নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি সেসব ধার্মিক ব্যক্তিকে ভালোবাসি এবং সম্মান করি যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করেন। আর, যারা আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে আমি তাদের পছন্দ করি না এবং সম্মান করি না। এই নীতি মোতাবেক, আমি সালাহ উদ্দিন আল-আইয়ুবিকে অপছন্দ করি। তিনি এমন একজন স্বৈরাচারী শাসক ছিলেন যিনি রক্তপাতের মাধ্যমে মিশর এবং অন্যান্য অনেক দেশের শাসনভার দখল করেছিলেন। বিশেষ করে আল-খিতাই আল-মাকরিজি বইতে উল্লেখ আছে যে, অনেক এলাকায় মুসলমানদের বিরুদ্ধে তার যুদ্ধের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে এবং সরকারের বিরুদ্ধাচারন করার জন্যে তিনি হাজার হাজার মুসলমানকে হত্যা করেছেন। এর কিছু প্রমাণ আজ আমি দিবো -
১) সালাহ উদ্দিন আল-আইয়ুবী তার শাসনামলে আল-সাহরাওয়ার্দী-এর মতো অনেক পণ্ডিতকে হত্যা করেছিলেন। আইয়ুবী মিশর এবং আলেপ্পো এবং অন্যান্য স্থানে শত শত শিয়া পন্ডিতকে বিনা অপরাধে হত্যা করেছিলেন। বলা হইয়ে থাকে, মহানবী (সাঁ)-এর পরিবার তথা আহলুল বাইত (আ.)-এর প্রতি ঘৃণার কারণে তিনি এমন হত্যাযজ্ঞ চালিয়েছিলেন।
২) তিনি শত শত জায়গায় ভ্রমণ করেছেন কিন্তু কখনোই হজ করেননি।
৩) তিনি প্রতিদিন অ্যালকোহল পান করতেন। এটি তার দৈনিক কার্যবিবরণীতে রেকর্ড করা হয়েছে।
৪) তিনি আব্বাসীয় খলিফা আল-নাসেরকে নিজ সিংহাসন হারানোর ভয়ে ফিলিস্তিন থেকে ক্রুসেডারদের অপসারণের জন্য তার সেনাবাহিনী পাঠানোর অনুমতি দিতে অস্বীকার করেছিলেন। তিনি ক্রুসেডারদের সাথে হাত মিলিয়েছিলেন এবং তাদের কুদসের কিছু অংশ ছাড়া প্রায় সমস্ত ফিলিস্তিনের উপর শাসন করার অনুমতি দিয়েছিলেন। তিনি ক্রুসেডারদের মিত্র হয়েছিলেন এবং ক্রুসেডার রাজার বোনের সাথে তার ভাইয়ের বিবাহের ব্যবস্থা করেছিলেন।
৫) তিনি শিয়া পণ্ডিতদের সমস্ত মাদ্রাসা ধ্বংস করে দেন এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ও বন্ধ করে দেন, কারণ এটি শিয়া পণ্ডিত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে ১০৪ বছর ধরে আল আজহার বন্ধ ছিল।
৬) তিনি হাজার হাজার মূল্যবান বই পুড়িয়ে দিয়েছিলেন এবং মিশরের গ্রন্থাগারগুলিকে ধ্বংস করেছিলেন কারণ এগুলো শিয়া পণ্ডিত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
৭) তার সেনাবাহিনী দ্বারা অবরুদ্ধ থাকাবস্থায় সে হাজার হাজার সুদানী মুসলমানকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল।
৮) তিনি আহলুল বাইতদের ত্যাগ করতে অস্বীকারকারী যে কোন মুসলমানকে হত্যা করতেন।
৯) তিনি মিশরের লোকদেরকে তার তরবারির মাধ্যমে তার নিজের সম্প্রদায়কে অনুসরণ করতে বাধ্য করেছিলেন।
খোদা আমাদেরকে এমন স্বৈরাচারী শাসক থেকে বাঁচিয়ে রাখুন।
১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেই দিন শেষ, মুরুব্বী। এরকম শাসক পৃথিবীর বুকে আর কোন দিনও ফিরে আসবে না।
বুঝার জন্যে ধন্যবাদ।
২| ১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এরকম শাসক পৃথিবীর বুকে আর কোন দিনও ফিরে আসবে না- যাক তবে বাঁচা গেলো।
১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অমানুষ যত কম জন্ম নেয় তত ভালো।
ধন্যবাদ।
৩| ১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: সালাহ উদ্দিন আইয়ুবী একজন ইসলামের সিংহ। উনি একজন ইতিহাসের নায়ক।
অনেকদিন আগে সালাহ উদ্দিন আইয়ুবী নিয়ে লেখা একটা বই পড়েছিলাম। কিন্তু কিছুতেই বইটার নাম মনে করতে পারছি না। তবে কিছু ঘটনা মনে আছে। যেমন 'আক্কা' নগরী গিয়েছিলেন তিনি। যুদ্ধ করেছেন। ফিলিস্তিন গিয়েও তিনি যুদ্ধ করেছেন।
১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাজীব নুর বলেছেন: সালাহ উদ্দিন আইয়ুবী একজন ইসলামের সিংহ।
============
পশু তো পশুই!
পশু থেকে মানুষ হওয়া যায় না।
ধন্যবাদ নিরন্তর।
৪| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
সালাউদ্দিন আইয়ুবী থেকে কি শেখার কিছু আছে, যা কাজে লাগিয়ে জীবনমান বাড়ানো যাবে?
১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, অন্যায় ভাবে মানুষ মেরে, গুণ্ডামি করেও জীবনমান বাড়ানো যায়।
ধন্যবাদ।
৫| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি চেষ্টা করছি সময় মতো সবার উত্তর দেওয়ার।
ধন্যবাদ নিরন্তর।
৬| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৫
নিমো বলেছেন: মুসলিমদের শত্রু বরাবর মুসলিমরাই ছিল, নবী মারা যাবার পরের গৃহযুদ্ধগুলোই যার সবচেয়ে বড় প্রমাণ।
১৩ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সত্য ও মিথ্যের মাঝে লড়াই আগেও ছিলো, এখনো আছে।
ধন্যবাদ নিরন্তর।
৭| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৪৫
ঢাবিয়ান বলেছেন: তিনি সুন্নী ছিলেন। মনে হয় এই কারনেই তার নামে ইচ্ছেমত মিথ্যাচার করেছেন।
১৩ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি সুন্নি-শিয়া দুটোই।
আশা করি অসুবিধা হবে না।
ধন্যবাদ।
৮| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৯:২৫
শ্রাবণধারা বলেছেন: আপনি নিশ্চয়ই বিখ্যাত মুসলিম শাসক সালাদিন এর কথা বলছেন? পাশ্চাত্য ইতিহাসে সালাদিনকে একজন বহুবিধ গুনের অধিকারী, অতি দক্ষ সেনাপতি, অসামান্য জ্ঞানী মানুষ এবং একজন ন্যায়পরায়ন শাসক হিসাবে বর্ণনা করা হয়েছে।
দান্তের ডিভাইন কমেডিতে (Divine Comedy) সালাদিনের কথা আছে। ডিভাইন কমেডির ইনফার্নোতে (Inferno) সব অখ্রীষ্টান মানুষকে কঠিন নরকে স্থান দিলেও দান্তে সালাদিনকে স্বর্গে রেখেছিলেন!
ওয়াল্টার স্কটের তালিসমান (The Talisman) উপন্যাসেও খুব বীরোচিত ভাবে সালাদিনকে উপস্থাপন করা হয়েছে। সেই উপন্যাসে ক্রুসেডে খ্রিষ্টান মুসলমান যুদ্ধ হচ্ছে। আর সেই যুদ্ধের ময়দানে রাজা রিচার্ড গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পাশ্চাত্যের সেরা ডাক্তারেরা চেষ্টা করেও রিচার্ডকে সুস্থ করতে পারলেন না। তখন ছদ্দবেশে সালাদিন রিচার্ডের তাবুতে এসে "তালিসমান" বা প্রাচ্য চিকিৎসা পাদ্ধতি দিয়ে তার চিকিৎসা করে তাকে সারিয়ে তোলেন। এই হলো মূল গল্প।
যাক মেলা কথা বললাম। আপনি মানুষটা খুবই ভালো কিন্তু মাঝে মাঝে কিছু আজগুবি পোস্ট দেন!
১৩ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মিথ্যাচারীদের কাছে 'সত্য' প্রথম প্রথম আজগুবি মনে হয়।
আপনি আশা করি, সেই মিথ্যাচারীদের দলের কেউ নন।
ধন্যবাদ।
৯| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুলতান সোলেমান, আওরঙ্গজেব, সালাউদ্দিন আইয়ুবী আমাদের দেশের একশ্রেণির মুসলমানের কাছে পীর।
এদের নামে অনেক বানোয়াট কিসসা-কাহিনী আছে। আসলে কি কোনো মুসলামনই এদের নামে একটা সত্যকথাও লিখতে পারে না। কল্পনার ওপর ভর করে সব কথা বলে মুসলমানদের মন ও মগজের ভিতরে এদের কৃতিত্ব তুলে ধরায় ব্যস্ত।
১৪ ই মার্চ, ২০২৪ রাত ১:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের সত্য তুলে ধরতে হবে, সেটা যত তিতাই হোক না কেন।
ধন্যবাদ নিরন্তর।
১০| ১৪ ই মার্চ, ২০২৪ ভোর ৪:১৭
সোনাগাজী বলেছেন:
রাজতন্ত্রের ইতিহাসই ভয়ংকর; রাজারা রাজ্য জয়ের জন্য ও দখলে রাখার জন্য যাকে দরকার করেছে, তাকে হত্যা করেছে।
১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কিছু কিছু রাজার সত্যিই ভয়ংকর ও লোভী ছিলেন।
ধন্যবাদ নিরন্তর।
১১| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: এমন শাসক শিয়াদের জন্য আসলেই খুব বিপজ্জনক।