নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা জেনারেশন দেশে আন্দোলন ঘটিয়ে সরকার পতন করে ফেললো এবং অভ্যন্তরীণ সরকারে ঢুকে পড়লো। আন্দোলনের সুযোগে দেশে ইসলামের ভার্সন পরিবর্তিত হবার সুযোগ পেয়েছে;ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে সম্ভবত। জাতির পিতা ইব্রাহীম আ: এক্সপ্রেসওয়ে,আজহারীকে প্রধানমন্ত্রী চাই, জাতীয় সংগীত সুরা ফাতিহা চাই - ওরা একটা গ্রুপ ' ঠিক ভিন্ন ভার্সনের ধর্ম আমদানী করতে চাচ্ছে।
অন্যদিকে ওয়াজ -মাহফিলে যারা কথা কন ঠিক না 'ওরা বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে জনগণের পালস বুঝে কিছু একটা করতে চাইছে ; দেয়ালে দেয়ালে আরবীর প্রাধান্য, মুর্তি মুূরাল ভেঙে 'আল্লাহর নেমপ্লেট দেখতে পাওয়া গিয়েছে। ইসলামী শাসনতন্ত্র পার্লামেন্ট হয়ে জনগণের হাতে পড়লে বুঝা যাবে।
মডারেট নামের মুসলিমরা তেমন কিছু চাচ্ছে না,গত সরকারের আমলে যেমন ছিলো তাই চাইছে; ধর্মীয়রা মাংসের টুকরো নিয়ে কামড়াকামড়ি করে দেশে কট্ররপন্থীদের উথ্থান থামাতে চাইছে।মুসলিমদেশগুলোতে ধর্মীয়রা দেশকে কীভাবে কোথায় নিয়ে গেছে, সেই সীমিত জ্ঞান কাজে লাগিয়ে পরামর্শক হয়ে উঠছে।
অন্যগ্রুপ ভয় পেয়ে দেশ ছাড়তে চাইছে। সংখ্যালঘুরা দফা নিয়ে মোড়ে মোড়ে ভিড় বাড়াচ্ছে।ভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে আর্মির তত্ত্বাবধানে আরামে থাকতে চাইছে।কথা হলো, জ্ঞানী ব্লগারগণ দেশে কেমন ধর্মীয়দের দেখতে চাচ্ছেন?
১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
বিজয় টিকবে কিনা জানি না, তবে আমি এক শিবিরের মুখে সমন্বয়কদের সেল্টারের কথা শুনেছি।
২| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৮
নতুন বলেছেন: কিছু আজহারী ভক্ত চাইলেই তো আর পতাকায় কালিমা যোগ হয় না।
১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
ওরা মাঠে থেকেই আদায় করে নিচ্ছে,ব্লগ লিখে ভরায় ফেললেও আমাদের কিছু হচ্ছে না।
৩| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
নয়া পাঠক বলেছেন: আওয়ামী প্রপাগাণ্ডা, সাথে আবার লুটের টাকার দোসররা। হাসিনা-খালেদা এখন ক্ষমতার জন্য পাগল হয়ে উঠেছে।
১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
ক্ষমতা তাহলে জামাতের কাছে যাচ্ছে।
৪| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের বিদ্বমান সব রাজনৈতিকদলগুলোকে একটি এ্যাক্ট এর আওতায় আনা হবে, সেই এ্যাক্ট মেনে রাজনীতি করতে হবে, যদি সেটা মানতে না পারে তাহলে তারা রাজনীতি থেকে বিদায় নিতে পারে।
(রাজনৈতিক এ্যাক্ট মানে ‘নীতি বা ডিসিপ্লিন&rsquo
ফেবু থেকে নেয়া।
১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
ফেসবুকে চর্চিত বিষয় কাজে লাগার সম্ভাবনা কম।
৫| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
নতুন বলেছেন: এটা ঘটে যাওয়া সন্ত্রাসের মতনই।
এই সবই আবার ঠিক হয়ে যাবে।
১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
আইডোলজি আগ্নেয়গিরির মত জেগে উঠতে চাইছে।
৬| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৬
কামাল১৮ বলেছেন: সরকারের পতন ঘটিয়েছে আর্মি।আপাতত: আর্মি যা চাইবে তাই হবে।আর্মি স্পষ্ট বলেছে ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকবে তাই আছে।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
ধর্মীয়রা ও আর্মি উভয় উভয়কে পছন্দ করে।
৭| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৬
শ্রাবণধারা বলেছেন: ধর্ম পালন ব্যক্তির নিজস্ব বিষয়। রাস্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্কই থাকতে পারে না। নাগরিকরা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছেন এটা নিশ্চিত করা শুধু রাস্ট্রের দায়িত্ব।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
রাষ্ট্রের জনগণ ধর্মের সাথে রাজনীতি মিশিয়ে জাতির ঘাড়ে বসবে।
৮| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১১
চারাগাছ বলেছেন:
দেয়ালে আরবী ক্যালিওগ্রাফি দেখে যদি মনে হয় দেশ আফগান হয়ে গেল তাহলে তো সমস্যা।
ক্যালিওগ্রাফি একটা আর্ট।
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
প্রশংসা কি আপনার করবো নাকি তাদের।
৯| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:০৫
আলামিন১০৪ বলেছেন: স্বাধীরভাবে ধর্ম পালনের সুযোগ দিতে হবে।। জঙ্গী-জামাত ট্যাগ দিয়ে ধরপাকর করে বিরুদ্ধ মত গলা টিপে হত্যা বন্ধ করতে হবে।
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
লাইনে আসুন সবাই ধর্ম পালনের সুযোগ পাবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৯
সোনাগাজী বলেছেন:
বিজয় এনেছে "রগকাটা শিবির"; ইহা দেশকে গৃহযুদ্ধের দিকে টানছে। বিজয় টিকবে না।