নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়! আর, আপনারা তা ফ্রিতে পাচ্ছেন।

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ভালো কাজের মন্ত্রণালয়: এক অলৌকিক ভাবনার বাস্তব সম্ভাবনা?

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৪



গতকাল রাতে গুগলে বিশ্বজুড়ে অপরাধের পরিসংখ্যান নিয়ে গবেষণা করছিলাম। হঠাৎই মাথায় এলো—“ভালো কাজের পরিসংখ্যান কি আছে?” যেমন, প্রতি বছর কত মানুষ রাস্তার ময়লা নিজের হাতে তুলে ফেলেছে? কতজন নিজের টাকায় কাউকে সাহায্য করেছে?

গুগলে সার্চ দিয়ে দেখলাম—না, এমন কিছুই নেই!
‘What is Good Work?’ – গুগলও নিরুত্তর।
তবুও হাল ছাড়িনি, খোঁজ করলাম ‘Honest Work’, ‘Ethical Action’ ইত্যাদি দিয়ে। ফলাফল একই—নীরবতা।

আমরা যেখানে প্রতিটি অপরাধের জন্য আইন, বিচার, পুলিশ এবং জেলখানা বানাই, সেখানে ভালো কাজের কোন রেজিস্ট্রি, গবেষণা বা মন্ত্রণালয় নেই!

আমরা প্রতিদিন ভালো কিছু দেখি—কেউ ডাস্টবিনে ময়লা ফেলছে, বাসে বসতে দিয়েছে বয়স্কদের, শিশুকে রাস্তা পার করিয়ে দিচ্ছে—কিন্তু কেউ তা ‘রেকর্ড’ করে না।

তখনই মাথায় এলো এক পাগলাটে ভাবনা—

“যদি ভালো কাজের জন্যও একটি মন্ত্রণালয় থাকতো?”
যেখানে থাকবে একজন ইন্সপেক্টর জেনারেল অব গুড ওয়ার্কস, যাঁর কাজ হবে সমাজের ভালো মানুষদের চিহ্নিত করা, তাঁদের ভালো কাজের তথ্য সংগ্রহ করা, এবং সরকারিভাবে তাঁদের পুরস্কৃত করা!


আইডিয়াঃ মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪০

অরণি বলেছেন: এমন মন্ত্রনালয় হলে দলীয় লোক সব পুরস্কার পেতো আমাদের দেশে।

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দলীয় লোক তাতে উৎসাহিত হতো, ভালো কাজ করতে।

ধন্যবাদ।

২| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪২

যামিনী সুধা বলেছেন:


আপনার আইডিয়াগুলো হলো অকাজের দোকান, টং দোকানের আলাউদ্দিনের চেরাগ।

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার পরিসংখ্যান -

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ১০টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ সপ্তাহ ২ দিন
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন


১ সপ্তাহেই এতো কিছু জেনে ফেলেছেন!!! ;)

৩| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর চিন্তা দাদা-ভাল থাকবেন

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আলমগীর সরকার লিটন ভাই, ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


ঢাকায় তো ভালো কাজের হোটেল আছে, প্রমাণ দিয়ে খাবার খাওয়া যায় ফ্রী ; ঐটাও কি আপনার প্যাটেন্টের আবিশ্কার?

১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আছে নাকি? আমি লোকাল নিউজ প্যাপার বা ফেসবুক কম পড়ি। লোকাল টিভি চ্যানেলও দেখা হয় না।

৫| ১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

বাকপ্রবাস বলেছেন: যাহাই ভাল যতই ভাল আমাদের দেশে গু বানিয়ে ছেড়ে দিবে

১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সকল কাজই যদি নিজের উন্নতির উদ্দেশ্যে করা হয়, তাহলে যত গুই বানাক তা গাইয়ে লাগবে না। :)

ভালো থাকুন নিরন্তর।

৬| ১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৫

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ভালো কাজ তো মানুষের স্বেচ্ছায় করা উচিত, এর জন্য আলাদা পুলিশ বাহিনীর প্রয়োজন কেন?

১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



স্বেচ্ছায় করবে। আর, তাতে উৎসাহিত করার জন্যে সরকারী ব্যবস্থাপনা থাকবে।

ধন্যবাদ।

৭| ১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভালো কাজের মন্ত্রণালয় কি ভালো কাজের হোটেলের মতো কপিপেস্ট কিছু? আমি শিরোনাম পড়ে মন্তব্য করেছি আপনার পোস্ট পড়িনি।



১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নাহ! এই আইডিয়া আমি সামুতে ২০১৭ সালে দিয়েছিলাম।

শুভেচ্ছা।

১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আর, ভালো কাজের হোটেল ২০২০ সালে শুরু হয়েছে বলে জানি। :)

৮| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: আপনার চিন্তা ভাবনা সফল হোক।

২১ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ নিরন্তর, প্রিয় রাজীব ভাই।

শাইয়্যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.