নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

জেনারেল আইয়ুব খানের নাতিকে ইমরান খানের মনোনয়ন দেওয়াটা উচিৎ হয় নাই

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫



সামরিক উর্দি পড়া একজন ভূতপূর্ব শাসকের নাতিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়ে পাকিস্তানের মানুষকে চাঙ্গা করার ইমরান খানের চেষ্টাটা লক্ষণীয় এবং বাংলাদেশের মানুষেরা যারা ইমরান খানকে সমর্থন করছিলো, তাদের জন্যে খুবই হতাশার। এখানে উল্লেখ্য যে, আইয়ুব খান ছিলেন ঔপনিবেশিক মানসিকতা সম্পন্ন একজন মানুষ। বাঙ্গালীদের সম্পর্কে তার খুব নিচু মনোভাব ছিলো।

ভারতবর্ষ থেকে স্বাধীন হওয়া ভূতপূর্ব পাকিস্তানের সামরিক শাসকেরা তৎকালীন পূর্ব পাকিস্তানকে তাদের উপনিবেশ মনে করতো। এর প্রতিফলন ঘটে তাদের জেনারেল এবং শাসকদের আমাদের ভূমি এবং পূর্বপুরুষদের সম্পর্কে অস্বাভাবিক রকমের বর্ণ বিদ্বেষ ও কুৎসা ছড়ানোর মাধ্যমে

আইয়ুব খান একবার বাঙ্গালীদের সম্পর্কে বলেছিলেন - এরা হচ্ছে নিচু মনের মানুষ, মানসিক ভাবেই স্বাধীনতাকে ভোগ করার উপযুক্ত নয়। এর পরাজিত জাতি, আর এদের উপর প্রভুত্ব করার জন্যেই পশ্চিম পাকিস্তানীরা এসেছে।

কার কাছে পরাজিত হয়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙ্গালীরা!!! পশ্চিম পাকিস্তানীদের কাছে? বাঙ্গালীদেরকে পশ্চিম পাকিস্তানীদের কাছে পরাজিত মনে করা সেই আইয়ুব খানের নাতিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন প্রদান ইমরান খানের বাঙ্গালীদের প্রতি তার গোপন বিদ্বেষই প্রমাণ করে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Ok

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ। :)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:



কে আসবে, কে যাবে, সবকিছুর কলকারখানা চালাচ্ছে মিলিটারী।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ইমরান খান মানুষটার উদ্দেশ্য ভালো ঠেকছে না।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:



ইমরাণ খান হচ্ছে মিলিটারী পরিবারের ছেলে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সেই মিলিটারী শাসনের কাছেই মাথা নোয়ালেন তিনি!!!

ধন্যবাদ নিরন্তর।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৪

রানার ব্লগ বলেছেন: ইমরান খান কি বাংলাদেশী? ইমরান খান কি বাংগালী? এর উত্তর যদি না হয় তাহলে ইমরান খানের কি দায় আছে?

ইমরান খাম একজন পাকিস্থানী ও অসভ্য!!

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ইমরান খানের কোন দায় নেই।

কিন্তু, অনেক বাঙ্গালী ইমরান খানকে সাপোর্ট করেন। আমি নিজ চোখে দেখেছি।

ধন্যবাদ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৪

ধুলো মেঘ বলেছেন: ইস! ব্যাটা ভুল করে ফেলেছে। মাফ করে দেন। আমি বলে দেব এরপর যদি কাউকে মনোনয়ন দেয়, তাহলে যেন আপনার সাথে পরামর্শ করে নেয় আগে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাংলাদেশের সাথে বিরোধকে উস্কে দিলেন তিনি।

ধন্যবাদ।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪

বাউন্ডেলে বলেছেন: পাকিস্থান কোন রাষ্ট্র নয় । ওটা একটি বন্দুক শাষিত মার্কিন অঙ্গরাজ্য। বাংলাদেশের কুটনীতিকদের পাকিস্থান থেকে প্রত্যাহার করা উচিৎ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উর্দু ভাষা একটি মিক্সড ভাষা। মুঘল রাজারা আরবী, ফারসি আর হিন্দি মিলিয়ে এই ভাষা তৈরি করেছিলেন।

ধন্যবাদ।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ইমরান খান নীতিবান মানুষ নয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি তার কাছে নীতিবান মানুষের ছায়া দেখছি না।

ধন্যবাদ নিরন্তর।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১

জ্যাক স্মিথ বলেছেন: এটি কি আপনার আগের ছবি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.