নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। যত দিন যাচ্ছে, তাঁর প্রতি আমার অনুরক্তি বাড়ছে। আমাদের দুইজনকেই এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে, এই ভাবনা আমাকে কখনো কাবু করে না। কিন্তু, যেটা আমাকে বেশি ভাবায়, সেটা হচ্ছে, আমাদের দুইজনের একজনকে আগে বিদায় নিতে হবে। সেটা যদি আমি হই, আমার কোন অসুবিধা নেই। কিন্তু, তাঁকে যদি আগে চলে যেতে হয়, আর আমাকে একা থাকতে হয়, আমাকে এই ব্যাপারটা খুব ভাবিয়ে তুলে।
যদি তাঁকে আগে চলে যেতে হয়, সেই সময়টা কিরকম হবে ভাবতেও আমার ভয় হয়। একাকী জীবন খুব কষ্টের, সেটা আমার ম্যাকে দেখেই বুঝেছি। বাবা এই মায়াময় পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, আমার মায়ের অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়।
বিবাহিত জীবনের এই যাতনার জন্যেই কি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বিয়ে করেননি? টেসলারও কি একই ভয় ছিলো? আমি নিউটন নই, টেসলার মতো তো নইই, কিন্তু সঙ্গী হারানোর বেদনা, একাকীত্বের ভয় আমাকে মাঝে মাঝে খুব চিন্তিত করে।
আমি মাঝে মাঝে স্রষ্টার কাছে দোয়া করি, আমাকে বিছানায় শোয়া অবস্থায় কারো দয়া-দাক্ষিণ্যের মাঝে আমাকে মৃত্যু দিও না। আজকাল এই দোয়া করা শুরু করেছি যে - আমাকে একলা ছেড়ে দিও না, হে খোদা!
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চলে গেলে তো ভালোই।
কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণ মরণ যাতনা দিয়ে যায়।
ধন্যবাদ নিরন্তর।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৭
আঁধারের যুবরাজ বলেছেন: নানা কারণে মন দুর্বল হয় , সে সময় এমন চিন্তা বেশি আসে। আবার চলেও যায়।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৯
কামাল১৮ বলেছেন: রোগের কথাতো বলা যায় না।নিয়মিত ডাক্তার দেখাবেন।রোগ প্রথম দিকে ধরা পরলে চিকিৎসায় সেরে উঠতে সহজ হয়।
ছবি দেখে মনে হয় আপনারই আগে যাবার কথা।
এটা কোন সমস্যা না।মানুষ সব কিছুই মানিয়ে নেয়।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৮
মোস্তফা সোহেল বলেছেন: ভেবে আর কি হবে ভাইয়া কপালে যা আছে সেটা তো হবেই।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি চাই, আমার স্ত্রী আমার আগে যাক। কারণ, আমি গেলে তার পারিবারিক ও সামাজিক ভাবে চলতে অনেক কষ্ট হবে...
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০২
পদাতিক চৌধুরি বলেছেন: পৃথিবী ছেড়ে বিদায় নেওয়ার কথা অহেতুক ভাবছেন কেন? নিজের কাজ নিজে করুন।অন্যের কাজ অন্যকে ছেড়ে দিন ব্যস।
আপনারা দুজনেই খুব সুন্দর কিউট হ্যাপি কাপল। এমন সুখানুভূতির নিয়ে এগিয়ে যান সামনের দিনগুলোতে।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬
আহলান বলেছেন: ইহাই বাস্তব !
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার পোস্টটি পড়ে মনটা খুবই খারাপ হয়ে গেল ।
আসলেই তো ।
জীবনটা তো আসলেই অনেক কঠিন।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা একবারে বাদ দিয়ে দেন।
একসময় আমি মৃত্যুকে ভয় পেতাম না। কিন্তু এখন ভয় পাই। এখন যদি আমি মরে যাই, তাহলে আমার মেয়েটার কি হবে? বাপের আদর ছাড়া বড় হবে। তার মানে সে এক আকাশ আনন্দ নিয়ে বড় হতে পারবে না। এজন্য আমি আল্লাহকে বলি- আমাকে কমপক্ষে আরো ২২ বছর বাঁচিয়ে রাখো।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০
নতুন বলেছেন: এই আবেগ ভালোবাসার। কিন্তু সন্তানের কথা মাথায় আসলে তখন এই আবেগ কাজ করবেনা।
ডানা এখন ৮ বছর তাই আমিও রানু ভাইয়ের মতন আরো ২০-২৫ বছর বাচতে চাই যাতে ডানা বড় হবার পরে আমি দুনিয়া থেকে চলে যাই।
আর মা দের আরো বেশিদিন বেচে থাকা উচিত। সন্তানেরা মায়ের শরীরের অংশ। মা না থাকলে মনে হয় দুনিয়াতে আসলে আপন বলে কেউ নাই।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯
সোনাগাজী বলেছেন:
ভাবনা আসে মনের মাঝে, ভাবনা আবার চলেও যাবে।