নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বনে ঘোড়া সওয়ারীনীর সাথে একটি সকাল

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২



কয়েক বছর আগের ঘটনা। আমি যুক্তরাজ্যের গ্লোস্টারশায়ারে একটি ট্রেনিং-এ গিয়েছিলাম। একটি বনের মাঝে আমাদের ট্রেনিং ক্যাম্প। একদিন খুব ভোরে বনে মর্নিং ওয়াক করছি, পিছনে ঘোড়ার খুরের আওয়াজ শুনে থামলাম। তাকিয়ে দেখি, দুজন মহিলা বনরক্ষী! ঘোড়ায় চড়ে এসে দু'জন আমার পাশে এসে থামলো।

হালকা-পাতলা গড়নের, লম্বা সুশ্রী দুই ব্রিটিশ! ২৮-৩০ হবে বয়স। আন্দাজ করলাম।

তাদের একজন বললো- শুভ সকাল, তোমাকে এদিকে নতুন দেখছি!
আমি বললাম - একটা ট্রেনিং-এ এসেছি। তোমার ঘোড়াটা খুব সূন্দর!

চড়ে দেখবে নাকি একবার? মেয়েটা বললো।
আমি বললাম- আগে চড়িনি। পড়ে যাবো না তো?

সে হেসে বললো - জীবনে প্রথম প্রথম অনেক কিছু ট্রাই করতে হয়। এসো!

এই বলে আমাকে হাত বাড়িয়ে তার পিছনে উঠতে সাহায্য করলো।

দারুণ ছিলো রাইডটা! পুরো বন ঘুরিয়ে দেখিয়েছিল বনরক্ষীটি। ব্রিটিশ বনটি বেশ ঘন আর সাজানো-গোছানো। কিছুক্ষণ পর পর কাঠের তৈরী বাড়ি দেখলাম। সামার টাইম হওয়ায়, সকালের বাতাসটা দারুণ লাগছিলো। বনের কয়েকটা গাছে চেরি ফল ধরে আছে।

ঘোড়ার দুলকি চালে, মাঝে মাঝে রক্ষীর গায়ের উপর গিয়ে পড়ছিলাম। আর, 'স্যরি' 'স্যরি' বলছিলাম।

'এতো দুঃখিত হতে হবে না, মোহাম্মদ। রাইডটা এনজয় করছো না?' মেয়েটা বললো।
আমি কাষ্ঠ হাসি দিয়ে বললাম- 'এভাবে চড়া হয়নি তো! তাই, একটু অস্বস্তি লাগছে।'

আমার কথা শুনে বনরক্ষিটি হেসে ফেললো।



মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



পুলকময় অভিজ্ঞতা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তা বটে। তবে, ঘোড়ায় চড়া বরাবরই কঠিন।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

মায়াস্পর্শ বলেছেন: লাজুক লাজুক স্মৃতিচারণ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


হা, হা, হা! লাজুক লাজুক হবে কেন!!!

শুভেচ্ছা।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৫

নিবারণ বলেছেন: আপনে কি তহন লজ্জা পাইছিলেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, পেয়েছিলাম। কিন্তু, বনের সৌন্দর্য সেই লজ্জাটাকে ঢেকে ফেলেছিলো।

ধন্যবাদ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: কক্সবাজার গিয়ে একবার সওয়ার করেছিলাম। ভয় পাইছিলাম খুব। পরে সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কখনও ঘোড়া সওয়ার করবো না...

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঘোড়ায় চড়া কঠিন ব্যাপার।

শুভেচ্ছা।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৮

কামাল১৮ বলেছেন: সুন্দর অভিজ্ঞতা।৬২ সালের দিকে আমি একবার হেলিকপ্টারে চড়ে ছিলাম।তখন বিদেশিরা আমাদের দেশে মাটির নিচে খনিজ পদার্থ খুঁজছিলো।আমাদের স্কুলের পাশেই ওদের লোক জন মাটির গভীরে পাইপ পুতছিলো।ওরা জেলা শহর থেকে মাঝে মাঝে হেলিকপ্টারে এসে দেখছিলো।একজনকে ধরে হেলিকপ্টারের দিকে নিতে চাইলে তার কান্না কাটি দেখে তাকে ছেড়ে আরেক জনকে ধরলে সেও কান্নাকাটি সুরু করে দেয়।তার পর আমাকে ধরলে অনেকে সাহস দিতে থাকে।তাছাড়া আমি একটু সাহসীই ছিলাম।অল্প একটু উপরে উঠার পর কান্না সুরু করে দিলাম।
স্বাধীনতার পর হেলিকপ্টারে চড়ে খুলনা থেকে ঢাকায় এসেছিলাম ২০ কি ২৫ টাকা ভাড়া ছিলো।কিছু দিন পর সার্ভিস বন্ধ হয়ে যায়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সেই সময়ের ২০ কি ২৫ টাকা এখনকার অনেক টাকা!

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫০

এম ডি মুসা বলেছেন: সময়ের সাথে সবকিছু বদলে গেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



করোনা সব কিছু বদলে দিয়েছে। মানুষ এখন কাছে আসতে ভয় পায়।

ধন্যবাদ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩২

শেরজা তপন বলেছেন: চমৎকার (কিছুটা লাজুক রোমান্টিক) অভিজ্ঞতা। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সত্যিই, বেশ রোমান্টিক একটি রাইড ছিলো। :)

ধন্যবাদ নিরন্তর।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৪

বাউন্ডেলে বলেছেন: ঘোড়ায় অনভ্যস্ত অনেকের কাছেই - বিষয়টা মজার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সত্যিই, ঘোড়া আর হাতি চড়া খুবই কঠিন ও কষ্টসাধ্য ব্যাপার।

ধন্যবাদ।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর ঘটনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক দিন ধরে মনে রাখার মতো ঘটনা।

শুভেচ্ছা নিরন্তর।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

আঁধারের যুবরাজ বলেছেন: আনন্দময় স্মৃতি ,আজীবন আপনার মনের আকাশে জোছনা হয়ে রবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.