানোর আগেই সচেতন হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

(৪)

পরিবর্তনের পদধ্বনি শুনতে পাও কি?
নিঃশব্দে, গোপনে সে আসে।
শত-সহস্র প্রহরী, স্ক্যানিং মেশিন এড়িয়ে,
এমনকি প্রকৃতিরও অগোচরে, সে আসে
অকস্মাৎ!

(৫)

'বই' - সব শিক্ষকের শিক্ষক।

(৬)

"সবার উপরে মানুষ সত্য"
কবি লিখে ছিল কবে ভাই,
কিন্তু আজিকে এ ধরায় তব
এর চেয়ে মিথ্যা নাই।



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: ১ আর ২, ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.