নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
মায়াবী রাতে চাঁদ দেখতে অসম্ভব সুন্দর! সে সময়ে, তাকে কাছে পেতে সব সময়ই মন চায়। কিন্তু, তাকে কাছে পেতে তো ৩,৮৪,৪০০ কিলোমিটার পাড়ি দিতে হবে, সাথে পকেটে লাগবে কয়েকশো কোটি টাকা!!...এই চিন্তা চাঁদের সৌন্দর্যকে এতোটুকু ম্লান করে না! বরং, সে তার রুপালী আলোকে এক ডিগ্রী বাড়িতে দিয়ে চন্দ্রাহতের এই অপরিনামদর্শী ভাবনায় ফিকফিকিয়ে হেসে ফেলে।
চাঁদের সেই হাঁসি তাকে কাছে পেতে চাওয়া মানুষটিকে কেমন যেন ভাবালু করে দেয়। কিছুটা দিকভ্রান্তও করে ফেলে কি? যদি, করেও ফেলে, তাতে কি হয়েছে!!! দিকভ্রান্ত হওয়া খারাপ, এটা কে বললো!
কখনো কখনো তো উপরেরটা নিচ, আর নিচটা উপর করা ভালোও তো হতে পারে!
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নিজ গ্রামে একটা একাডেমী বানানোর কাজে হাত দিয়েছি। একটা ইউটিউব চ্যানেল খুলে কারিকুলাম পরীক্ষা করার কাজ শুরু হয়েছে।
ধন্যবাদ নিরন্তর।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১২
মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: চাঁদ অনেক ভালোলাগে। গ্রামের মেঠোপথে জোৎস্না রাতে হাটার মজাই অন্যরকম।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সত্যিই তাই। শীতের রাতে গ্রামের পথ অদ্ভুত রকম সৌন্দর্য আছে।
ধন্যবাদ।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
চাঁদের বুড়ি থেকে অফার পেয়েছেন নাকি?
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চাঁদের বুড়ি আমাকে দেখে পালিয়ে বেড়ায়।
শুভেচ্ছা।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২২
নয়ন বড়ুয়া বলেছেন: চাঁদের ছবিটা সুন্দর হয়েছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার কাছে সৃষ্টিশীল সব কিছুই সুন্দর।
ধন্যবাদ নিরন্তর।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: সিলেট গেলাম আপনার সাথে।
তারপর আপনি আর আমি চাঁদ দেখতে বেড়িয়েছিলাম।
চারপাশে ছোট বড় টিলা। চারিদিক গাঢ় অন্ধকার। আপনি মুগ্ধ হয়ে চাঁদের দিকে তাকিয়েছিলেন। আর আমি অবাক চোখে আপনাকে দেখছিলাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চাঁদ আমার কাছে সব সময়ই রহস্যময় লাগে, অন্যান্য সব সৃষ্টির মতোই।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১১
সোনাগাজী বলেছেন:
আপনি আজকাল কি কি করছেন?