নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাউল শ্রেনীরা বর্তমানে কি অবস্থায় আছে, মোল্লাতন্ত্রের ভিড়ে সারভাইভ কঠিন হয়ে যাচ্ছে ; পূর্বের লালন,শাহ আবদুল করিম গণ যা লিখে সুর দিয়ে গেছে,ঐগুলোই কি নেড়ে চেড়ে দেখা হচ্ছে নাকি নিজেরা কিছু লেখার চেষ্টা করছে। নিজেরা নিজের সৃষ্টিশীলতা দিয়ে চেষ্টা করলেও লাভ মনে হয় হচ্ছে না।মাদক নিয়ে ঘোরেই জীবন যৌবন কাটছে; তৎকালীন লালনের বিরুদ্ধে মোল্লারা উঠেপড়ে লেগেছিলো। এখনকার বাউলরা তখনকার লালনের মত শিক্ষিত না হলেও, মোল্লাতন্ত্র শিক্ষিত হয়ে সমাজে সংন্কারে মন দিয়েছে। তাই হয়তো বাউল শ্রেনীতে আমলে নেয়ার কিছু নেই।
বাউলরা আজীবন গরীব ছিলো,এখনো আছে;নিজেদের গানের মাধ্যমে জীবনের মান খুজে বের করার চেষ্টায় অবিরত থাকতে পারে।বাউলদের কথায় গানে ফিলোসফিক্যাল কিছু আদৌ ছিলো কিনা বুঝা কঠিন, তবে দেশীয় দর্শন থেকে মধ্যপ্রাচ্যের রুমী,সাদীর দর্শন জনপ্রিয়। লালন শুধু শোনার জিনিস,ভেতরে পুষে রাখার মত আগ্রহ তেমন নেই,এমনকি বাউল কমিউনিটি ঠিকমত আচরণ করেনা। বাউলদের বাড়িঘরে হামলার ঘটনা আগে ঘটেছিলো,তবে লুট করে নিজের বাসায় নিয়ে যাবার মত কিছু পাওয়া যায়নি।ভবিষৎে মাজার এট্যাকের ভিড়ে বাউলদের বাড়ি ঘর এট্যাক হতে পারে। এগুলো সংস্কারের অংশ, কি বলেন?
"
ফকির দরবেশ অলি সাধু পান করে তার দু এক বিন্দু।
ধ্যান করে সে দীনবন্ধু।
ছেড়ে বিষয় বাসনা
(আয়) খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
উপরের কয়েকটি বাক্যে কোনো মাহাত্ন্য খুজে পাবেন?
০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
নোংরামীটা ওদের জীবনযাপনের অংশ।
২| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৬
আজব লিংকন বলেছেন: ১লা কার্তিক থেকে ৩রা কার্তিক ১৪৩১
১৭ থেকে ১৯ অক্টোবর ২০২৪, ফকির লালন সাঁইজীর ১৩৪তম তিরোধান বার্ষিকী উপলক্ষ্যে ছেউড়িয়ায় সাঁইজীর ধামে তিনদিনের সাধুসঙ্গে সকলের নিমন্ত্রণ।
০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
নিমন্ত্রণ গৃহিত হলো,ধামে কি কি আয়োজন চলে?
৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু কিছু পরিবেশে বাউল গান মোহাবিষ্ট করে তুলতে পারে। বাউলরা প্রায় সর্বদায় উপেক্ষেতি।
০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
বাউল গান অপছন্দ এমন কেউ নেই।
৪| ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
সোনাগাজী বলেছেন:
বাউলেরা পেছনে-পড়ে-থাকা একটি ছোট সম্প্রদায়; আজকের সমাজে তাদের টিকে থাকার সম্ভাবনা কমে আসছে।
০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
ওদের আরেক সম্প্রদায় রিপ্লেস করবে।
৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৩
জুল ভার্ন বলেছেন: বাউল গান নিয়ে এই ব্লগেই আমার একাধিক পোস্ট ছিলো.....
আমি সব ধরনের গান শুনি। সব চাইতে বেশী ভালো লাগে- বাউলগান। ভালো লাগে বাউলদের জীবনচারিতা। হাটবাজার, বটতলা, গাছতলা, আখড়ায় বাউলগান শোনায় একটা ভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি হয় মন ও মননে!
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:১১
শূন্য সারমর্ম বলেছেন:
বাউলদের মত বাঁচার চেষ্টা করে দেখেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাউল গান শুনতে ভালো লাগে কিন্তু যারা বাউল বলে দাবি করে তাদের নোংরামী একেবারেই অপছন্দ।