নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ কোনদিকে যাচ্ছে? বৈষম্যবিরোধী আন্দোলন ঘন হচ্ছে,প্রধানমন্ত্রী বসতে চেয়েছে। কোটার বলয় থেকে আন্দোলন বেড়িয়ে গেছে,অন্য পক্ষ সুযোগ নিতে চাইছে। দেশের এমপি,মন্ত্রীরা নাকি শ্রীংলকার মত দেশ ছেড়ার প্রতিযোগিতায় নেমেছে; প্রতিদিন সংর্ঘষ ২/৩ জন মৃত্যু ; সাবেক সেনাকর্মকর্তারা মিছিলে নেমে আনন্দ করছে। ডিবি/ডিএমপিতে রদবদল দেখা যাচ্ছে ; আবার দেখা যাচ্ছে সমন্বয়কদের আন্দোলন সাতদিনের জন্য স্থগিত,যদিও সত্যতা নেই।দেখি আপানারা প্রেডিক্ট করেন কি হতে পারে, আগামী ৩ মাসের অবস্থা :
গৃহযুদ্ধে যাবে দেশ? সাময়িক উত্তেজনা কন্ট্রোলে আসবে, সমন্বয়কদের কিছু দফা মেনে নিয়ে?সরকার নতুন করে ঢেলে সাজাতে হবে? মিলিটারী-আমলা দেশ হাতে নিবে অরাজকতাকে কাজে লাগিয়ে?
০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ, আপনাকে ভীত ও চিন্তিত মনে হচ্ছে।
২| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৬
শাহিন-৯৯ বলেছেন:
সেনাবাহিনীর মর্জির উপর নির্ভর করবে. তারা যদি বলে পালান হাসিনা পালাবে আর যদি বলে ফায়ার করেন হাসিনা ফায়ার করবে।
০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
সেনাবাহিনীর মর্জি বাইরে আমরা কীভাবে বুঝবো নির্দেশ দেবার আগে?
৩| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৮
রানার ব্লগ বলেছেন: জনগন আন্দোলন করে ছাগলে ভাবে তার চায় !! সমস্যা এখানেই !!!
০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
বুঝিনি আপনার কমেন্ট।
৪| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৫
নিমো বলেছেন: view this link
০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লিকেনের কাছে চিঠি গিয়েছে।
৫| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:০১
জ্যাক স্মিথ বলেছেন: সাময়িক উত্তেজনা কন্ট্রোলে আসবে, সরকারক সবকিছু নতুন করে ঢেলে সাজাবে।
০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
অপেক্ষায় থাকুন।
৬| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:০৩
নতুন বলেছেন: আমেরিকা কি চাচ্ছে?
ভারত কি চাচ্ছে?
যদি আলোচনায় বসে তবে পলক, শিক্ষা মন্ত্রীর পদত্যাগ, ছাত্রলিগীের হামলাম উপরে মামলা, বিচার, কিছু পুলিশের বিচারের আশ্বাস দিয়ে সমাধান করে ফেলবে প্রধানমন্ত্রী।
যদি আলোচনায় না বসে তবে কোন দিকে যাবে বলা মুশকিল।
আর্মি ক্ষমতা না নেবার সম্ভবনা ৯৫%, অন্তবর্তীকালিন নিবাচন দেবার সম্ভবনাও কম।
শেখ হাসিনা তেড়া, ২৫০ লাশ পড়ার পরে তিনি আলোচনা করতে চাইছেন, হয়তো হাজারের পরে পদত্যাগের চিন্তা করবেন।
উনি বিশ্বাস করেন জামাত/শিবির আর বিএনপি মিলেই এই ২৫০ হত্যা করেছে মাত্র। তার তো কোন দোষ নাই।
০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লিকেনের কাছে চিঠি গিয়েছে; ভারত পাশ থেকে দেখছে কিছু এখনো বলেনি।
৭| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: শেখ হাসিনা ক্ষমতায় থাকবে তবে মন্ত্রী ৪ জন কে বহিষ্কার করবে।বিএনপি জামায়াত এই আন্দোলন মাটি করবে।
০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
এটা হতে পারে।
৮| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: পুলিশের গুলিতে পুলিশের সন্তান মরছে। আর্মির গুলিতে আর্মির সন্তান মরতে থাকলে তারা মনবল হারাবে। ৭৫ এ সেনা প্রদান সরকার বিপক্ষে যায়নি। তথাপি জুনিয়াররা কান্ড ঘটিয়ে ফেলেছে। ঘটনা চক্রে এখন আবার সেই মাস। পুলিশ ও আর্মির একটা অংশ পক্ষ ত্যাগ করলে সরকার বেকায়দায় পড়বে। সেনা ও পুলিশের চেইন অব কমান্ড ভেঙ্গেগেলে যে জটিল পরিস্থিতি তৈরী হবে সরকার হয়ত সেটা সামাল দিতে পারবে না।
০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
চেইন অব কমান্ডে ঝামেলা দেখা দিলে ঘটনা ঘটার পূর্বে আমরা ব্লগারেরা বুঝতে পারবো কিভাবে?
৯| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে। সমন্বয়ক পদের নামে যে ছেলেগুলো নেতৃত্ব দিতেছে তাদের কথাবার্তা ঠিক বিএনপির কথাবার্তার মতই। মন্ত্রীদের পদত্যাগ চাওয়া তাদের কাজ না। তাদের কথাবার্তায় শুরু থেকেই মনে হয়েছে তারা রাজনৈতিক দল।
দুর্ভাগ্য সাধারণ জনগণের। এই সমস্ত আন্দোলন নামের নৈরাজ্যে দুর্ভোগ পোহাতে হয় তাদেরই। মারা যেতে হয় তাদেরই।
এটাও ঠিক যে সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে ২০১৮ সালেই এই সব কোটা ইস্যু শেষ করে দেওয়া যতো । এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু উভয় পক্ষের বেশি বাড়াবাড়ির কারণে দেশের ও কোরআনে ক্ষতি হয়ে গেছে যেটার পূরণ হবার নয়
। মাঝখান থেকে দেশে কিছু নতুন নতুন নেতা পাওয়া যাচ্ছে ।
তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে। সমন্বয়ক পদের নামে যে ছেলেগুলো নেতৃত্ব দিতেছে তাদের কথাবার্তা ঠিক বিএনপির কথাবার্তার মতই। মন্ত্রীদের পদত্যাগ চাওয়া তাদের কাজ না। তাদের কথাবার্তায় শুরু থেকেই মনে হয়েছে তারা রাজনৈতিক দল।
দুর্ভাগ্য সাধারণ জনগণের। এই সমস্ত আন্দোলন নামের নৈরাজ্যে দুর্ভোগ পোহাতে হয় তাদেরই। মারা যেতে হয় তাদেরই।
এটাও ঠিক যে সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে ২০১৮ সালেই এই সব কোটা ইস্যু শেষ করে দেওয়া যতো । এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু উভয় পক্ষের বেশি বাড়াবাড়ির কারণে দেশের ও কোরআনে ক্ষতি হয়ে গেছে যেটার পূরণ হবার নয়
। মাঝখান থেকে দেশে কিছু নতুন নতুন নেতা পাওয়া যাচ্ছে ।
০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
বিনিয়োগ কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে? সরকার নিশ্চই সমন্বয়কদের ভালোমত পোস্টমর্টেম করেছে।
১০| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৬
এক্সম্যান বলেছেন: আইডিয়া করা কঠিন। তবে আমার মনে হয় অনেক দেরি হয়ে গেছে, ছাত্ররা আর সহজে আলোচনা করতে চাইবেনা। আসলে আলোচনার কিছু নাইও, তারা লাউড এন্ড ক্লিয়ার দাবী দিয়েছে। সরকার আন্তরিক হলে দাবী গুলো মেনে নিতো সাথে রাস্তায় তাদের পান্ডারা থাকত না। বিভিন্ন টিভি চ্যানেলে দেখা গেছে গতকালকেও তারা কিভাবে উত্তরায় ছাত্রদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে তান্ডব চালিয়েছিল।
জামাত-বিম্পি, বিনিয়োগ ব্লা ব্লা এগুলো একমাত্র কাঠের চসমা পরা কট্টর সরকার পন্থীরাই দেখছে, আমরা দেখেছি কিভাবে সাধারান মানুষ ছাত্রদের পানি দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করছে। যাইহোক, হয়ত সরকার টিকে যাবে তবে আওয়ামিলীগ যা হারালো তা ৫০-১০০ বছরেও আর ফিরে পাবেনা।
০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
১ দফায় পৌছেছে আন্দোলন।
১১| ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫
আদিত্য ০১ বলেছেন: এখন সমন্বয়কদের সাথে নিশ্চয়ই বিএনপি বা অন্যদের সাথে খুবই গোপনে আলোচনা হইয়েছে, এমনও হতে পারে তাদেরকে লোভ দেখানো হইয়েছে তোমরা আন্দোলন চালাও, আমরা পিছনে আছি, ক্ষমতা পরিবর্তন হলে তোমাদেরও লাভ আছে, শুধু আন্দোলনটা চালায় যাও,
বাংলাদেশের কোনায় কোনায় দুর্নীতি, অন্য কেউ আসলে সে রাতারাতি কিছুই করতে পারবে না।
তবে আমার মত সাধারন জনগনের এই আন্দোলনে ক্ষতি ছাড়া কিছুই নাই, এই আন্দোলনে অনেক সংঘাতে প্রাণ গেলো, আরও কত যে ক্ষতি, আমাদের মত আইটি প্রফেশনালদের ইন্টারনেট বন্ধ থাকাতে প্রজেক্ট চেল যাওয়ার ভয়, কত আর্থিক ক্ষতি, এইটা দিয়ে জীবিকা নির্বাহ
০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
গৃহযুদ্ধ হতে পারে যদি আলোচনায় না আসে।
১২| ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ঐটা গুজব। বিপ্লবী রক্ত প্রতারণা করে না। ওটা হারুন ষড়যন্ত্র। আন্দোলন চলছে চলবে। মনে হয় না কোন মিথ্যা প্রলোভনে আন্দোলন থেকে সরে যাবে বিপ্লবী তারুণ্য। ওটা গণ অভ্যুত্থান নষ্ট করার চক্রান্ত।
০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
সোনার বাংলায় বিপ্লবী রক্ত কাজ করবে কিনা দেখি।
১৩| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১২
প্রামানিক বলেছেন: এখন তো আন্দোলন শুধু ছাত্রদের মাঝে নাই ছাত্রদের বাপেরাও আন্দোলনের সাথে আছে। এই পরিস্থিতির জন্য আওয়ামীলীগের কিছু দাঁত চেগানো নেতা দায়ী। এরা যদি সংযত হয়ে কথা বলতো আর প্রথমেই ছাত্রদের সাথে বসে আলোচনা করতো তাহলে সুষ্ঠু সমাধান শুরুতেই হয়ে যেত এখানে অন্য দল নাক গলানোর সুযোগই পেত না। এখন আন্দোলন এমন চ্যাড়াব্যাড়া হয়েছে সমস্ত দাবি মেনে নিলেও নিহত ছাত্রদের বিচার নিয়েই আন্দোলন দির্ঘায়িত হবে।
০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
আন্দোলন ১ দফায় গিয়ে ঠেকেছে।পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে।
১৪| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
অপলক বলেছেন: সবাই তো শহীদ মিনারে ব্যস্ত। ওদিকে বোধায় ভারতের প্রস্তুতি নেয়া শেষ। বাংলাদেশ সেনাবহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ কিছু ঘটতে পারে, হাসিনা বু কে রক্ষা করতে।
ভারতীয় র/শান্তি বাহিনী/সেনাবাহিনী হস্তক্ষেপ না করলে, বাংলাদেশ সেনাবাহিনী খুব শীঘ্রই দেশে স্হিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে পারবে হয়ত। ভবিষ্যৎ বানী এখন এটাই যে, শান্তিপূর্নভাবে ক্ষমতা হস্তান্তয় হয় কিনা আর একটা সুষ্ঠ নির্বাচন দ্রুত পাওয়া যায় কিনা?
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
ভারত কীভাবে সহায়তা করতে পারে?
১৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৩৪
আদিত্য ০১ বলেছেন: হাসিনা সরকার গেলে আরেকজন আসবে কিন্তু বাংলাদেশে কোনায় কোনায় দূর্নীতি, এই দূর্নীতি সিস্টেম একদিনে যাবে কি, যাবে না, আমাদের উচিত ছিলো দূর্নীতি নির্মূল করা আস্তে আস্তে, কিন্তু আমরা গাছের মূল রেখে শাখা প্রশাখা নিয়ে ব্যস্ত, এই এত প্রাণ গেলো, এত ক্ষতি হল, নতুন যে আসবে সেও তো এই দূর্নীতির বেড়া জালে পড়বে, কারন, সিস্টেম পুরুটাই দূর্নীতি, আগে উচিত ছিলো এই দূর্নীতি নির্মুল করা।
হাসিনা গিয়ে আবার নতুন একজন আসবে, কিন্তু আমরা সাধারন জনগন কিছুই পাইলাম না, মাঝখান থেকে আমার মত আইটি প্রফেশনলাররা ইন্টারনেট না থাকলে যে কি ক্ষতিতে পড়ে, ইন্টারনেট ভিত্তিক তাদের জীবিকা নির্বাহ।
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
স্বরাষ্টমন্ত্রী বলেছেন,পৃলিশের গুলিতে কেউ নিহত হয়নি।
১৬| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৪১
আদিত্য ০১ বলেছেন: আমি বলে দিলাম দেইখেন, যে নতুন আসবে সেও ২/৩ বছর পর নিজের আখের গুছাবে, সেও দূর্নীতিগ্রস্ত হবে।
কারন পুরু সিস্টেমটাই দূর্নীতিতে নিমজ্জিত। আন্দোলনের স্লোগানে যে এত সুন্দর কথা শুনছি, এগুলা এত রাতারাতি হবে না, আস্তে করতে হবে সেইজন্য দুর্নীতি নির্মুল করার দরকার আস্তে আস্তে। রাতারাতি সরকার চেঞ্জ করা যায় কিন্তু দুর্নীতি একটা ব্যাধি এটাকে আস্তে আস্তে নির্মুল করতে হবে, না করলে নতুন সরকারও ২/৩ বছর পর এমনই হবে, কিছুই হবে না
আমি চাই দুর্নীতিমুক্ত দেশ, আমি সরকারের কাছে কোন টাকা চাইনা, আমি আমার নিজের ঘামে যা করবো সেটা যেন দূর্নীতির বেড়াজালে আটকে জিম্মি না থাকি
০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
সিস্টেম এমনভাবে বদলাতে হবে যেন অনেকদিন ঠিক থাকে।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:১৮
উদীসূর্য বলেছেন: গৃহযুদ্ধের কথা বলবোনা– তবে আমার মনে হয় খুব বড় সংঘাত-গণ্ডগোল হবে। শেখ হাসিনা পদত্যাগ করবেন বলে মনে হয় না। (শহীদ মিনার থেকে যে এক দফার ডাক এসেছে, আমার মনে হয় শেখ হাসিনার আশপাশের লোকজন তাকে এমনভাবে বুঝিয়েছে, এটি বিরোধীদের অত্যন্ত সূক্ষ্ম কারসাজির ফলাফল।)
১৫ই জুলাইয়ের ঘটনা ঘটেছিল ওবায়দুল কাদেরের সোজা ঘোষণায়। তার উপর, লীগের র্যাডিকাল সাপোর্টাররা একে জাস্টিফাইও করেছে। একদল ছাত্রলীগের হামলা নিয়ে কিছু না বললেও ছাত্রলীগাররা যে নির্যাতিত হয়েছে, তা ফলাও করে বলেছিল। মোটকথা, এ থেকে আমার মনে হয়, আজ-কাল বা আগামীতে এই আন্দোলনকে আওয়ামী লীগ একদম সশস্ত্রভাবে মোকাবিলা করার চেষ্টা করতে পারে। আওয়ামী লীগ, প্রশাসন নয়। আর তা মোকাবিলার ডাক আসবে, মোকাবিলা করাও হবে, সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ফেসবুক হইতে পিএইচডি ডিগ্রীধারীরা হয়তো এটিকে আসল মুক্তিযুদ্ধ বলবে। যাহোক, এরকম হলে বিদেশী হস্তক্ষেপ তো হবেই, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, সূক্ষ হোক বা বিরাট।
বিদেশী হস্তক্ষেপের ব্যাপারে আমার থেকে অন্যদের ধারণা অনেক বেশি। আমেরিকা সূক্ষভাবে কিছু করলেও প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে মনে হয় না। ভারত-রাশিয়া হস্তক্ষেপ না করুক, আমেরিকার হস্তক্ষেপ হতে দেবেনা। [নিঝুম মজুমদার সাহেব অবশ্য ফেসবুকে বারবার এই দাবি করছেন যে, এই পুরো ঘটনা সিআইএর কারবার, উনার কাছে সোর্স আছে, সারা হোসেনের এক্টিভিসম সিআইএর চালেরই ছোট্ট এক ফোটা নিদর্শন, আর হাসিনা পড়ে গেলে ২০বছর পর আন্দোলনকারীরা মাথা চাপড়াবে কি করে ফেললাম বলে]
ভারত যদি হস্তক্ষেপ করে, অন্যান্যদের বিশ্লেষণে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে, [এই ভাবনাটা অলরেডি অনেক ফার-ফেচড, আমার কাছে] আমার মনে হয় তারা সফল হোক বা বিফল দেশে ভয়াবহ অ্যানার্কি তৈরী হবে।
তবে দমন-পীড়ন করেই হোক, গত ২-৩ বছর পূর্বের ১৩-১৪বছর দেশ স্টেবল ছিল। লিবিয়ার গাদ্দাফির আমলে ও ইরাকের সাদ্দামের আমলেও দেশগুলো স্টেবল ছিল। কিন্তু জনগণের অধিকার ছিলনা। পরবর্তীতে কি হয়েছে তা মনে হয় বলার প্রয়োজন নাই। হাসিনাকে যদি জোরপূর্বক নামতে হয়, তেমন এক পরিস্থিতি বাংলায়ও সৃষ্টি হতে পারে।
আগামী দিনে আন্দোলনকারীরা মঞ্চের পরিধি বৃদ্ধি করবেন, রাষ্ট্র পরিচালনার নয়া রূপরেখা উপস্থাপন করবেন। তবে এই নয়া রূপরেখা '৯০ এর মতোই ব্যর্থ হবে। যদি কোনো বিকল্প ক্ষমতায় আসে, তারা বিকল্প হিসেবে সফল হবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এই বিকল্পে ডান-বাম মিলে একাকার হয়ে যাবে, সংহতি টিকবেনা। আর এমন সরকারের উপর বিদেশী ছায়া থাকবেই, যদি ছায়াকে অগ্রাহ্য করার চেষ্টা করা হয়ে তবুও বিকল্পে ভাঙা পরবে। শেষ পর্যন্ত যাহা লাউ তাহা কদুই থেকে যেতে পারে। তবে শেখ হাসিনা থেকে যাওয়ার থেকে তা হওয়াই ভালো। কারণ এই সরকার টিকে গেলেও জনগণের মনে তাদের প্রতি আর আস্থা নাই, যেই কারণেই হোক। এটাই অতি দুঃখজনক সত্য।
তবে আমার কাছে মনে হয়, আগামীতে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখা হবে। এইটা হতেই পারে।
তবে বাস্তবতা হলো- দেশের জন্য এরকম পরিস্থিতি একেবারেই নতুন। একেবারেই। আমি মনে করি এটি বিশ্বেরও সরকার পতনচেষ্টার ঘটনাগুলির মধ্যে একেবারে ইউনিক।
০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ২:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
লাশের সংখ্যা গণণা করতে শুরু করুন।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৫
ইফতেখার ভূইয়া বলেছেন: এইরকম ভলাটাইল অবস্থায় ভবিষ্যতবাণী করা আমার পক্ষে সম্ভব নয়। তবে দেশে মারাত্মক খারাপ কিছু একটা ঘটতে চলেছে যা গত মাসে ঘটে যাওয়া ঘটনার চেয়েও খারাপ কিছু হবে বলে আমার ধারনা। সীমান্তে দৃষ্টি রাখুন। ধন্যবদ।