নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

পোশাক-শিল্পের ব্লগারগণ কারা?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৩




পোশাক-শিল্পে কাজ করা ব্লগার আছেন কেউ? নতুন স্বাধীন দেশে রাস্তায় ভিড় করে সবাই দাবী পুরণ করতে চাচ্ছে,ফাকে ফাকে লুটপাটের ঘটনাও ঘটছে ; ফলাফল অর্ধশত ফ্যাক্টরী বন্ধ ঘোষণা করতে বাধ্য হচ্ছে। ঘটনা নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে নাম দেয়া হতে পারে ' পোশাক -বসন্তে আক্রান্ত হয়ে শিল্পের অপমৃত্যু।

পোশাক -শিল্পের সাথে কানেক্টেড কারা একটু জানাবেন?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





জামিলা, জুলেখা, জরিনা, সখিনা, নসিমন এরা আছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


ওরা ব্লগিং'এর সুযোগ কখনো পায়নি,ভবিষৎেও পাবেও না।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৭

অস্বাধীন মানুষ বলেছেন: স্থায়ীভাবে সরকার না আসা পযন্ত এবং নির্বাচন না হওয়া পর্যন্ত এরকম হবেই। কারন স্বৈরাচারের দোষরা ছাত্র এবং ডঃ মুহাম্মদ ইউনূস স্যারকে শান্তিতে কাজ করতে দিতে চাচ্ছে না । যদিও ইনশাআল্লাহ সময় সাময়িক কিছু সমস্যা ছাড়া ইনশাআল্লাহ বেশি কিছু করতে পারবে না।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


সময়টা একটু বলুন,এ সেক্টরে চাকুরী প্রয়োজন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৫১

প্রহররাজা বলেছেন: সরকারে প্রধান কাজ এখন গন হারে হত্যা মামলা দেয়া, গন হারে জামিন দেয়া আর আবু সাইদের কথা ভেবে সেমিনার করা।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০১

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার প্রো-পিকটা পরিবর্তিত হলো না কেন?

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:২১

কামাল১৮ বলেছেন: ভারত চেষ্টায় আছে এখানে ভাগ বসানোর। তাদের উৎপাদন খরচ একটু বেশি।কারণ শ্রমিকদের মজুরি বেশি।আমরা জোর করে শ্রমিকদের ঠকিয়ে মজুরি কম দিচ্ছি।জিএসপি সুবিধা পেতে হলে শ্রমিকদের সংগঠিত হবার ইধিকার দিতে হবে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০১

শূন্য সারমর্ম বলেছেন:


কীভাবে ভাগ বসাবে?

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আসলে কি কি কারণে এমন হচ্ছে আমাদের জানা উচিত।
গার্মেন্টস শিল্পের এমন অবস্থা অনেক আগে থেকে। ইপিজেড ফ্যাক্টরি বাদে বাইরের বেশিরভাগ ফ্যাক্টরিতে সময় মত বেতন দেয়া হয় না। যেসব ফ্যাক্টরি বন্ধ রয়েছে তাদের অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ করলে জানা যাবে।
শ্রমিকদের সুযোগ সুবিধার অভাব , সময় মত বেতন দেয়া হয়না। অর্ডার ধরতে কম সিএম এ অর্ডার নিয়ে সিএম মিট করতে না পারে অনেক ফ্যাক্টরি লস দিচ্ছে। চাকুরী হারিয়েছে অনেক শ্রমিক।
মানুষ এখন বুঝতে শিখেছে অধিকার আদায় করতে হবে। এতদিন বুঝলেও সাহস করেনি , দমিয়ে রাখা হয়েছে তাদের।
তবে কিছু কিছু ক্ষেত্রে আন্দোলনটা বাড়াবাড়ি পর্যাযে চলে গেছে। আশা রাখুন পোশাক শিল্পে সুদিন আসবে। বসন্তের বাতাস বইবে।

এখন আদেশ হয়েছে ১০ তারিখের মধ্যে সকলের বেতন ক্লিয়ার করে ব্যাংকে দেখতে। মিথ্যা বলার সুযোগ নাই। ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


ইন ডিটেইলে পোস্ট দিন এই টপিকে, যেহেতু আপনি এই সেক্টরে অনেকদিন।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৫

কামাল১৮ বলেছেন: রপ্তানিতে

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

এই সেক্টরে ম্যানেজমেন্ট লেভেলে এমনিতেও বিদেশী আধিক্য বেশি ; তাছাড়া পোশাক বানানোর কাচামালেও ভারত নির্ভরশীলতা রয়েছে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৩

ঊণকৌটী বলেছেন: এইটা ভারতের কোন নিউজ চ্যানেল না, পাকিস্তানের শুনে নিন Click This Link

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


এসব ভাষা বুঝি না,একটু বুঝিয়ে বলুন কি বলতে চাচ্ছে।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২১

ঊণকৌটী বলেছেন: পাকিস্তানীরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:

পাকিস্তানেরও আমাদের সেভেনসিস্টারের ভাগ লাগবে।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

শাহিন-৯৯ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জামিলা, জুলেখা, জরিনা, সখিনা, নসিমন এরা আছে।


এই কাল্লা হাদারাম অপমানসূচক মন্তব্য করেছে আপনার উচিত ছিল প্রতিবাদ করা, আমরা মানুষ. এই ছাগল জানেনা এই সেকশনে মাসে পাঁচ ছয় লাখ টাকা বেতনের কর্মকর্তার অভাব নেই, আর লাখ টাকা বেতন তো কমন যদি সে নিজেকে সেভাবে তৈরি করতে পারে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১০

শূন্য সারমর্ম বলেছেন:

নসিমন, করিমনরা লাখ বেতন পাবে না, রাস্তায় নামবে,কাজে ফিরবে,রাস্তায় নামবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.