নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নোবেল বিজয়ী, গভর্নর, আমলা, মিলিটারী, আইনজীবি, ভার্সিটির অধ্যাপক,পরিবেশবাদী, প্রাইভেট কর্পোরেশনের সিইও,মানবাধিকার কমিশনের প্রধান, হসপিটালের সাবেক পরিচালক,ধর্মীয় আলেম, নৃগোষ্ঠীের অভিভাবক এবং সমন্বয়ক ছাত্র দুজন ভার্সিটি অধ্যয়নরত।
এদের দিয়ে দেশ এগুবে,সবাই তাদের দক্ষতা,অভিজ্ঞতা কাজে লাগাবে ; তবে সমন্বয়করা কি করবে? আন্দোলন পরিচালনা ছাড়া কি কাজ? সামনে তো আন্দোলন ক্যাম্পাসেও দেখা যাবে না,রাস্তা তো পরের ব্যাপার। তাহলে? আপনারা সমন্বয়কদের কি কি করা উচিত বলতে পারবেন?
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০০
শূন্য সারমর্ম বলেছেন:
সুদখোরের আমেরিকা আছে সমস্যা নেই।
২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০০
সোনাগাজী বলেছেন:
সেনাপ্রধানকে বাদ দেয়ার কথা; যদি বাদ না পড়েন, উহাকে পাহারা দিতেও লোকজন লাগবে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০১
শূন্য সারমর্ম বলেছেন:
নেক্সট জেনারেশন আমলা বাদ দিয়ে সমন্বয়ক হতে চাইবে।
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৮
সোনাগাজী বলেছেন:
ফেইসবুকে মাষ্টার্স ডিগ্রি নেন, সামনে আরও সুযোগ আসবে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
ফেসবুক চালু করতে হবে দেখছি।
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
একটা বিষয় খেয়াল করেছেন?
শপথ অনুষ্ঠানের সময় প্রফেসর সাহেবকে যথেষ্ট নার্ভাস মনে হচ্ছিল।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
আমি তেমন খেয়াল করিনি।
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩
এক্সম্যান বলেছেন: শুরু হয়ে গেছে পেছন থেকে টানা। ওরা খুব ভাল করেই জানে ওদের দায়িত্ব কি আর কি ভাবে সবকিছু ম্যানাজ করবে। এই দেশে রানিং খেলোয়ার যদি এমপি হতে পারে তাহলে ছাত্ররা উপদেষ্টা হলে সমস্যা কোথায়?
আর সিস্টেমের বাহিরে থেকে চিল্লানোর চাইতে সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমকে পরিবর্তন করার চেষ্টা অনেক সহজ হবে। দেশে চোর-ডাকাত-বাটপার-খুনী সবাইকেতো সুযোগ দিয়েছেন, এদের সুযোগ দিতে এত সমস্যা কেন আপনাদের? সর্বোচ্চ খারাপ কি হবে, হয়ত এরাও চুরি-ডাকাতি শিখে যাবে? সেতো এমনিতেও হচ্ছে, তাই না? কিন্তু যদি চুরি-ডাকাতি রোধ করতে পারে তাহলেই দেশটা সত্যিকারের সোনার বাংলা হয়ে যাবে। এতটুকু রিস্ক নেয়াই যায়।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি জোতৌিষীর মত বলে ফেললেন,আমার কাছে টানার মত কিছু নেই।
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪২
চারাগাছ বলেছেন:
আপনি কি সোনাগাজীর 'কোমলমতি'দের অন্তর্ভুক্ত?
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
নাহ।
আপনার স্বপ্নের চারাগাছ বড় হচ্ছে কেউ কি বুঝতে পারছে?
৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: সমন্বয়করাই হাসিনার পতন ঘটিয়েছে যার কারণে নতুন সরকার গঠিত হয়েছে। তাদের থেকে প্রতিনিধি থাকাটাই স্বাভাবিক। সমন্বয়করা তাদের যোগ্যতার প্রমাণ দেখিয়েছে। তারা শুধু আন্দোলনই করতে পারে আর কিছু পারে না ব্যাপারটা এমন না। দেশে যে পরিবর্তনের সম্ভবনা দেখা যাচ্ছে সেটাতে সমন্বয়কদের মূল ভুমিকা ছিল। তাদেরকে দয়া করে আন্ডারএসটিমেট করবেন না। তবে তাদের থেকে সব পাবেন এটা আশা করাও ঠিক হবে না। পরিবর্তন একদিনে বা এক ধাক্কায় আসবে না।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
আন্ডারএসটিমেট না করে অপেক্ষা করছি তাহলে।
৮| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: রাজনীতির মাঠ অনেক কঠিন, অনঅভিজ্ঞ অন্তর্বর্তী সরকারের লাইফটা হেল করে দিবে দেশের ধূরন্দর রাজনৈতিক দলগুলো।
দল মত নির্বিশেষে সকলে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা না করে তাহলে তারা ব্যর্থ হবে।
এমনও হতে পারে রাজনৈতিক দলগুলোর চাপে ত্যক্ত বিরক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার শৈরাচারী সরকারে রুপ নিবে, তখন আওয়ামীলীগ, বিএনপি, জামাত একজোট হয়ে তাদের পতনের আন্দোলন করবে।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার এই স্ক্রিপ্ট মোস্তফা সারওয়ার ফারুকীকে দিন, মুভিতে হাত দিবে।
৯| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: এটা ছিল র বনাম আম্রিকার সি আই এ গেম। সি আই এ জিতছে। ওরা অলরেডি ঘোষণা দিছে রাষ্ট্র সংষ্কার ও দেশকে উন্নত করতে তারা আমাদের পাশে আছে।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
আমি/আপনি জিততে হবে ;সিআইএ জীবনে বহু কিছু জিতেছে।
১০| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: খুব সুন্দর একটা অন্তরভর্তি কালীন সরকার গঠন হয়েছে। প্লিজ এদের সাপোর্ট দিন। এখানে আলেমদের একজনকে দেখে চিন্তিত হবেন না। উনি আমার চবির, উনার বাড়ি আর আমার বাড়ি একই থানায়। উনি একজন সৎ ও প্রকৃত মুমিন। ভন্ড কাঠমোল্লা না। আমি উনাকে চিনি। বিএনপি আসিফ ও দেশের ও দেশের মানুষের সাথে বেইমানি করবেন না এই বিশ্বাস আমার আছে। বাকিটা আল্লাহ ভরসা।
আমি নিশ্চিত উনারা ভালো করবেন। প্লিজ থিংক পজিটিভ। ভারতীয় দের ও পাকিস্তানি জংলি জামাতকে কোন রকম সুযোগ দেয়া যাবেনা।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
এই আলেম আমাদের এলাকায় মসজিদের খতিব ছিল,জুমার নামায পড়াতো।
১১| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: @জ্যাক ব্রো
লীগ বিম্পি জামাত কে অবশ্যই অবশ্যই অবশ্যই আগামি নির্বাচনে (যদি হয়) পরসজিত করতে হবে। এরা সব একই।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
আগামী নির্বাচন কবে হতে পারে?
১২| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৬
দূর মিয়া বলেছেন: মাঠে দুটা মিলার আছে একটা ডেবিট মিলার(ক্রিকেটার) আর একটা মেথু মিলার(রাজনৈতিক). দুই জনই ভয়ংকর
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
মিলার আফ্রিকাকে বিশ্বকাপ জেতাতে পারেনি।
১৩| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯
শ্রাবণধারা বলেছেন: আমার মতে এই দুজন ছাত্রের (যাদের ভুমিকা সমন্বয়কের) হাতে টার্গেট বা সামনের ৬ মাস, ১ বছর, ৩ বছরের আমরা কি কি জিনিস অর্জন করবো এই লক্ষ নির্ধারণ করে একটা স্কোরকার্ড ধরিয়ে দেওয়া উচিত। তাদের কাজ হবে কিছুদিন অন্তর অন্তর কতটুকু লক্ষ অর্জন হলো সেটা বিচার করা এবং সেটার উপর ভিত্তি করে কাজ করা।
তবে এই ধর্মীয় আলেম না জালেম এটার কাজ টি কি এটা আমি অবশ্য বুঝতে পারলাম না। এখন তার কাজ যদি হয়, বাকী দল টিকে মাঝে মাঝে কোরান তেলওয়াত শোনানো এটাতে আমার কোন আপত্তি নেই।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
আলেম হেফাজতের সাবেক আমির ছিলো, তিনি হয়তো সমন্বয়কদেরও হেফাজত করবে।
১৪| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: তাহলে তো জানেনই। কেমন।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
সাবেক হেফাজতের আমির ছিলো,এখন চরমোনাইের আমির।
১৫| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: লোক কেমন?
১) সৎ ও ভালো
২) ভালো না
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
আলেমদের এদেশে কেউ খারাপ বলে না।
১৬| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৩
কামাল১৮ বলেছেন: যারা সফত নিয়েছে তাদের সবার সম্পর্কেই জানি।সবাই আওয়ামী বিরোধী।একজন লোকও পাওয়া গেলনা যে আওয়ামী বিরোধী না।এদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন আসাকরা যায় না।টক শোতে অনেককের কথা শুনেছি।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
নির্বাচন সহসা আসবে না, এটা নিয়েও আন্দোলন হতে পারে।
১৭| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২১
শেরজা তপন বলেছেন: সমন্বয়কদের সরকারি চাকুরির আশা বাদ দিয়ে দেশ গড়ার জন্য একেকজনকে নতুন নতুন উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে।
যেহেতু তারা ডঃ ইউনূসকে তাদের রোল মডেল ভেবেছে সেহেতু তাকে ফলো করতে হবে।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
ওদের একজন অলিম্পিকে গোল্ড মেডেল এনে দেবার ছক কষছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৮
সোনাগাজী বলেছেন:
২ সমন্বয়ক দাঁড়িবিহীন বড় সুদখোরকে পাহারা দিবে, যেন পালিয়ে ভারত চলে না'যায়।