নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
গতকাল দুপুরে সিলেট থেকে ফিরলাম। ২ দিনের ঝটিকা সফর। মিশন ছিলো - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ১৫-জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া। এজন্যে, আগে থেকেই তাদেরকে ৫টি গ্রুপে ভাগ করে দিয়েছিলাম। শর্ত ছিলো- তারা যখন চাকরী করবে, তখন প্রত্যেকে ১টি করে ল্যাপটপ ডিপার্টমেন্টের দরিদ্র শিক্ষার্থীদের দিবে।
তারা রাজি হওয়ায় ১৭ মার্চ আমার সিলেট অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক গ্রুপকে ল্যাপটপ দিয়েছি। এছাড়াও, প্রত্যেক গ্রুপকে আলাদা ভাবে একটি টার্গেট দেই। সেটি হচ্ছে - ১ বছর গ্রুপলি কাজ করার পরে, যদি কেউ সেমিস্টারে ফার্স্ট হয়, তাহলে ১টি নতুন ল্যাপটপ নিয়ে গ্রুপ থেকে বের হয়ে যেতে পারবে। তারাও এই শর্তে রাজি হয়েছে।
ল্যানোভো থিংক প্যাড আই ফাইভ সেভেন্থ জেনারেশনের এই ল্যাপটপগুলো আশা করি ওদের কাজে লাগবে।
১৯ শে মার্চ, ২০২৪ রাত ৩:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনিও সাস্টে পড়েছেন শুনে খুব খুশি হলাম।
ছেলে-মেয়েগুলো খুব কষ্টে পড়ালেখা করছিলো। এছাড়া, পাইথনের ক্লাসে ঠিক ভাবে অংশগ্রহণ করতে পারছিলো না।
এখন তারা ওয়েল ক্যাপবল টু গেট এ গুড মার্কস।
ল্যাপটপ পেয়ে তাদের হাসি যদি দেখতেন!!! আমার চোখে পানি এসে গিয়েছিলো।
ভালো থাকুন নিরন্তর।
২| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ৩:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অবশ্যই অবশ্যই ভালো একজন মানুষ এবং ভালো একটি কাজ।
১৯ শে মার্চ, ২০২৪ রাত ৩:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি চেষ্টা করেছি আমার ডিপার্টমেন্টের ছোট ভাই-বোনদের পাশে দাঁড়াতে।
ধন্যবাদ নিরন্তর।
৩| ১৯ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৪৭
আলামিন১০৪ বলেছেন: সোর্সিং কোথা থেকে করেছেন? পুরনো আমদানীকৃত নাকি বাংলাদেশে ব্যবহৃত?
১৯ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার ফার্মে ব্যবহৃত ল্যাপটপ।
ধন্যবাদ।
৪| ১৯ শে মার্চ, ২০২৪ ভোর ৫:১০
ঋণাত্মক শূণ্য বলেছেন: ভালো কাজ করেছেন। আমি অপেক্ষায় আছি কেউ আমাকে একটা ম্যাকবুক এয়ার এম৩ উপহার দিক। জিনিষটা আমার খুব দরকার এমন না, তবে পাইতে ইচ্ছা করে। পাইলে হয়ত কিছু কাজে লাগাতে পারবো। :-)
১৯ শে মার্চ, ২০২৪ ভোর ৫:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওটা আপনার কি কাজে লাগবে এবং ওটা পেলে আপনার পুরনো ল্যাপটপ কি করবেন জানিয়ে এখানে ইমেইল করতে পারবেন, প্লিজ? - [email protected]
ধন্যবাদ নিরন্তর।
৫| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ৮:১০
সোনাগাজী বলেছেন:
খুবই বড় ধরণের দরকারী কাজ করেছেন।
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি চেষ্টা করেছি তাদের পড়ালেখায় যেন কোন বাধা না থাকে।
ধন্যবাদ নিরন্তর।
৬| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৫৩
আরিফ রুবেল বলেছেন: এই মহতি উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ আপনার সামর্থ্য বৃদ্ধি করুক।
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি চেষ্টা করে যাবো, প্রতি বছরে অন্তত একবার এরকম করার।
শুভেচ্ছা।
৭| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ৯:১৫
জ্যাক স্মিথ বলেছেন: আপনার এই মহান প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি শুধু চেষ্টা করেছি তারা যেন ভালো ভাবে পড়ালেখা করতে পারে।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৭
নূর আলম হিরণ বলেছেন: Great.
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
থ্যাংক ইউ। অল দ্যা বেস্ট।
৯| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৯
নাহল তরকারি বলেছেন: সুন্দর
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
১০| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২৮
রবিন.হুড বলেছেন: মহতী কাজের জন্য ধন্যবাদ। আপনার ব্যবসা চলছে কেমন?
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। আমার ঢাকার ব্যবসা ভালো চলছে। আলহামদুলিল্লাহ।
শুভেচ্ছা নিরন্তর।
১১| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
এভাবে ভালোকাজগুলোর কালচার চালু থাকুক।অনেক ধন্যবাদ আপনাকে।
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওরা সবাই তাদের পরবর্তী জেনারেশনকে ল্যাপটপ দিবে।
শুভেচ্ছা নিরন্তর।
১২| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ১১:১১
নতুন বলেছেন: খুবই ভালো উদ্দোগ, চালিয়ে যান।
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি চেষ্টা করছি।
শুভেচ্ছা নিরন্তর।
১৩| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ নিরন্তর, রাজীব ভাই।
১৪| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: রাত্রে আপনার রিপ্লাই পড়বার পর অনেক ভেবেছি। আপনি আসলেই ভালো মানুষ। আমার বিশ্বাস আমি মেইল পাঠালে আপনি আমাকে ল্যাপটপ কিনে দিবেন বা ব্যবস্থা করবেন।
তবে আমার মনে হয় এই পরিমান টাকায় আপনি আরও কয়েকজনকে সাহায্য করতে পারবেন। তাই মেইল পাঠাচ্ছি না। আমার মূলত ল্যাপটপটা বেশ জরুরীই দরকার। যা ইনকাম আছে সহজেই কিনতে পারতাম। তবে গত কয়েক মাসে খরচ যেভাবে বেড়েছে তাতে পারছি না। আর আমি নিজে কিছু এতিম বাচ্চার দেখা শোনার জন্য খরচ করি, তাদের জন্য আমার "শখের ফান্ড"এর টাকা থেকে দিতে হচ্ছে।
আপনাকে ধন্যবাদ।
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার মহতী উদ্যোগের খবর পেয়ে ভালো লাগছে।
ভালো থাকুন নিরন্তর।
১৫| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৭
সমূদ্র সফেন বলেছেন: আমার একটা লেপটপ লাগপবে ভাই । আমিএখন জবলেছও বাক প্রতিবন্ধি । ফ্রিল্যান্সিং করব কিন্তু টাকা নেই ।
১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি কি ধরণের ফ্রিল্যান্সিং পারেন?
আপনার উচিৎ ব্লগে না এসে, জবের জন্যে সর্বোচ্চ চেষ্টা করা।
ধন্যবাদ।
১৬| ২০ শে মার্চ, ২০২৪ রাত ২:৩৯
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রবাসে হলে আমি এব্যাপারে আপনাকে কিছুটা সহযোগীতা করতে পারতাম হয়তো। আমি প্রায়ই ভালো মানের রি-ফারবিশড ল্যাপটপ কিনি কাছের কাউকে দেয়ার জন্য, এছাড়া নিজেও ব্যবহার করি। দাম বেশী না হলেও বাংলাদেশে বেশ কিছু প্রতিভাবান ছাত্রদের বেশ কাজে লাগতো। নিউ ইয়র্ক থেকে ল্যাপটপ নিয়ে আসার তেমন কোন লোক পাইনি। সেটা সম্ভব হলে হয়তো আমি চার-পাঁচটা ল্যাপটপ দিতে পারতাম। আপাতত যেহেতু ঢাকায় আছি সেটা হয়তো অচিরেই সম্ভব হচ্ছে না। যাইহোক, আপনার মহৎ উদ্যোগ-কে সাধুবাদ জানাই। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।
২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার আগ্রহের জন্যে ধন্যবাদ।
ভাল থাকুন।
১৭| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০
সমূদ্র সফেন বলেছেন: “”আপনি কি কি ধরণের ফ্রিল্যান্সিং পারেন?
আপনার উচিৎ ব্লগে না এসে, জবের জন্যে সর্বোচ্চ চেষ্টা করা। “”
ভাইয়া আমি কন্টেন রাইটিং ভাল পারি , বাট কোভিডের পর গলা তে প্রবলেম কথা বলতে পারি না , জটিল একটা রোগের কারনে ভোয়েজ থেরাপি দিতে হচ্ছে । যে কোন জব অথবে একটা লেপটপ দিলে অনেক উপকার হতো ভাই ,
১৮| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৬
সমূদ্র সফেন বলেছেন: Unfortunately, due to a medical condition called spasmodic dysphonia, my vocal cords are affected, causing involuntary voice breaks and making traditional voice-based jobs difficult. This has forced me to explore alternative career paths, and freelancing as a content writer has emerged as a promising solution.
১৯| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ২:৪৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাহ, ভাই, আপনি ভালো মানুষ, ভালো মনের মানুষ। অনেকের অনেক সামর্থ থাকার পরও দেখা যায়, এ ধরণের মানসিকতা আসে না। আপনার আছে।
এসব বিষয়ের আরও প্রচারণা দরকার, মানুষের মাঝে এ ধরণের মানসিকতা সৃষ্টির জন্য।
পোস্টের সাথে প্রাসঙ্গিক নয়: আমি সাস্টে তিন মাস পড়েছিলাম, পরে ঢাকায় চলে আসি। সাস্ট, সিলেটের সাথে আমার সে তিন মাসের সম্পর্ক, আমার মনে সবসময় বেশ উজ্জ্বল থাকে সবসময়।