নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্দোলনে আপনার পরিবারের বা কাছের মানুষজন ভালো ছিলো? কেউ আহত/নিহত হয়েছে আন্দোলনের অংশগ্রহণ করে? পরোক্ষ সার্পোর্টে সমস্যা দেখা দিয়েছিলো? কোটার নতুন প্রজ্ঞাপন দেখে আপনি কি পূলকিত হয়েছেন?
আন্দোলন এখনো চলছে,ইন্টারনেট হয়তো স্বাভাবিক হয়েছে কিছুটা। অন্যদিকে ভারী বর্ষণে জলাবদ্ধতায় বন্দর নগরী আটকে আছে।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
আন্দোলনে জীবন দিয়ে কোটার নতুন প্রজ্ঞাপন পেলো,এখনো চলছে।আপনার চিন্তায় কিভাবে ক্ষতি হয়ে গেলো?
২| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
সোনাগাজী বলেছেন:
আপনি কি বের হয়েছিলেন? কিছু দেখেছিলেন?
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২২
শূন্য সারমর্ম বলেছেন:
না,আমি হাসপাতালে ব্যস্ত ছিলাম।
৩| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
সোনাগাজী বলেছেন:
আন্দোলনের সময় সব সরকার বলে যে, জনগণের ক্ষতি হয়েছে! সব সরকারগুলো "জনগণের" জন্য ভীষণ চিন্তিত ছিলো ও আছে!
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
তবে হাসপাতালে থাকা মানুষদের গতিবিধি দেখে মনে হচ্ছিলো,এই বুঝি সরকারের পতন ঘটলো।
৪| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
সোনাগাজী বলেছেন:
সরকারের পতন কাছে আসছে, তৃণমুল আওয়ামী লীগ সরকারকে রক্ষা করার জন্য এগুবে না।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
তৃণমূল আওয়ামীলীগ কি জিনিস?
৫| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
কামাল১৮ বলেছেন: কোন কোটাই ছিলো না ।আন্দোলন করে ৭% এনেছে।এই জন্য এতো রক্ত।২০১৮ সাল থেকে দেশে কোন কোটা নাই।এর মধ্য হাউকোর্টের রায়ে দুই এক দিনের জন্য ছিলো ।উঁচ্চ আগালত সেটা রহিত করে দেয়।মিমাংসার একটা তারিখ দেয়।সেই পর্যন্ত অপেক্ষা করলে এতো রক্তপাতের প্রয়োজন হতো না।
এখান সরকারের কিছু ভুলআছে ছাত্রদের সবটাই ভুল।তারেকের ভিডিও গুলি নিয়মিত দেখলে বিষয়টা পরিস্কার হয়ে যাবে।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
তারেক কি ইদানীং নড়ে চড়ে বসেছে নাকি।
৬| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
কামাল১৮ বলেছেন: এখনে সরকারের হবে
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
বুঝেছি।
৭| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
আমি নই বলেছেন: অনলাইন নির্ভর পেশার কারনে ব্যাক্তিগত ভাবে আমার বেশ ভালোই ক্ষতি হয়েছে তবে সেটা আন্দোলনের জন্য নয়, ব্রডব্যান্ড বন্ধ করার জন্য। তারপরেও শান্তিপুর্ন আন্দোলনে আমার পুর্ন সমর্থন আছে।
কামাল১৮ বলেছেন: কোন কোটাই ছিলো না
আপনার জানার ভুল আছে, ৫ জুনের পর বাংলাদেশে ৫৬% কোটা ছিল, আর ছাত্ররা আদালতেও যায়নি যে আদালতের রায়ের জন্য বসে থাকবে। ছাত্রদের দাবী ছিল নির্বাহি বিভাগের কাছে তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে তিনি উদ্দেগ নিয়ে সংসদে আইন পাশ করেন।
আবেগের বসবর্তি হয়ে আমি রাজাকার বলাটা ভুল ছিল কিন্তু তারা ভুল বুঝতে পেরেই স্লোগান পরিবর্তন করেছিল, এছারা ছাত্রদের কোনো ভুলই ছিলনা। কিন্তু আপনার মত যারা আলুপোড়া খাইতে অভ্যস্ত তারাই তিল কে তাল করে শান্তিপুর্ন একটা আন্দোলনকে রক্তাত্ব করেছিল।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কি করেন অনলাইনে?
৮| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৮:০৫
শ্রাবণধারা বলেছেন: এখন পর্যন্ত এই আন্দোলনে সাধারনের ক্ষতি ছাড়া কারো কি লাভ হবার কথা?
কারো ক্ষতি বড়, কারো হয়তো ছোট। আবার কারো ক্ষতি এত বৃহৎ যে তাকে লাভ-ক্ষতির হিসাব দিয়ে বিবেচনা করলে মাইর খাবার সমুহ সম্ভাবনা থাকে!
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কি কমেন্টেই আমাকে মাইর দিতে চান।
৯| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৮:০৮
কাঁউটাল বলেছেন:
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
আন্দোলনে দেশে মানুষ বেড়েছে,আগে অমানুষ ছিলো।
১০| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৮:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের নাগরিক হিসেবে আমার লাভ:
১) সরকারী দলের জুলুম অত্যচার অমানবিক আচরণ নিপিড়ন নির্যাতন লুটপাট করলেই প্রতিবাদ করার মত সাহস দেশের মানুষের হয়েছে।
২) এই আন্দোলন এর কারণে জামায়াত শিবির নিষিদ্ধ হয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্য।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
আওয়ামীলীগকে বলবেন সাবধানে থাকতে।
১১| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যক্তিগতভাবে নিজের কোন লাভ আমি দেখছি না বা দেখার চেষ্টাও করছি না। আমি মূলত প্রবাসী, দেশে বেড়াতে যাওয়া হয় কিন্তু থাকার জন্য নয়। শেষ জীবনে বাংলাদেশে স্থায়ীভাবে থাকার একটা ইচ্ছে আমার বহুদিনের ছিলো, সে উদ্দেশ্যে আমি বাংলাদেশে বাড়ি করার চিন্তাও করেছিলাম। তবে আমি বুঝতে পেরেছি, সেটা আর কোনভাবেই হয়তো সম্ভব নয়। এ দেশের তথাকথিত "গণতান্ত্রিক" ব্যবস্থায় আমার যতটুকু ভরসা ছিলো এবার সেটাও শেষ হয়ে গেছে। আমার জীবদ্দশায় এ দেশে একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা দেখে যেতে পারবো বলেও মনে হয় না। তাছাড়া সামাজিক, অর্থনৈতিক ও পারি-পার্শ্বিক পরিস্থিতিও আমাকে সবদিক থেকে রেড ফ্ল্যাগ দেখাচ্ছে।
তবে এদেশের স্কুল-কলেজ পড়ুয়া বাচ্চাগুলোর কথা ভাবলেই আমি হতাশায় ডুবে যাই। তবুও ওরাই এবার আমাকে আশার আলো দেখিয়েছে। ওদের সাহস, মনোবল আমাকে উজ্জ্বীবিত করেছে। মনে হচ্ছে আগামী আরো সুন্দর হবে, হতেই হবে। তাই সব আশা ছেঁড়ে দিয়েও দিতে পারছি না। পুরোনোরা বিদেয় হয়ে গেলে (এটা জরুরী) নতুনরা দেশের নিয়ন্ত্রন নিলে আমরা আরো সুন্দর বাংলাদেশ দেখতে পাবো বলে আমার মনে হয়। ব্লগে কিছু ব্লগার আছেন যারা পুরোনো গল্প দিয়ে ত্যানা পেচান নিয়মিতভাবে। তারা ভুলে যান দেশ স্বাধীন হয়েছে অর্ধ শতাব্দী আগে, মুভ অন। প্রতিদিন পুরোনো ইতিহাসের সবক শুনতে ভালোলাগে না। এই ত্যানা পেচিয়েই অনেক বিষয়কে তারা তিক্ততার পর্যায়ে নিয়ে এসেছেন। আই এ্যাম জাস্ট টায়ার্ড ওফ দেয়ার বি.এস.।
পেশাগতভাবে কিছুটা ক্ষতির সম্মুক্ষীন হয়েছি, সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি, এই যা। ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি তাহলে দেশে আসছেন না।ত্যানা কে পেচায় ব্লগে?
১২| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:২৪
রানার ব্লগ বলেছেন: ফলাফল ২৫০ জনার মৃত্যু !
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
এতে নিশ্চই আপনার কাছের মানুষ নেই।
১৩| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৭
কাঁউটাল বলেছেন:
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
ওরা সবসময়ই রাস্তাঘাটে ছিলো,মানুষ জড় হলে উৎসাহে সামনে এসে স্লোগান দেয়।
১৪| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:০২
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:
আপনি কি করেন অনলাইনে?
আমি আমেরিকা বেসড একটা অটোমোবাইল রিলেটেড কোম্পানিতে জব করি। কোনো নোটিশ ছারা টানা কয়েকদিন অনুপস্থিত থাকায় আমার সাথে হওয়া চুক্তি অনুযায়ি পরের কয়েক মাস বেতন কাটা হবে।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
কয়েকদিনের জন্য কয়েকমাস বেতন মনে হয় কাটা হবে না।
১৫| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:০৮
শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: আপনি কি কমেন্টেই আমাকে মাইর দিতে চান।
একেবারে নয়। কথাটা এভাবে বলায় যে অনেকটা থ্রেটের মত শোনাতে পারে, এটা আমার ভেবে দেখা উচিত ছিল, ক্ষমা করবেন।
আপনি দেশে এই রণক্ষেত্রের কাছে আছেন এবং এর ফলে আপনার ক্ষতি বিদেশে নিরাপদে থাকা আমার ক্ষতির চেয়ে বেশি হবার সম্ভাবনা অনেক বেশি।
বলতে চাচ্ছিলাম, যারা সন্তান মারা গেল, জেলে ধরে নিয়ে যাওয়া হল, তাদের ক্ষতি তো লাভ-ক্ষতির হিসেবেরও অতীত। আর এই প্রশ্নে তারা হয়তো আর্তনাদ করে উঠবেন।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
আমি কিছু মনে করিনি। দেশ নিয়ে ভেবে পোস্ট লিখুন।
১৬| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: আপনি তাহলে দেশে আসছেন না।ত্যানা কে পেচায় ব্লগে?
হয়তো বেড়াতে আসা হবে তবে স্থায়ীভাবে থাকার সম্ভাবনা আপাতত নেই। আপনি অবজারভেশন করুন, পেয়ে যাওয়ার কথা। ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
যারা দেশ ছেড়েছে তারা নিজেদের ভাগ্যবান মনে করতেই পারে, নাকি?
১৭| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: যারা দেশ ছেড়েছে তারা নিজেদের ভাগ্যবান মনে করতেই পারে, নাকি?
না, মোটেই তা নয়। দেখুন, নিজের মাটিকে ভালোবাসে না এমন মানুষ আমি আজও দেখিনি। বাংলাদেশ আমার জন্মভূমি, আমি মুক্তিযোদ্ধার সন্তান। এদেশের প্রতি আমি একটা দায়িত্ববোধ সবসময়ই অনুভব করি, আমৃত্যু করবো। স্বাধীনতা আমি দেখিনি তবে বাবার কাছে থেকে অনেক গল্প শুনেছি। যতটুকু শুনলে চোখের পানি আর ধরে না রাখা যায় ততটুকুতো অবশ্যই। আমি চাইলেই পারতাম আমার সন্তানকে উন্নত দেশে জন্ম দেয়াতে, সেটা করিনি ইচ্ছে করেই। ওর জন্মও হয়েছে বাংলাদেশের মাটিতে, যাতে আমার সন্তানও বড় হয়ে কোন একদিন হলেও যেন বাংলাদেশে আসে, এই মাটিকে চেনে জানে। আমার পরিবারকে অনেক আগেই বলে রেখেছি, যেখানেই মৃত্যু হোক আমাকে যেন গ্রামের বাড়িতে আমার বাবার কবরেই শায়িত করা হয়। এগুলো কাউকে জানানোর প্রয়োজন নেই, তবুও ভেতরের অনুভূতিটুকু বোঝানোর চেষ্টা করা আরকি!
প্রবাসে সুন্দর জীবন হয় সত্যি, তবে এই দেশের মাঠি, ধানক্ষেত, বৃষ্টিস্মাত দিন এগুলো এই পৃথিবীর আর কোথায় পাবো? দেশটা সুন্দর হলে, জীবনের নিরাপত্তা থাকলে, মেধার মূল্যায়ন থাকলে আর দশটা বাংলাদেশীর মতো আমারও এখানেই থাকার কথা নয় কি?! যেটাকে "ভাগ্যবান" বলছেন বা মনে করছেন সেটা মোটেই তেমন নয়। আমার জীবনের অর্ধেকটা সময় কেটেছে বাংলাদেশে অর্ধেকটা আমেরিকায়। আমি জানি আমি কি বলছি। ধন্যবাদ।
০২ রা আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
বুঝেছি, গ্রামের বাড়িতে মাটিতে শায়িত হবেন।
১৮| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১২:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই থেকে ভিডিও কলে আমার স্ত্রীর মুখ দেখা হয়নি। আজ অনেক চেষ্টা করেও সফল হইনি।
০২ রা আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
আপনারা একসাথে থাকেন না?
১৯| ০২ রা আগস্ট, ২০২৪ সকাল ১১:০৩
বাউন্ডেলে বলেছেন: আইটি সাপোর্ট এর দোকান আমার। রাস্তায় নয় । মাঠে মারা গেছি । মুদি খানায় প্রায় ১০ হাজার টাকার দেনার ধাক্কা। নিজের ভাতের কষ্টটা এবার বেশী অনুভুত হওয়ায়, আড়াইশ প্রানহানি ডাল-ভাত মনে হচ্ছে। সরি !!
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
আন্দোলনে আপনার মত শতকরা ৩০ ভাগ মাঠে মারা গেছে।
২০| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ছাত্র আন্দোলনের পক্ষে না বিপক্ষে?
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
ছাত্র আন্দোলন হওয়া উচিত সামগ্রিক দুনীর্তি,সিন্ডিকেট ও চাকুরীর জন্য।
২১| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৫
জ্যাক স্মিথ বলেছেন: বাংলার আকাশে আজ দূর্যোগের ঘনঘটা।
০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
ভবিষৎ বাণী করেন।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬
কামাল১৮ বলেছেন: আমার চিন্তা জগতের ক্ষতি হয়েছে।একটা মিথ্যা আন্দোলনের কি করে এতো ডালপালা গজালো এটা চিন্তা করে।