নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ - \'তলাহীন ঝুড়ি\' নয়, বরং এদেশ \'সোনায় ভরা ঝুড়ি\'

১০ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫



সারা বিশ্বের চোখ এখন বাংলাদেশের দিকে। যে দেশটাকে বর্তমান বিশ্বের একমাত্র পরাশক্তি নিজেদের সাম্রাজ্যবাদী চিন্তা-ভাবনার প্রতি হুমকি বলে মনে করছে, সেই দেশের একজন নাগরিক আমি, আপনি। আমাদের দেশের সীমান্তে ইঁদুর মায়ানমারের জান্তাশক্তির আস্ফালনে তাই সেনাবাহিনী দিয়ে মোকাবেলা না করে, র‍্যাবকে দিয়ে ধকম দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। সাথে সাথে কয়েক দিনের জন্যে সীমান্তে মিয়ানমারের নড়া-চড়া বন্ধ ছিলো।


আলেকজান্ডার বাংলা জয় করতে পারেন নাই

মিয়ানমার হয়তো জানে না, বাংলাদেশের এই শক্তিমত্তা নতুন কিছু নয়। কয়েক হাজার বছর আগে, আলেকজান্ডার যখন বিশ্বত্রাস হয়ে দেখা দিয়েছিলেন, তখন তিনি গঙ্গারীড বা বাঙ্গালীদের যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে আমাদের বাংলার দিকে অগ্রসর হন নাই। ইতিহাসে উল্লেখ আছে, বাংলাদেশের যুদ্ধ-সম্ভার ছিলো এই রকম - "পদাতিক বাহিনী ২লক্ষ, অশ্বারোহী সৈন্য ২০ হাজার , রথ ২ হাজার এবং ৩-৪ হাজার হাতি।"

বাঙ্গালিরা কামান চালনায় সিদ্ধ ছিলো
মোগল সম্রাট বাবর তাঁর 'বাবরনামা'-তে উল্লেখ করেছেন - "বাঙ্গালীরা কামান চালনার নৈপুণ্যের জন্যে বিখ্যাত। আমরা এখন তার পরিচয় পেলাম। তারা একটি নির্দিষ্ট লক্ষ স্থির করে কামান চালায় না, যথেচ্ছ ভাবে চালায়।"

আমাদের বাংলায় সোনার ও হীরার খনি ছিলো
সিসিলির ঐতিহাসিক ডায়োডরাস তাঁর বিবলিওথেকা হিস্টোরিকা বইতে উল্লেখ করেছেন যে, সারা ভারতের মাঝে গঙ্গারিডরা ছিলো শ্রেষ্ঠ। এদের ৪ হাজার হস্তিবাহীনী আছে। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানা যায় পুন্ডক (উত্তরবঙ্গ) ও ত্রিপুরা (কুমিল্লায়)-তে হীরার খনি ছিলো। টলেমী লিখেছেন, গঙ্গে বন্দরের কাছে সোনার খনি ছিলো।



বাংলাদেশ আস্তে আস্তে করে আবারো সমৃদ্ধ হয়ে উঠছে। ২০২১ সালে, বাংলাদেশের জিডিপি যেখানে ৪৫৪.৩ বিলিয়ন মার্কিন ডলার, মিয়ানমারের ছিলো ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশকে তাই এগিয়ে যেতে হবে, ছিঁচকে চোর মায়ানমারকে পাত্তা না দিয়েই।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

আরিফ রুবেল বলেছেন: বাংলাদেশকে সতর্ক দৃষ্টি রাখতে হবে মায়ানমারকে ছাপিয়ে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে।

১০ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ইঁদুর দেখলে আমরা কি করি, বলুন তো?

ইদুর মারার বিষ বা ফাঁদ পাতি। তাই না?

ধন্যবাদ।

২| ১০ ই মার্চ, ২০২৪ রাত ৮:১৫

শূন্য সারমর্ম বলেছেন:



বাঙালীরা প্রতিবাদী,আন্দোলন করে টরে কিছু আদায় করে;তারপর অলস হয়ে অকাজ করে বেড়ায়।

১০ ই মার্চ, ২০২৪ রাত ৮:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশের সাথে কেউ পারবে না।

ধন্যবাদ।

৩| ১০ ই মার্চ, ২০২৪ রাত ৯:২০

ডঃ এম এ আলী বলেছেন:


যতার্থ বলেছেন , বাংলাদেশ সোনার খনি , তাইতো জাতীয় সঙ্গিতে বলে আমার সোনার বাংলা ।
বাংলাদেশের সাথে সম্মুখ সমরে কেও কুলায়ে উঠবেনা । তবে বাংলা সেই সেন আমল থেকে
সিরাজউদ্দোলাহ পরে বঙ্গবন্ধু পর্যন্ত বারবার চরম ষড়যন্ত্র মোকাবেলায় ব্যর্থতা দেখিয়েছে ।
ষড়যন্ত্র অস্র নিয়েই বার বার অশুভ শক্তি দেশের ভিতর আর বাইরে থেকে হানা দেয় ও ক্ষেত্র
বিশেষে সফলতাও পায় ।
বাংলার এই দুর্বল জায়গাটাকে মেরামত করতে পারলে বাংলাকে কেও দাবায়ে রাখতে
পারবেনা ।
শুভেচ্ছা রইল

১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাংলাদেশ থেকে একসময়ে মক্কা-মদীনার দুর্ভিক্ষের সময়ে রিলিফ পাঠানো হয়েছিলো। সুলতান গিয়াস উদ্দিন আসম শাহের আমলে।

আমাদের বাংলা এতোটাই উন্নত!

ধন্যবাদ নিরন্তর।

৪| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: দেশের প্রতি আপনার টান ও ভালোবাসা দেখলে সাহস পাই, ভরসা পাই।

১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি একজন আশাবাদী মানুষ হওয়ার চেষ্টা করি।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.