নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

দেশে হার্টের ট্রিটমেন্টের কি দশা?

০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:৩০






গত তিন বছর আগে "ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে" আমার কাছের একজনের বাইপাস সার্জারী করাতে হয়েছিলো এনজিওগ্রাম করার ১ সপ্তাহের মধ্যে। গত কয়েকমাস যাবৎ হার্টের সমস্যা ( হালকা বুকে ব্যাথা,হাটলে গেলে চোয়ালের খিচুনী এটাই আসল সমস্যা ছিলো পূর্বে) দেখা যাওয়ার কারণে বডি চেকআপ করানোর পর ডক্টর আবার এনজিওগ্রাম করতে বলছে যত দ্রুত সম্ভব। আপনারা যারা ব্লগে আছেন, তারা তাদের জ্ঞান, অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন-


: বাইপাস রোগীর সাকসেস রেট কেমন? গড়ে কত বছর তেমন কিছু চোখে পড়ে না?
: বাইপাসের পর আবার এনজিওগ্রাম করলে, সাধারণত কি কি ট্রিটমেন্টে যেতে হয়?
: এনজিওগ্রামের পর ট্রিটমেন্টে কি কি সমস্যা দেখা দেয়?
: এমন রোগী যাদের সাথে আপনি পরিচিত তাদের লাইফস্টাইল সর্ম্পকে তারা কতটুকু সচেতন ছিলো?

হার্ট নিয়ে ডক্টর প্রজাতি বাদে সাধারণ মানুষদের থেকে জানতে চাইলে, ভারত যান, অনেক দিন বাঁচবেন। ব্লগের অনেকেই ভারত থেকে ট্রিটমেন্ট নিয়ে আসা সম্ভবত।আপনারা যতটৃকুই দেখেছেন,সে অনুযায়ী উত্তর দেবার চেষ্টা করবেন। অগ্রীম ধন্যবাদ রইলো।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাইপাসের পরে আবার ব্লকেজ হবে কি না এটা নির্ভর করে রোগীর পরবর্তী লাইফ স্টাইলের উপরে। বাইপাসে সব রক্তনালীর বাইপাস করা হয় না। সেগুলিতে ব্লকেজ হতে পারে। আবার বাইপাস করা নালিতেও নতুন করে ব্লকেজ হতে পারে। এটার সাথে ভারত, সিংগাপুর বা বাংলাদেশে চিকিৎসার সম্পর্ক আছে বলে মনে হয় না। বাইপাসের পরে ওষুধ ঠিক মত না খেলে, বেশী বেশী গরুর মাংস খেলে সিংগাপুর থেকে বাইপাস করে আসলেও পুনরায় ব্লকেজ হতে পারে। বাইপাসের পরে নিয়ম মেনে চললে ২০ বছরের অধিক সময়ও ভালো থাকতে পারে। কয়েকজনকে জানি যারা ১৫ থেকে ২০ বছর আগে বাইপাস করিয়েছেন এবং এখনও সম্পূর্ণ সুস্থ আছেন। এদের মধ্যে একজন বাংলাদেশে বাইপাস করিয়েছেন। একজনের বয়স ৮০ আর আরেক জনের বয়স ৫৭ বছর। বাইপাস অপারেশনে ত্রুটি হলে সেটা কয়েকদিন বা মাসের মধ্যেই ধরা পড়ার কথা। বাইপাস আপনার পরবর্তী ব্লকেজ না হওয়ার কোন নিশ্চয়তা দেয় না। এটা নির্ভর করে রোগীর জীবনযাত্রার উপরে বা রোগীর দেহের ব্লকেজ হওয়ার প্রবণতার উপরে।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো তথ্য দিয়েছেন। তবে যাদের আবার এনজিওগ্রাম করতে হয় বাইপাসের পর তাদের কি ট্রিটমেন্টে যেতে হয়? জানেন এ ব্যাপারে।

২| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাইপাসের পরে পুনরায় ব্লকেজ হলে (নতুন কোন নালীতে কিংবা বাইপাস করা নালিতে) stenting (রিং) করা হয়। এটার আরেকটা নাম সম্ভবত এঞ্জিওপ্লাসটি। সাধারণ মানুষ যাকে রিং পড়ানো বলে।

এছাড়া পুনরায় বাইপাস করা যায়। এটা এক ধরণের Reoperative heart surgery বলে।

এখন হৃদরোগের অপারেশনে অনেক উন্নতি হয়েছে। অনেক কিছুই করা সম্ভব।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ, বুঝতে পেরেছি।

৩| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:২৩

কামাল১৮ বলেছেন: আমার নিজের বাইপাস করেয়েছি ডক্টর শেঠির কাছে।২০০০ এ।এখনো পর্যন্ত কোন সমস্যা হয় নাই।দুই বছর আগে কানাডায় এনজিওগ্রাম করালাম অভিজ্ঞ ডাক্তার বললো, নতুন করে কিছু করার নাই সাবধানে থাকবেন।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


নতুন করে কি করা যেতো? কেন করতে চাইলো না? সাবধানে মানে?

৪| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:৪২

কামাল১৮ বলেছেন: বয়স বেশি হওয়াতে কিছুই করার নাই।কম হলে সাড়ে যা বলছে তাই করা যেতো।অনেক বই পাওয়া যায়।একটা বই নিয়ে পড়তে বসুন সব জেনে যাবেন।

০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


বুঝেছি, এনজিওগ্রাম মনে হয় দ্রুতই করাতে হবে।

৫| ০৩ রা জুলাই, ২০২৪ সকাল ১১:৫৯

নয়ন বিন বাহার বলেছেন: জেনুইন স্যোশাল এন্টারপ্রাইজ নামে দেশীয় একটা কোম্পানী অর্গান ভিত্তিক ন্যাচারাল খাবার বাজারজাত করে। আমার এক আত্মীয়
ওদের থেকে হার্টের খাবার খেয়েছে। ব্লক সরে গেছে। অপারেশন ছাড়াই সুস্থ আছেন।

০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


খাবার খেয়েই ব্লক সেরে গেছে,কীভাবে? দেখি খোজ নিয়ে।

৬| ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১:২৮

ভুয়া মফিজ বলেছেন: এই ভিডিওটা দেখেন।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:২২

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ।

৭| ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুনেছিলাম বাইপাসের পরে নাকি হার্ট বিন্দাস কাজ করে। কোনো সমস্যা থাকে না।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ঐটা মিথ।

৮| ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:২৫

নয়ন বিন বাহার বলেছেন: প্রকৃতিতে প্রতিটি অর্গানের আলাদা আলাদা একাধিক খাবার বিদ্যমান। পুষ্টি বিজ্ঞানী এগুলো সঠিক ডোজে অর্গান ভিত্তিক খাবার হিসেবে প্যাকেটজাত করেছেন। এই খাবার গুলো একই সাথে প্রিভেন্টিশন এবং কিউর হিসেবে কাজ করে।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ওদের ওয়েভসাইটটা দিতে পারলে দিন।

৯| ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৮:২০

নতুন বলেছেন: আপনি সিটি এনজিও গ্রাম করান। তখন ডাক্তার আপনার হার্টের কোথায় ব্লক আছে সেটা আরো ভালো বুঝতে পারবে।

সাধারন এনজিওগ্রামের থেকে কম ঝামেলার এবং বেশি পরিস্কার ভাবে হার্টের অবস্থা বোঝা যায়।

ব্লকের পরিমান এবং অবস্থানের উপরে নির্ভর করে বাইপাস না স্টেন পড়ানো ভালো হবে।

আর অবশ্যই হোমিওপ্যাথী বা অন্য কোন অলটারনেটিভ মেডিসেন খেয়ে বিপদে পরতে যাবেন না।

লাইফ স্টাইল পরিবর্তন করলে অবস্থা খারাপ হবেনা এবং সেটা ব্লক খোলার পরের ব্যবস্থা। কিন্তু যদি ব্লক সহজ স্থানে হয় তবে হয় তবে রিং পড়ানোই সম্ভবত ভালো।

আমার পরিবারের কার্ডিয়াক এরেস্টের ইতিহাস আছে তাই আমি কার্ডওলজিস্টের কাছে যাই ৮-৯ বছর থেকে।

ডাক্তার ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে রাখার জন্য একটা ওষুধ এবং ব্লাড থিনার এবং ঝুকি কমাতে এসপ্রিন ১০০মিগা চালিয়ে যেতে বলেছে। সাথে ট্রাইগ্লিসারিড বেশি থাকার জন্য (১৫০ থেকে ৬৩৬ পযন্ত ছিলো) দুটা ঔষুধ দিছে বর্তমানে চালিয়ে যেতে।

অবস্য ভালো খবর হইলো গত মাসে স্ট্রেস ইকো পরিক্ষার ফল আগের বছরের থেকে ভালো হইছে। আগের বার বর্ডার লাইন বলছিলো। এই বারের রেজাল্ট নেগেটিভ দিছে।

বয়স হইয়া গেছে ভাই। খাবার দাবার নিয়ন্ত্রন করতে হবে ওজন কমাতে হবে। যতটা সম্ভব ভ্যাজাল খাদ্য এড়িয়ে চলতে হবে।


বাইপাস আর স্টেনের মাঝে পার্থক্য কি?


এই দুইটার মাঝে কোনটা ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.