নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আন্দোলনের মিষ্টি এতই মজা!!

২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:০১







দেশে আন্দোলন বিক্ষোভের জোয়ার চলছে,ভাটা কখন দেখা মিলবে? আদৌ মিলবে? নতুন দেশ পেয়েছে ছাত্র-জনতা;টেবিলে মন বসেনি, রাস্তাকে আপন মনে হচ্ছে আজও।তাই আজ সচিবালয়ে ছাত্র-সমাজ বিক্ষোভ করে ইন্টার পরীক্ষা বাতিল করলো, বাতিল না করলে বোধহয় সচিবালয়ে অস্ট্রেলিয়ার দাবানলের মত আগুন জ্বলতো। পড়াশোনা দিয়ে আগে বিসিএস হওয়ার টার্গেট থাকতো, এখন নতুন দেশে সবার মাথায় সমন্বয়ক হবার তীব্র বাসনা দেখা দিয়েছে।ইউনুস ভুল কিছু বলে ফেললে সামনে ব্যানার নিয়ে বাসভবনের সামনে গিয়ে ছাত্র জনতা দাড়ালে ইউনুস কি হাসিনার মত পালিয়ে যাবে?

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১১

জ্যাক স্মিথ বলেছেন: ইউনুস সাহেব এক জ্বলন্ত চুলোর উপর বসে আছেন, আর কিছুদিন পর উনি বলবেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ইউনুস সাহেব সহজ সরল মানুষ রাষ্ট্র পরিচালনায় উনাকে আরও কঠোর হতে হবে কিন্তু উনি তা পরবেন কি না তা সময়ই বলে দিবে। উপদেষ্টা পরিষদ নিয়ে আমার কোন অভিযোগ নেই তবে আরও কিছু তরুণ মুখ থাকলে ভালো হতো।

২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


আমেরিকার বলয়ে থেকে কাজ করে যেতে হবে।

২| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৮

এম ডি মুসা বলেছেন: কিছু অপরাধী শরীরে শক্তি চলে আসছে। কিছু নিরীহ মানুষ শান্তিতে আছে।

২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি কোন দলে?

৩| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৮

এম ডি মুসা বলেছেন: আমি কোনো দল না, ভালো করলে তার পক্ষে না করলে তার বিপক্ষে।

২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


বিপক্ষে থেকে আন্দোলনে যাবেন নাকি নীরব দর্শকের ভূমিকা পালন করবেন?

৪| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: আপাদত দৃষ্টিতে এটা পরিষ্কার যে বাংলাদেশ নিয়ে ভারত আর আমেরিকার মধ্যে টানাটানি শুরু হয়ে গেছে। বাংলাদেশে আমেরিকা কোন ঘাঁটি স্থাপন করতে গেলে ভারত আর চীন থেকে ব্যাপক বিরোধীতা করা হবে। এখন এই দুই বড় শক্তির বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে আমেরিকা কিছু করতে পারবে কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে বাংলাদেশে আমেরিকার কোন ঘাঁটি থাকলে ভারতের মোড়লগিরি একটু কমতো।

বাংলাদেশের সরকার যদি একটু কুটু চাল চালতে পারে তাহলে এই তিন পরাশক্তির দ্বন্দকে কাজে লাগিয়ে বাংলাদেশ খুব অল্প সময়ে ধনী রাষ্টে পরিণত হতে পারে। জামা-কাপর বিক্রি আর বিদেশ সস্তা শ্রম বিক্রি করে ধনী রাষ্টে পরিণত হওয়া সম্ভব না।

২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


ঘাটি কি? কীভাবে স্থাপন করে? কুট চাল কি হতে পারে?
বাংলাদেশ ধনী হয়ে গেলে তো ব্লগিং বাদ দিয়ে সবাই কক্সবাজারে ফুর্তি করতে যাবে।

৫| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১:১৮

জ্যাক স্মিথ বলেছেন: পাকিস্তান, সৌদি, তুরুস্ক সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় প্রতি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, ইউরোপের জার্মান, ফ্রান্স, পোল্যন্ড সহ অনেক দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে। পুর্ব এশিয়ায় জাপান, দক্ষিণ কোরিয়া, থ্যাইল্যান্ড, ফিলিপাইন ইত্যাদি দেশে ওদের সামরিক ঘাঁটি রয়েছে। চীন আর ভারতকে পুরোপুরি কব্জায় রাখার জন্য বাংলাদেশ, শ্রীলংকা এবং হংকং এ ঘাঁটি গাড়া ওদের জন্য ফরজ হয়ে গেছে আজকাল ভারত ঠিকমত আমেরিকার কথা শুনছে না, দিন দিন রাশিয়ান বলয়ে ঢুঁকে যাচ্ছে তাই ভারতকে নিয়ন্ত্রণ করতেই মুলত ওদের বাংলাদেশ সামরিক ঘাঁটি প্রয়োজন। ওরা শ্রীলংকাতে সফল হয়েছে কিন্তু হংকং এ দুই বছর ধরে বহু চেষ্টা করেও আন্দোলন পুরোপুরি দানা বাধাতে পারেনি মানে সরকার পরিবর্তন করতে পারেনি তাই এবার নজড় দিয়েছে বাংলাদেশের উপর, গত মে মাসে রেজিম চেঞ্জার নামে খ্যাত ডুনাল্ড লূ বাংলাদেশ সফরে এসেই সব পরিকল্পনা করে গেছে বলে আমার ধারণা তা না হলে ওই সময়ে তার বাংলাদেশে আসার তেমন কোন কারণই ছিলো না। এই লূ যে দেশে বার বার সফর করে ওই দেশের সরকার বেশিদিন টিকে না। শ্রিলংকা এবং পাকিস্তানে যার প্রমাণ হাতে নাতে পেয়েছি। ইমরান খানের সাথে লু'র ঘটনা তো সব ফাঁসই হয়ে গেছে। আমি শিওর গত বছর এই লূ শেখ হাসিনাকে সেন্টমার্টিনে ঘাঁটি গাড়ার প্রস্তাব দিয়েছিলো, যে কারণে শেখ হাসিনা বলেছিলো সাদা চামড়ার একজন লোক সেন্টমার্টিন চায় কিন্তু আমি না করে দিয়েছি।


অনেক আগে বাংলাদেশকে ধনী হওয়ার একটি রাস্তা দেখিয়েছিলাম । বর্তমানের পরিবর্তিত পরিস্থিতির কারণে গেম প্ল্যান হয়তো কিছুটা চেঞ্জ করা লাগতে পারে।

২১ শে আগস্ট, ২০২৪ রাত ২:১১

শূন্য সারমর্ম বলেছেন:


সেন্টমার্টিন ঘাটি করার জন্য অনুপযুক্ত জায়গা।

৬| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১:২৬

জ্যাক স্মিথ বলেছেন: যে সকল দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে একমাত্র পাকিস্তান আর মধ্যপ্রাচ্চ্যের ২/১ টি দেশ ছাড়া প্রায় সবকটি দেশ অর্থনৈতিক এবং সামরিক দিয়ে শক্তিশালী হয়েছে এখন দেখার বিষয় বাংলাদেশে কি ঘটে।

২১ শে আগস্ট, ২০২৪ রাত ২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


বাংলাদেশে ঘাটির ধোয়াশা চালু রেখে অন্য কিছু আদায় করতে পারে।

৭| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩১

জ্যাক স্মিথ বলেছেন:

২১ শে আগস্ট, ২০২৪ রাত ২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


চীনকে ট্যাকেল দিতে কোরিয়া, জাপানে, ফিলিপাইন ঘাটি করা আছে বহু আগেই ; নতুন করে সোনার বাংলায় ঘাটি করে ডলার অপচয় করবে না আমেরিকানরা।

৮| ২১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৩৮

স্বাধীন বাংলার পরাধীনতা বলেছেন: অল্প সময়ে যা অর্জিত হয়, তার স্থায়ীত্ব নাকি স্বল্পই হয়।

কোটা বিরোধী আন্দোলন সফল করে কোটার বিরোধী নায়করা যখন ছাত্র কোটায় সরকারের উপদেষ্টা পদে যোগ দেয়, তখন সমন্বয় পদমর্যাদার স্থায়ীত্ব কতটা অল্প হবে সেটা ক্রমশ ই দৃশ্যমান হতে শুরু করেছে।

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:২০

শূন্য সারমর্ম বলেছেন:


সময় গেলে ব্যাপারটা পরিস্কার হবে।

৯| ২১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৪২

কামাল১৮ বলেছেন: ইউনুস পালানোর পথ পাবে না।বিএনপি সব পথ বন্ধকরে দিবে।

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:২০

শূন্য সারমর্ম বলেছেন:

ইউনুস দেশে পা রাখার পর মির্জা ফখরুল বলেছিলো,ইউনুস তো আমাদেরই।

১০| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৯

ঊণকৌটী বলেছেন: মুশকিল কি জানেন, ভারতের সাথে সরকারি যে বাণিজ্য হতো তার চার গুণ হতো বর্ডার বাণিজ্য , আর আজকের সীমান্তে যে টাইট সিকিউরিটি তাতে সীমান্ত এলাকার গরীব মানুষ গুলোর কি হবে, শুধু আমাদের এলাকা দিয়ে যে গাড়ি গাড়ি চিনি পাচার হতো তা এখন বন্ধ

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

গরীবরা বিকল্প রাস্তা খুজে নিবে যদিনা বর্ডার বাণিজ্য সচল হয়, মোদী ট্রাম্পের মত দেয়াল তুললে বর্ডার বানিজ্য একেবারে বন্ধ হবার সম্ভাবনা থাকবে।

১১| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: শুরু থেকে খেয়াল করে আসছি বাংলাদেশের আন্দোলনের বিষয়ে জাতিসংঘ এবং আমেরিকার খুব আগ্রহ, আজ তা আবারও প্রমাণ হলো।

জবাবে প্যাট রাইডার বলেন, ‘আপনার জানেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ার মতো পারস্পরিক মূল্যবোধ ও স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতামূলক কাজের জন্য প্রস্তুত রয়েছি।

পারস্পরিক মূল্যবোধ ও সহযোগিতার ক্ষেত্রে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: পেন্টাগন

সেন্ট মার্টিনের বিষয়টা মনে হয় গুজব না, ওরা আসলেই বাংলাদেশের দক্ষীণঞ্চলে ঘাঁটি গাড়ার জন্য এক পায়ে খাড়া। তা না হলে ঠিক এই মুহুর্তে পেন্টাগনের কোন কর্মকর্তার বংলাদেশ বিষয়ে কথা বলার কথা না, বাংলাদেশ বিষয় নিয়ে তো কথা বলবে রাজনীতিবিদেরা পেন্টাগন কেন?

যা কিছু রটে তার কিছু না ঘটেও বটে, তবে আমেরিকা বাংলাদেশে ঘাঁটি গাড়লে দেশের জন্য খারাপ হবে না আমাদের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পাবে।

২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


পেন্টাগন সেন্টমার্টিনে জরিপ চালানোর মত টিম আগে পাঠাক, তারপর দেখা যাবে।

১২| ২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫

ঊণকৌটী বলেছেন: @বাংলাদেশে ঘাঁটি গাড়লে দেশের জন্য খারাপ হবে না আমাদের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পাবে।একটা মজার জিনিস মনে হয় জানেন না, ইন্ডিয়া আর আমেরিকার মধ্যে পরস্পরের ঘাঁটি গুলি ব্যবহারের চুক্তি আছে

২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

চুক্তিসমুহ মিডিয়ার আসে না, তাই সবাই জানতে পারে না।

১৩| ২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৮

ঊণকৌটী বলেছেন: ভারতের নৌ ঘাঁটি গুলি আমেরিকা ব্যবহার করে, তা এইখানে করলে ভালোই হবে

২২ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

ঘাটি করতে শুরু করলে ব্লগ থেকে আমি আপনি ডিজাইন পাঠাবো।

১৪| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২১

বাউন্ডেলে বলেছেন: দেশ এখন অন্ধকারে নিমজ্জিত কোন কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে অন্ধকার ভেদ করে আর্তচিৎকার ভেসে আসছে। নিম্নোক্ত চিৎকার সম্ভবত সাভারের কোন এলাকার।
দেশ এখন অন্ধকারে নিমজ্জিত কোন কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে অন্ধকার ভেদ করে আর্তচিৎকার ভেসে আসছে। নিম্নোক্ত চিৎকার সম্ভবত সাভারের কোন এলাকার।
এ ধরনের হাজারো ঘটনার জন্ম দিয়েছে ট্যাক্স চোর ইউনুস ও তার দোসর অভিশপ্ত কিছু অন্ধকারের সন্তান-


২২ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


দেশ এখন পানির নিচে,পানি নেমে গেলে আলো-অন্ধকার দেখা যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.