নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ড্রাইভিং শিখলে ভাগ্য বদলায়?

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৩







ড্রাইভিং শিখে স্কিলটা কাজে লাগিয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে শতকরা কত ভাগের? আপনারা তেমন কি দৃশ্য দেখেছেন আশেপাশে। সরকারী ও বেসরকারী বিভিন্ন কোর্স চালু আছে,অনেকেই কোর্স শেষ করে ঠিকমত ব্রেক ধরতে পারে না; সার্টিফিকেট পেয়ে যায় তদবীর করে।বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত কতটুকুই হয়? হবেই বা কীভাবে? মানুষের জীবনের মুল্য অদক্ষ মানুষের হাতে কেউ দিবে না।




পড়াশোনা জানা যারা শখের বশে,সরকারী চাকুরীতে এপ্লাই-এর জন্য, দেশে/বিদেশে পার্টটাইম চাকুরীর জন্য যারা স্টিয়ারিং হাতে নেয় তাদের থেকে যারা ছোটবেলা থেকে মৌলিক অধিকার থেকে বন্চিত হয়ে ওস্তাদের সাথে থেকে হেলপারী করেছে,তাদের স্কিল কাজে লাগে সম্ভবত। আজ টেম্পু,লেগুনা থেকে কাল গ্রীন লাইন বাসের দায়িত্ব পেয়ে যেতে পারে।আমি অনেক পরিচিত চিনি, কোর্স করেছে স্কিল কাজে লাগেনি ; লাইসেন্স আছে তেমন কাজে লাগছে না, বসে আছে। তাহলে রাস্তাঘাটে কারা গাড়ি চালাচ্ছে? তাছাড়া বিভিন্ন কোর্সগুলোতে ব্যবহৃত গাড়ির যে বর্ণণা শুনেছি তাতে বসে থাকা ছাড়া উপায়ও নেই।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

কামাল১৮ বলেছেন: উবার চালিয়ে অনেকে ভালো আয় করে।

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


উবার পর্যন্ত যাওয়ার আগের পথযাত্রা জানতে চেয়েছিলাম; কীভাবে কোথায় শিখে উবারে নাম লিখিয়েছিলো।

২| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৫

এম ডি মুসা বলেছেন: আমি শিখতে চাই

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


শেখার জন্য তো কোর্স এভ্যেইএভল,কিন্ত এসব কোর্স করে সাকসেস রেট অনেক কম।

৩| ০৮ ই জুলাই, ২০২৪ সকাল ৮:৩২

আলামিন১০৪ বলেছেন: উবারে কত টাকা প্রফিট হয়? গাড়ির মেইনটেনেন্স এর টাকা কি উঠে আসে?

০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২০

শূন্য সারমর্ম বলেছেন:


উবারের A-Z আমার জানা নেই।

৪| ০৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




নারী পুরুষ নির্বি শেষে দেশের প্রতিটি নাগরিকেরেই সাইকেল, মোটরসাইকেল ও গাড়ী চালাতে জানা উচিত।

০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


সবাই চালাতে জানতে প্রফেশনাল ড্রাইভার থাকবে না।

৫| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫২

ঢাকার লোক বলেছেন: ড্রাইভিং এর কোর্স করা মন্দ না, তবে গাড়ি চালানো শিখার সুযোগ থাকলে শিখা নিশ্চয়ই উপকারী। শিখার মতো শিখতে হবে, যাতে রাস্তায় আস্থা সহকারে গাড়ি চালাতে পারে। যারা লাইসেন্স দেন তাদের উচিত যথার্থ পরীক্ষা করে উপযুক্ত মনে হলেই লাইসেন্স দেয়া। ভালো করে শিখলে এবং আস্থা সহকারে রাস্তায় গাড়ি চালাতে পারলে চাকরি অবশ্যই পাওয়া যাবে। বিদেশে, ইউরোপ আমেরিকায় গাড়ি আছে প্রায় সবারই, কিন্তু খুব কম লোকের বেতনভুক ড্রাইভার আছে। সবাই নিজেরাই গাড়ি চালায়। আমাদের দেশ থেকে যারা ঐসব দেশে যান তারাও প্রায় সবাই কিছুদিনের মাঝে গাড়ি চালানো শিখে, লাইসেন্স করে, গাড়ি কিনে গাড়ি চালান। এমনকি অনেকে বিভিন্ন শহরে ট্যাক্সি, উবার চালিয়ে ভালো রোজগার করেন।

০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো ও দক্ষ ড্রাইভার হতে হলে নিজ থেকেই ট্রাই করতে হবে।

৬| ১১ ই জুলাই, ২০২৪ রাত ২:৩৫

খায়রুল আহসান বলেছেন: ঠিকমত শিখতে পারলে অবশ্যই কাজে দেয়। কিন্তু আমাদের দেশের কোর্স প্রশিক্ষকরা তেমন দক্ষ নয়।
তবে, যদি একজন দক্ষ চালক ও প্র্যাক্টিক্যাল প্রশিক্ষক পাওয়া যায়, তিনি কেতাবী প্রশিক্ষক না হলেও তার অধীনেই শিখতে পারলে ভালো ফল পাওয়া যায়। তার প্রতিটি কথায় প্রশিক্ষণার্থীর মনোনিবেশ গুরুত্বপূর্ণ।

০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

দক্ষ নয়,তাই সবকিছু গোলমেলে দেখা যাচ্ছে।

৭| ১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৩

হাসিব শান্ত বলেছেন: ড্রাইভিং পেশা তো বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং হয়ে আছে...!

তবে ড্রাইভিং শিখে রাখা কাজে দেয় অনেক।
অনেক লোককে দেখছি পার্ট টাইম হিসাবে ড্রাইভিং করে,হয়ত পরিচিত লোকদের এখানে সেখানে নিয়ে যায় বা উবার অথবা এখন তো ফুড ডেলিভারিও চলে।

মিডল ইস্টে ড্রাইভিং শিখা থাকলে অনেক সুবিধা পাওয়া যায়।

০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


মিডলইস্টে বাঙালী ড্রাইভার কতভাগ আছে মনে হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.