নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুশ বিপ্লবের জনক লেনিনের দেহ এখনো বিভিন্ন সাইন্টেফিক মেথড ব্যবহার করে সংরক্ষণ করে রাখা আছে ; তবে তার সব মুরাল,ভার্স্বর্য মোটামুটি ভেঙে ফেলা হয়েছে। শেখ হাসিনা পদত্যাগের দিন বিজয় মিছিলে সম্ভবত বাসায় কোনো পুরুষ মানুষ ছিলো না, সবাই রাস্তায় নেমে জনসমুদ্র বানিয়েছিলো। আমিও মানুষের সাথে তাল মিলিয়ে হাটতে হাটতে গিয়ে দেখি ' ৪০ ফুট শেখ মুজিবের ভার্স্কর্যে অলরেডি জুতার মালা পড়ানো হয়ে গেছে, ভারী যন্ত্র অর্ডার করা হয়েছে,যেকোনো সময় ফেলে দিবে। ঠিক তখনি মাথায় এলো, ইউক্রেনের কোনো এক শহরে এভাবেই লেনিনের ভার্স্কর্য গুড়িয়ে ফেলা হয়েছিলো, তবে যারা এসব ভেঙেছে তারা সংরক্ষিত বডিতে হামলা চালায়নি,মুজিবের তেমন কিছু থাকলে কি সংরক্ষিত বডি থাকতো? কি মনে হয়?
১৫ আগষ্টের সরকারী ছুটি বাতিল,রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই গান রিপ্লেস হয়ে শোনা যাবে - রাত পোহালেই শোনা যাবে কন্যার কারণে পিতার জলান্জলি।চারদিকে পদত্যাগের উৎসব চলছে, ছাত্র আন্দোলন রাজনৈতিক দলে রুপ নিচ্ছে।ভোট দিতে সমস্যা হবে না আর? শেখ হাসিনা ভারত থেকে বলে উঠে,সেন্টমার্টিন দিলেই ক্ষমতায় থাকতাম,ঐদিকে আমেরিকা বলে আমরা এসব জড়িত নয়। আমাদের এলাকায় থানায় এখনো পুলিশ আসেনি, যারা পুলিশে চাকুরীর জন্য লাইন দিয়েছিলো তারা লাইন ভেঙে ফেলেছে, পুলিশে ভয়ে চাকরী করতে চাইছে না।
১৫ আগষ্ট থাকছে না ; নিশ্চই ১৭ মার্চও থাকবে না। ১৪ এপ্রিল থাকবে বা ১৪ ই ফেব্রুয়ারী? তবে ৫ই আগষ্ট নতুন ছুটির দিন পাস হবে, নাম কি দেয়া হবে?
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
অধিকার এখনো পায়নি, গণতন্ত্রও উদ্ধার হয়নি। আপাতত বিজয় দিবস-২ বলা যেতে পারে।
২| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫২
অস্বাধীন মানুষ বলেছেন: জুলাই হত্যা দিবস হওয়ার প্রয়োজন আছে কেননা বাংলাদেশের ইতিহাসে ২৪শের জুলাই
মাসে সব থেকে বেশি দেশের নিরহ সাধারণ জনগন এবং মেধাবী ছাত্র ছাত্রী মারা গেছে এবং আহত হয়েছেন।
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
সবমিলিয়ে কত মানুষ নিহত হতে পারে?
৩| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৯
এনামেল হউক বলেছেন: গণবিপ্লব দিবস
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
বিপ্লবে অনেক দিন লাগে, আমাদের ১৫ দিন লেগেছিলো মাত্র।
৪| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৮
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা নির্বোধ, এগুলো কেন বানায়েছিলেন?
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
নির্বোধই।
৫| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৫
সোনাগাজী বলেছেন:
আমাদের কোমলমতিদের অনেকে চিনতে পারছিলেন না; এখন পরিস্কার হলো; কোমলমতিরা সেইদিন বেগম জিয়ার জন্মদিন পালন করবে, ১ টুকরা কেক খেয়ে শেখকে গালি দিবে ১৯৭১ সালের জন্য।
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১০
শূন্য সারমর্ম বলেছেন:
ইউনুস থাকাতে হয়তো স্মৃতিসৌধে গিয়েছিলো শপথের পর, না হয় এটাও সম্ভবত হতো না।
৬| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২২
সোনাগাজী বলেছেন:
কোমলমতিদের আটকায়ে দিয়ে আমেরিকা, না'হয় জল্লাদেরা হাজার হাজার মানউষকে হত্যা করতো, লাখ লাখ ঘরে আগুন দিতো। এরা কৌশলে বেকুব ছাত্রদের পুলিশ রািফেলের সামনে নিয়ে গেছে, লাশ ফেলে মানউষকে রাস্তায় আনতে।
১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
ইউনুস সাহেব নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে হবে।
৭| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৭
ঊণকৌটী বলেছেন: মাতৎস্যনাই চলছিল 1947 থেকেই শেষ ষোল বছরের হিসাব চলছে এখন,কিন্তু চূড়ান্ত সময় এসে গেছে মনে হয় কারণ তিন দিকের বর্ডার কিন্তু বন্ধ, আর একদিকে সমুদ্র মানে যা করতে হবে খাঁচার মধ্যে থেকেই, মহাভারতে যাকে বলেছে মুসলপর্ব মানে যে দুর্বল সে সংহার হবে, শক্তিমান টিকে থাকবে,একটা সময়ে সে একা হয়ে যাবে
১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২০
শূন্য সারমর্ম বলেছেন:
ইতিহাস,প্রবাদ,ভবিষৎবাণী মিলিয়ে কি বলতে চেয়েছেন?
৮| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:২১
কামাল১৮ বলেছেন: রাজাকারের প্রত্যাবর্তন দিবশ
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
দেশ কোন দিকে রওনা হয়েছে?
৯| ২৩ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:১২
খায়রুল আহসান বলেছেন: "আপাতত বিজয় দিবস-২ বলা যেতে পারে" - আচ্ছা, ঠিক আছে।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
আচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৬
নয়া পাঠক বলেছেন: জাতীয় অধিকার দিবস হলে কেমন হয়?
অথবা 'গণতন্ত্র উদ্ধার দিবস'?