নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আলকেমিস্ট ইমাম জাফর সাদিক

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩০



অনেকেই আমার এই শিরোনাম পড়ে চমকে উঠবেন! আরে, ছেলে বলে কি! । মহানবী (সাঃ)-এর বংশধর ইমাম জাফর সাদিক তো সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় নেতা ছিলেন। তাহলে, তাঁকে একজন আলকেমিস্ট বলার অর্থ কি!
.
সত্যি বলতে কি, আদি রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ানকে। এই বিখ্যাত রসায়নবিদ নিজে বলেছেন - "আমি আলকেমির যা যা শিখেছি, সবই আমার শিক্ষক জাফর সাদিকের কাছ থেকে।"
.
এখানে উল্লেখ্য যে, কেমিস্ট্রি শব্দটি এসেছে আলকেমি শব্দটি থেকে, আর আলকেমি শব্দটি এসেছে আরবী আল-কিমিয়া শব্দটি থেকে। তাহলে, আদি রসায়ন বা কেমিস্ট্রির জনক হাইয়ান যার কাছ থেকে আলকেমি শিখেছেন, তাঁকে ''আলকেমিস্ট' বলা যাবে না কেন!

তৎকালীন খলিফা বা রাজ্য শাসকদের অন্যায় ও অবিচারের প্রতিবাদ করায়, তাঁকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। তাই, শ্রদ্ধা ভরে আজ আলকেমিস্ট ইমাম জাফর আলাইহি ওয়া সাল্লামের একটি বাণী স্মরণ করছি। তিনি বলেছেনঃ

"আমি জিহাদের ফযিলতের (মর্তবা ও পুণ্যের) সন্ধান করলাম, অতঃপর তা পেলাম পরিবারের জন্য (হালাল) উপার্জন করার মধ্যে।"

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



উনার কার্যক্রমের কোন কিছু কি রক্ষিত আছে?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পরবর্তী প্রজন্মের কাছে রক্ষিত আছে।

ধন্যবাদ নিরন্তর।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩১

অহরহ বলেছেন: সব কিছুর জনক। সব উদ্ধার করেছে ইসলাম............ গ্রিক, ইজিপ্টিয়ান, চীন, ভারত.... এর মানুষ প্রাচীন কালে বসে বসে চানাচুর খেয়েছে মাত্র। ধন্যবাদ ভাইয়া

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



গ্রীকদের সময়ে কেমিস্ট্রিকে কি নামে ডাকা হতো?

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮

অহরহ বলেছেন: সোনাগাজী বলেছেন : উনার কার্যক্রমের কোন কিছু কি রক্ষিত আছে?

জীঁ @ গাজী দাদা...... ওনার কার্যক্রের সব কোরাণ-হাদিসে রক্ষিত আছে।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫

অধীতি বলেছেন: সোনালী অতীত বলে গুনগান করা ছাড়া আর কোন উপায় নাই। বিজ্ঞান চর্চা থেকে যখন অতি মাত্রায় কোরআন আর হাদীস পড়া শুরু হলো তখন এদেরকেই সমালোচনা করা হল। এখন বিজ্ঞান চর্চা এই উপমহাদেশে মুসলমানদের কাছে ঘৃণ্য বিষয় বলে চর্চিত হচ্ছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যারা ইসলামের প্রকৃত চর্চা করে, তাঁরা বিজ্ঞানেরও চর্চা করে থাকেন।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

অহরহ বলেছেন: লেখক বলেছেন : গ্রীকদের সময়ে কেমিস্ট্রিকে কি নামে ডাকা হতো?


The history of chemistry represents a time span from ancient history to the present. By 1000 BC, civilizations used technologies that would eventually form the basis of the various branches of chemistry. Examples include the discovery of fire, extracting metals from ores, making pottery and glazes, fermenting beer and wine, extracting chemicals from plants for medicine and perfume, rendering fat into soap, making glass, and making alloys like bronze.

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি আমার উত্তর দেন নাই।

আপনি আগের মন্তব্যে গ্রীকদের কথা বলেছেন। তাই, জিজ্ঞাসা করেছিলাম, গ্রীকরা ক্যামিস্ট্রিকে কি নামে ডাকতো?

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

অহরহ বলেছেন: লেখক বলেছেন : যারা ইসলামের প্রকৃত চর্চা করে, তাঁরা বিজ্ঞানেরও চর্চা করে থাকেন।

সূরা বাকারা- আয়াত ৩ :

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
"যারা অদৃশ্যে বিশ্বাস করে, যথাযথভাবে নামাজ পড়ে ও তাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে ব্যয় করে"


তো ভাইয়া, "অদৃশ্যে বিশ্বাস" বিজ্ঞানের কোন বইয়ে লেখা আছে??

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অদৃশ্য বলতে আপনি কি বুঝেন? জাদু-টোনা? হ্যারী পটার কি বেশি বেশি দেখেছেন?

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

অহরহ বলেছেন: What country was the origins of chemistry?

Chemistry, from the ancient Egyptian word "khēmia" meaning transmutation of earth, is the science of matter at the atomic to molecular scale, dealing primarily with collections of atoms, such as molecules, crystals, and metals.

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মুসলমানরা ক্যামিস্ট্রির আবিষ্কারক নয়।

গ্রীকদের সময়েও এটা ছিলো, অন্য নামে। ফ্রান্সেও ছিলো।

বিজ্ঞানী মারিয়ার নাম শুনেছেন?

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

অহরহ বলেছেন: লেখক বলেছেন: আপনি আমার উত্তর দেন নাই। আপনি আগের মন্তব্যে গ্রীকদের কথা বলেছেন। তাই, জিজ্ঞাসা করেছিলাম, গ্রীকরা ক্যামিস্ট্রিকে কি নামে ডাকতো?

ভাইয়া, আমি আগের মন্তব্যে শুধু মাত্র গ্রিকদের কথা বলিনি। আমি : " গ্রিক, ইজিপ্টিয়ান, চীন, ভারত.... এর কথা বলেছি।

Chemistry, from the ancient Egyptian word "khēmia" meaning transmutation of earth, is the science of matter at the atomic to molecular scale, dealing primarily with collections of atoms, such as molecules, crystals, and metals.


এর পরও মাথায় শুধু কোরাণ গিজগিজ করে, ভাইয়া???



১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চীন, ভারতে কি নামে ডাকা হতো?

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৬

অহরহ বলেছেন: লেখক বলেছেন : অদৃশ্য বলতে আপনি কি বুঝেন? জাদু-টোনা? হ্যারী পটার কি বেশি বেশি দেখেছেন?

না ভাইয়া, অদৃশ্য বলতে আমি জ্বিন, ফেরেস্তা, ৬০০ ডানার জিবরাইল, আদম, হাওয়া, গন্ধম ফল, পানির উপর আল্যার সিংহাসন... এসবের কিচ্ছু বুঝিনা।

আর যাদু টোনা হ্যারী পটার!! মিলিয়ে দেখুনতো??

সূরা ফালাক : বাংলা অনুবাদ

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তা
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে।
অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনী নারীর অনিষ্ট থেকে,
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

তো, ভাইয়া গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনী নারী
কী জিনিস??????





১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অদৃশ্য বলতে কি আপনি 'জাদুকারিনী নারীর অনিষ্ট' বুঝেন?

বাহ!

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:




আলকেমিস্ট এর আদি পুরুষের কথা নিয়ে একটি মুল্যবান পোষ্ট ।
এটা অতি সত্য কথা, ইমাম জাফর আল-সাদিক (রহ.) কে রসায়নের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।
বিখ্যাত মুসলিম বিজ্ঞানী জাবির বিন হাইয়ান (৭৭৬ খ্রি.)যেহেতু তাঁর ছাত্র ছিলেন, তাই ধরেই নেয়া যায় তিনি
জাফর আল সাদিকের নিকট রসায়নের তালিম নিয়েছিলেন । এই ছবিটিতেও দেখা যায় ছাত্র হাইয়ানের উস্তাদ
জাফর সাদিকের ল্যবে রয়েছে রসায়নের বেশ কিছু জাড় । নীচে প্রদর্শিত ছবিটি হলো
Artistic impression of Jabir and his master Jafar al-Ṣadiq.

তিনি রসায়ন জগতে অবিশ্বাস্য প্রিন্ট রেখে গেছেন। তিনি অনুমান ও অনুমানের জায়গায় বস্তুনিষ্ঠ পরীক্ষা-নিরীক্ষার
প্রবর্তন করেন। উস্তাদ আর ছাত্র মিলে এই দুই মুসলিম অগ্রগামীদের কারণেই রসায়ন একটি বিজ্ঞানের মর্যাদা
অর্জন করেছে। জাফর আল সাদিকের ছাত্র জাবির বিন হাইয়ান সেই ব্যক্তি যিনি বাষ্পীভবন, পরমানন্দ এবং
স্ফটিককরণের রাসায়নিক প্রক্রিয়া প্রবর্তন করেছিলেন এবং তার বইগুলি দীর্ঘকাল ধরে ইউরোপীয় কলেজ ও
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতেঅন্তর্ভুক্ত ছিল। যেহেতু প্রাচীন আলকেমি মূলত মূল্যবান ধাতু তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ
করেছিল, তাই হায়ান মৌলিক রাসায়নিক পদ্ধতির বিকাশে তার কাজকে উৎসর্গ করে তার বহুমুখীতা এবং দক্ষতা
প্রদর্শন করেছিলেন। তিনি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এবং রাসায়নিক বিক্রিয়া এবং তাদের নীতির অধ্যয়নের মাধ্যমে
এটি করেছিলেন। ফলস্বরূপ, তিনি রসায়নকে পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির রাজ্য থেকে একটি বৈজ্ঞানিক
অনুশাসনে রূপান্তরিত করতে সফল হন।

কুর্নিশ রইল এই মহান দুই মনিষির প্রতি ।

আপনার জন্য রইল শুভেচ্ছা ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ, ভাইয়া।

স্যার আইজ্যাক নিউটনও অনেক আলকেমির কাজ করে গিয়েছেন। প্রায় ১ লক্ষ শব্দ রেখে গিয়েছেন এই সম্পর্কে। :)

শুভেচ্ছা নিরন্তর।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫

ডঃ এম এ আলী বলেছেন:
উপরে টাইপিং প্রমাদের কারণে ঊর্ধ্বপাতন এর স্থলে ভুল ক্রমে পরমানন্দ শব্দটি এসে গেছে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঠিক আছে,, ভাইয়া।

আমি ও ব্লগাররা ঠিক করে পড়ে নিয়েছি।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.