নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যান ব্যান গেমের জয়ী এ ব্লগে কারা আপনারা ভালোমতই জানেন সম্ভবত; এখানে বিভিন্ন ভাষায় অপমান-অপদস্তের যে কাউন্টার গেম চলে সেই প্যার্টানে ব্যানের লিস্টে অনেকজনের নাম থাকাটাই মনে হয় সঠিক। কিন্তু এক ব্যক্তির প্রতি নাম বহু দুর থেকে দেখা যায়,বুঝা যায় ;সমস্যাটা তাহলে কোথায়? দল ভারী করে সিক্রেট ফাঁস চলে নাকি?
কাদাছোড়াছুড়িতে ব্যস্ত গুটিকয়েক ব্যস্ত থাকুক,ব্লগে সবাই লিখুক,পড়ুক,কমেন্টও করুক।ব্যান-ব্যান আয়োজনের প্রয়োজন নেই; নিয়ম মেনে শালিস ডেকে জেলখানায় ঢুকানো হোক, আবার জামিনও দেয়া হোক।ভাবনায় লাগাম টেনে কোথায় কি হয়ে যাবে? সময়ের ব্যবধানে এমনিতেই সব কিছু স্থবির হয়ে যাবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
আশীবার্দ গেমে সবাই জিতে না।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৯
সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, ব্যান শুনলেই মনে হয় ফাঁসি হয়ে গেল! এর চেয়ে ১৪ বছরের জেল ভাল।
আপনার সাথে একমত, আমরা এমনিতেই একদিন একদিন করে সবাই চলে যাব। বাংলা আর কোন ব্লগ এখন আর টিকেও নাই। এটাই নিয়ম। সামু আমাদের ভালবাসা, এর হারিয়ে যাওয়া চাই না! আমি অনলাইনে অনেক/বহু বছর আছি, সহজে কারো সাথে বিতর্কে যাই না, তবে কিছু দেখি অহেতুক এসে এমন অপ্রসাঙ্গিক একটা কথা লিখবো যে, মাথা ঘুরে পড়ার অবস্থা। তখন নিজকে ধরে রাখা মুস্কিল হয়ে যায়। যেমন শেখ হাসিনার মাত্র একটা বিশ্রী শব্দ উচ্চারনে কোথায় থেকে কি হয়ে গেল! হা হা হা, শেখ হাসিনা সেই দিন অন্তত সেই শব্দ তাচ্ছিল্যের সাথে উচ্চারণ না করলে হয়ত আজো ক্ষমতায় থাকতে পারতেন, এমন কি ২০৪১ পর্যন্তও!
কিছু লিখলে সেটা ভুল বা নিজের মত না হলে, প্রসাঙ্গিক যুক্তির আলোচনা চলতে পারে এবং এটা সবাই পছন্দ করে। কিন্তু ব্লগে লেখার সাথে কোন মিল না রেখে হুট হাট একজনকে অহেতুক কিছু বলাটা যে অসভ্যতা, অসুন্দর তা কে কাকে বলবে।
ব্যান করার চিন্তা (যদিও আমি নিশ্চিত বা জানি না) তো একদিনে আসে নাই, এটা নিশ্চয় কেহ অনেক অপরাধ করতে করতে বা করে যেতে থাকলেই এমন স্বাভাবিক। যেখানে সেখানে গুতাগাতি করতেই থাকলে তা কি চলে।
আমি নিজেও একজনের সাথে এমন বিশ্রী তর্কে লেগেছিলাম, গতকাল রাতে সবাইকে 'সরি' বলে ক্ষান্ত দিয়েছি। আমারো রাগ উঠেছিল, কারন তিনি আমাকে এমন একটা শব্দ বলেছিলেন, যার ধারে কাছেও আমি নেই, মিথ্যা অপবাদ দিলে মাথা ঠিক থাকে কি করে।
যাই হোক, ভাবছিলাম এই সব লিখবো না, অন্যের পোষ্টে কমেন্ট আর করবো না, তবুও আপনার পোষ্ট দেখে লিখলাম। দুনিয়াতে মানুষের আচরণ ভদ্র হওয়া আবশ্যক,আপনি ভাল না হলে সবাই আপনাকে খারাপ বলবেই, এবং এটা নিজে বুঝেই সামনে এগিয়ে যেতে হয়। আমরা যারা অনলাইনে তথ্যে/ নাম ধাম মোবাইল সহ উন্মুক্ত, আমাদের তো আরো ভদ্রতা বোঝা উচিত। যাদের তথ্য জানা থাকে না বা প্রকাশ্য নয়, তারাই খারাপ আচরণ করে, নিক বা অজ্ঞাত নামে যা ইচ্ছা তা বলা যায় বটে।
ভাল থাকবেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
স্যরি বলবেন, কটুক্তি করবেন করুন;তবুও ব্যান নয়।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৫
রাসেল পাটোয়ারী বলেছেন: ঠিক কথা বলেছেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
সবাই নিজ নিজ মত করে করুক ব্লগিং।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৪
রানার ব্লগ বলেছেন: ছাগলদের প্রধান অভ্যাস কি বলতে পারেন? প্রথমে তারা ম্যা ম্যা করে চ্যাচাবে তাতে কাজ না হলে প্রতিপক্ষের বাবা মা চাচা নানা নানী তুলে গালাগাল শুরু করবে তাতেও কাজ না হলে, পাতানো আব্বাদের পা ধরে ঝুলে ঝুলে ব্যানের জন্য হাহাকার করবে৷ তো সেই ব্যান তুলে দিলে ছাগল গুলার ইজ্জত সুরক্ষার কবজ বন্ধ হয়ে যাবে। ব্যান থাকুক ভিক্ষার মুস্টি চাউলে বেড়ে ওঠা ছাগল গুলা বাচুক।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
ছাগল বাঁচিয়ে লাভ করে কসাইরা।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৯
আহরণ বলেছেন: "ব্যান" কোন সমাধান হতে পারে না। সামুতে শিবির ছানা গুলো খুব বেশি বেড়ে গেছে। অন্য দিকে সিনিয়র ব্লগারদের ব্যান করা শুভ লক্ষণ নয়।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
কেঁচো খুড়তে সাপ বেড়োবে।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৩
আহরণ বলেছেন: এক সময় বাংলাদেশে তসলিমা নাসরিনের বই ব্যান করা হয়েছিল, সালমান রুশদীর স্যাটাকিন ভার্সেস ব্যান করা হয়েছি। অথচ এখন শতশত তসলিমা/রুশদী... ঘরে ঘরে।
ইসলামের নবীর সম্মান রক্ষার অজুহাতে ফাঁকিস্তান সরকার ইউটিউব, ফেসবুক ব্যান করে নিজেরাই চার দেয়ালে ব্যান হয়ে গিয়েছিল। পরে লেজ গুটিয়ে ম্যাঁম্যাঁ করে ইউটিউব/ফেসবুকের পা ধরেছে।
তো, ব্যান কোন সমাধান নয়। সামুর শুভ বুদ্ধির উদয় হোক।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
রশুদী এট্যাকের শিকার হয়ে মরতে বসেছিলো,নাসরিন দেশে আর কখনো আসবে না।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪১
আহরণ বলেছেন: আরও একটি বিষয় জেনে রাখা ভালো : কারো বর্ণ, লিঙ্গ, শারীরিক অক্ষমতা......... নিয়ে কটুক্তি করা বাক স্বাধীনতার অন্তভুক্ত নয়। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে, ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
নিক, দরকার হলে আইন পাস করুক, তবুও ব্যান নয়।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:১৩
আহরণ বলেছেন: লেখক বলেছেন : রশুদী এট্যাকের শিকার হয়ে মরতে বসেছিলো,নাসরিন দেশে আর কখনো আসবে না।
কী আশ্চর্য!? একটু মাথা খাটান ভাইয়া!
রুশদী/তসলিমার ব্যান করা বই এখন এক ক্লিকেই সবার ঘরে available. ব্যান করে ধামাচাপা দেয়া যায় না, সেই দিন গত হয়ে গেছে। এখন শতশত রুশদী/তসলিমা অন লাইনে, ফেসবুকে, ইউটিউবে, ব্লগে, সামুতে। ইসলাম ধর্ম উলঙ্গ হয়ে গেছে। বুঝা গেল??
ধন্যবাদ।
০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
দেশে থাকলে আপনি ইসলাম ধর্মকে কাপড় পড়িয়ে দিতে বাধ্য হবেন।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩১
মামুন ইসলাম বলেছেন: আসলে ব্যান সিষ্টেম না থাকলে আমরা অনেকেই আছি যারা ব্লগিং বাদ দিয়ে ব্লগে বান্দরামি করা শুরু করে দেই সেই হিসেবে ব্যান থাকা উচিৎ।
০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
ব্যান আপনি কীভাবে খেতে চান, দেখেন পারেন কিনা।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০০
ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: নীতি মালা ভঙ্গ করে বহুজন
নীতিমালায় আসে শুধু ৩ জন
কারণ উক্ত ৩ জনের উপর কোন পীরের আশীর্বাদ নেই।
সত্যি সেলুকাস বড়ই বিচিত্র এই ব্লগ।