নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ যারা নামাজ আদায় করেছেন, হুজুর খুতবায় কি টপিকে হেদায়াতের পথে আনতে চেয়েছে মুসুল্লীদের? আমি মসজিদে যাবার সময় হুজুর কে বলতে শুনেছি 'আফগানিস্তানে তালেবানের(ইসলামিক) শাসনে কীভাবে অর্থনীতি চাঙা হচ্ছে,সে আলোচনা মুদ্রার মান বেড়েছে, আমেরিকান সৈন্য বিদায় হবার পর। অপরাধ কমে গেছে,আফিম চাষ বাদ দিয়ে আপেল চাষ বেড়েছে। শুধুই শান্তি আর শান্তি। দেশে ইসলামীক অর্থব্যবস্থা চালু করার প্রয়োজনীয়তা আছে কিনা হুজুর মুসুল্রীদের জানাতে চেয়েছে আর কি!!
অন্য মসজিদে শুনি, শিক্ষাব্যবস্থায় ইসলামের আইন,কোরান,হাদীস বাধ্যতামূলক করা এবং ইসলামী শানসনতন্ত্রের জন্য লড়াই করা মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে কাজ করার আহবান; স্পেসেফিক দল মেনশন দেননি, আপনাদের যাদের সাথে ভালো লাগে তাদের সাথে থাকুন, তবে পতাকাটা ইসলামের হতে হবে।
আপনাদের মসজিদে কি টপিক ছিলো?
১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো, নতুন স্বাধীন দেশের ভবিষৎ নিয়ে কিছু বলেনি।
২| ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩
অস্বাধীন মানুষ বলেছেন: হুম.........!
১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কি এখনো খুতবার মীম্বরে?
৩| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৬
সোনাগাজী বলেছেন:
দেশে দরকার ছিলো ১ জন কামাল আতাতুর্ক
১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
ঢাকায় রাস্তাঘাটের নামে উনাকে পাওয়া যাবে, মানুষ হিসেবে নয়।
৪| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৮
অস্বাধীন মানুষ বলেছেন: আমি এখন ব্লগে আছি।
১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১০
শূন্য সারমর্ম বলেছেন:
তাহলে আজ যাননি মসজিদ।
৫| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৪
কামাল১৮ বলেছেন: জীবনেও জুম্মার নামাজ পড়িনি।এখনতো মসজিদই খুজে পাই না।
১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
বাহ!
৬| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৬
তানভির জুমার বলেছেন: আপনার উল্লেখিত ওয়াজ হুজুররা সারা বছরই করে। আমাদের মসজিদে আহত-নিহতদের জন্য দোয়া হয়েছে। মানুষের অধিকার আর দুর্নীতি নিয়ে আলোচনা করেছে।
১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
সারাবছর ছিলো পরাধীনতার ভীড়ের ওয়াজ, এখন স্বাধীন।
৭| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫০
Muksedul rehman বলেছেন: আমাদের সমাজের মুসল্লীদের আল্লাহ গরিব হয়ে গেছে, শুধু টাকা আর দানের বয়ান চলে
একজন মুসল্লী টাকা তোলার সময় মুখের দিকে তাকায়, বিরক্ত লাগে।
আপনি নামাজে যান?
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
যাই তো।
৮| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
পোস্টের বিষয়ে বলার মতো কিছু নেই। আপনি কেমন আছেন? আপনার মতামত কি তা লিখুন।
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
জ্বী,ভালো। আমার মতামত : ধর্মীয়রা স্বাধীন দেশে স্বাধীন ইসলাম স্থাপনের বাসনা পোষণ করছে।
৯| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: এইবার শীতকালে খবর আছে। এক সপ্তাহ ধরে তিনদিক থেকে ওয়াজ চলতেছে, ঠিক কি কারণে হচ্ছে কিছুই বুঝতেছিনা। সারাদিন মাইকে বাজে " আসো ইসলামের পতাকাতলে। "
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১১
শূন্য সারমর্ম বলেছেন:
এলাকা অনুযায়ী এসব বাড়ে কমে ; আপনিও ঘরে বসেও পতাকার নিচে থাকবেন।
১০| ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার অধিকাংশ পোস্ট এবং মন্তব্যে শুধু আপনার প্রশ্ন থাকে। আপনার মনোভাব প্রকাশ পায় না।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
জ্বী, এই প্যার্টান থেকে বের হতে হবে।
১১| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩২
জ্যাক স্মিথ বলেছেন: আমিও আফগানীদের পক্ষে, বাংলা হবে আফগান।
২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
বদিকে আজ ধরলো,বদির সাম্রাজ্যে কি অন্য কিছুর ট্রেনিং চলবে নাকি।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
নাহল তরকারি বলেছেন: দুর্নীতি করতে না করছে। ব্যাবসায়ীদের পন্যে ভেজাল, ওজনে কম দেওয়া ইত্যাদি করতে না করছে।