নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে নানু মারা যাওয়ায় জানাযারর সময় নিয়ে সমস্যা হলো,তা ছিলো ঐ দিনই বাড়ির খুব পরিচিত মুখও ক্যান্সারে অনেক মাস যুদ্ধ করে মারা যায়।মাঠ যেহেতু একটাই,পরে ঠিক হলো সকাল ১১ টায় একসাথে জানাযা দেয়া হবে। এই ধরনের কেস বাড়ির মানুষদের কাছে নতুন ছিলো,তবে সারারাত নতুন এই ধর্মীয় নিয়মটা একে অপরের সাথে আলোচনা করে, শিখে ফেললো।
আপনি কোনো পরিচিত জটলায় দেখলেন, ওখানে যে ইসলাম নিয়ে আলোচনা হচ্ছে তা পাকি/আফগান ভার্সনটা, অথচ আপনি বিশ্বব্যাপী প্রতিটা ভার্সন নিয়েই জ্ঞান রাখেন।আপনি তখন ওদের কি শেখাবেন?আইডোলজির জন্য জীবনদেয়ার সাইকোলজি, মানে সুইসাইড বম্বিং? গণিমতের মালের ক্যালকুলেশন? নাকি কুরান ও বিজ্ঞানের সমন্বয়ে আল্লাহকে বিশাল দেখানোর ফর্মুলা; নাকি রুপকথায় পালক যোগ করে জটলার মানুষকে ম্যানিপুলেশন করবেন? সুন্নী ও শিয়ার মধ্যে কারা সঠিক তার অকাট্য দলিল?
আপনি ধর্ম কীভাবে শিখেছেন?ধর্মের পাঁচটি স্তম্ভ থেকে ইহুদী বুড়ি নবী(সঃ) পথে কাটা দেয়া থেকে শুরু করে, ইজমা কিয়াসের সমন্বয়ে সমস্যা সমাধানের চেষ্টা,এই তো।আপনার ধর্ম কোন অবস্থানে? ইউটিউবের ওয়াজে,টং দোকানের ধর্ম বিশারদের চরিত্রে,মসজিদের কমিটিতে নাকি ধর্মহীনতায়?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
ছুড়ে ফেলতে বহু দেরী, আগে তো জায়গা ঠিক করতে হবে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৫
শ্রাবণধারা বলেছেন: ধর্মের সবচেয়ে সুন্দর বিষয় আমার কাছে মনে হয়, লাইফ অব পাইয়ের (Life of Pi) এর গল্পের পাইয়ের মত একই সাথে অনেক মহামানবের বিশ্ববীক্ষাকে ধারন করার বা অনুভব করার চেষ্টা করা।
যে মানুষ একই সাথে যিশু খীষ্ট এবং বুদ্ধ দর্শনের চর্চা করে সেই মানুষটা ইন্টারেস্টিং।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
শেষ বাক্যাটা সঠিক।
যীশু ও বুদ্ধ থেকে নবী মুহাম্মদ (সঃ) একটু ভিন্ন, টিচিংগুলোও।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪০
জ্যাক স্মিথ বলেছেন: বেশীরভাগ মানুষের জ্ঞানের পরিধি একটা নির্দিষ্ট বৃত্তে গন্ডিব্ধ এদের সাথে কোন কিছুতে যুত্তি-তর্কে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা।
মিথ্যা দিয়ে আর কতকাল মাছ ঢেকে রাখতে হবে আমাদের? আমি মানুষকে ধর্ম শেখানোর সুযোগ পেলে সমস্ত ধর্মের জাড়িজুড়ি সব ফাঁস করে দিবো, মানুষ তখন ধর্মীয় গুরু, ধর্মীয় বাণী এসবকে শ্রদ্ধা করার পরিবর্তে ঘৃণা করবে।
পরবর্তী প্রজন্মকে ধর্মীয় ভাবধারা থেকে মুক্ত করা না গেলে সুস্থ জীবন যাপন সম্ভব হবে না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
কোনো প্লান আছে নাকি সব ফাঁস করে দেয়ার?
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১
ধুলো মেঘ বলেছেন: আমি শেখাবো পড়তে জানা। কুরআনের প্রথম নাযিলকৃত শব্দ হল 'পড়'। জ্ঞান অর্জনের জন্য পড়ার বিকল্প নেই। রাসূল (স) বদর যুদ্ধের বন্দীদের মুক্তিপণ ধার্য করেছিলেন অশিক্ষিত মানুষকে অক্ষরজ্ঞান দান করা।
ওয়াজ, ফেসবুক, ইউটিউব, মক্তব, মাদ্রাসা, জুমার খুতবা - এগুলোর মাধ্যমে আপনি ধারণা নিতে পারেন, কিন্তু জ্ঞান অর্জনের জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
কীভাবে, কোথ থেকে কাদের লেখা পড়বো,বুঝবো, জ্ঞান অর্জন করবো তা দেখার বিষয়। কুরানটা ভালোমত পড়ে জ্ঞান অর্জন করাটাই যথেষ্ট আপনার কাছে?
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪
সোনাগাজী বলেছেন:
ধুলো মেঘ বলেছেন: আমি শেখাবো পড়তে জানা। কুরআনের প্রথম নাযিলকৃত শব্দ হল 'পড়'। জ্ঞান অর্জনের জন্য পড়ার বিকল্প নেই। রাসূল (স) বদর যুদ্ধের বন্দীদের মুক্তিপণ ধার্য করেছিলেন অশিক্ষিত মানুষকে অক্ষরজ্ঞান দান করা।
-ইসলামের নবী(স: ) বদরের যুদ্ধের পর, পড়তে ও লিখতে শিখেছিলেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০১
শূন্য সারমর্ম বলেছেন:
যুুদ্ধে থাকলে পড়াশোনা হয়না।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি তো পড়তে জানতেন না।
তাহলে তাকে কেন বলা হলঃ পড়...
কুরআনের প্রথম নাযিলকৃত শব্দ হল 'পড়'।
তিনি পড়তেই জানেন না তাকে কেন পড়তে বলা হলো। আগে তো তাকে পড়তে শিখাতে হবে নাকি?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
কেন পড়তে বলা হয়েছে, সেটা তৎকালীন আরবরা যা বুঝেছে,আমি আপনি এখন অন্যটা বুঝি;
হেরাগুহায় জীবরাইল যা পড়তে বলেছে, তাই পড়ার প্রয়োজন হয়েছে।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪
ধুলো মেঘ বলেছেন: লেখক, কুরআন ভালোভাবে পড়ুন। কুরআন পড়ে অনেক কিছু আপনি এমনিতেই বুঝতে পারবেন। যে ব্যাপারগুলো না বুঝবেন, সেগুলোর জন্য হাদীসের সাহায্য নেবেন। কুরআনের অনেক অস্পষ্ট বিষয় হাদীসের মাধ্যমে খোলাসা করা হয়েছে। অনেক সমস্যার সমাধানও সেখানে আছে।
ইসলামকে বোঝার জন্য ইসলাম পরিচিতি টাইপ বইগুলো পড়ুন। সেখান থেকে শুরু হবে জ্ঞান অর্জনের প্রাথমিক ধাপ।
সোনাগাজী, ইসলামের নবী (স) পড়তে ও লিখতে শিখেন নি। তার জন্য পড়তে বা লিখতে শেখার কোন প্রয়োজন ছিলনা। তিনি শুনে শুনেই আত্মস্থ করতে পারতেন। সেই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি পড়াশোনা করে এখন কোন স্তরে অবস্থান করছেন?
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭
জ্যাক স্মিথ বলেছেন: কাজটি করতে পারলে ভালো হতো কিন্তু এসবে প্রচুর টাইম কিল হয়, ইদানিং আমি এমনিতেই ব্লগে সময় একটু বেশি দিচ্ছি যা আমার কাজ কর্মের ১২ টা বাজাচ্ছে, তবে আপনারা শুরু করেন আমি আপনাদের সাথেই আছি, আমি আপনার সাথে যোগাযোগ করবো।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
বুঝেছি,ধন্যবাদ।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০
ধুলো মেঘ বলেছেন: আমি পড়াশোনা করে এখন ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারি। একটা উদাহরণ দিচ্ছি। আড্ডাবাজি কি ভালো কাজ নাকি মন্দ কাজ? এর উত্তর পেয়েছি এভাবেঃ পবিত্র কুরআনে মানুষের সাথে মানুষের সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি জোর দেয়া আছে। আড্ডাবাজি নিঃসন্দেহে এই ক্ষেত্রে খুব ভালো একটা উপায়। আবার হাদীসে অনর্থক সময় নষ্ট করতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। তাই আড্ডাবাজি এমনভাবে করি যাতে সময়টা প্রোডাক্টিভ হয়, সম্পর্ক উন্নয়ন হয় এবং কোন গীবত না হয়।
এরকম সব কাজের মধ্যেই ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের একটা ইয়ার্ডস্টিক কুরআন হাদীস অধ্যয়ন করলে পাওয়া যায়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
আড্ডার টপিক নিয়ে যা আলোচনা হয়,১৪০০ বছর আগে তার কিছুই ছিলো না।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: আমি সবাইকে বলতে চাই, ধর্মে রকথা ভুলে গিয়ে মানবিক হও। মানুষ হও। মানুষ। ধার্মিক না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
মানবিকতার জয়গান গাওয়া কঠিন এ দেশে।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৪
এম ডি মুসা বলেছেন: ধর্ম কি মানুষের তৈরি?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষের হাতে ধর্ম এসেছে,গ্রন্থ এসেছে ;মানুষই বলেছে সৃষ্টিকর্তা দিয়েছে।।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৪
এম ডি মুসা বলেছেন: ধর্ম নিয়ে এত গবেষণা দরকার কি । যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস করে আসছে। আর একটা কথা আমি মনে করি এই সব বাদ দিয়ে মানবতা পৃথিবীর সুখ দুখ নিয়ে, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা উচিত । যার যেমন ইচ্ছা ধর্ম পালন করুক।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
ধর্মের কারণে সৃষ্ট সমস্যা, ধর্ম দিয়েই সমাধান করতে চায় মানুষ।
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৬
চারাগাছ বলেছেন:
বাহ ইদানিং দারুণ সব পোষ্ট পাচ্ছি।
ধর্ম বিষয়ে যথেষ্ট আগ্রহবোধ করছি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
পোস্ট লিখুন।
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২০
আলামিন১০৪ বলেছেন: রূপকথার পালক? আপনি তো পুরাই মিথ্যুক, মশাই
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
কোথায় কি হলো!!
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: এজন্যই “প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ” ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
মুসলমানদের ফরজের শেষ নেই।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষই ধর্ম তৈরী করেছে।
মানুষই এটাকে ছুড়ে ফেলবে।