নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

এক কাপ চা.......কোথায় পাবো তা?

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩২



জানালা দিয়ে বাইরে তাকালে কেমন যেন এক আদি ভৌতিক আবেশ মনে চেপে বসতে চায়। মনে মনে কল্পনা করার চেষ্টা করছি, যেন কোন এক ভীন গ্রহে আছি!!! হয়তো হঠাৎ করেই কোন তিন মাথা আর বাইশটা হাত-পা-ওয়ালা এলিয়েন ফেরিওয়ালা চোখের সামনে ভুস করে ভেসে উঠে বলবে, 'এ চা গরম! মামু, এক কাপ লাগামু?'

বাসায় আজ একলা। গিন্নী মেয়েকে-সহ শপিং-এ বেরিয়েছেন। আমি একটা জ্যাকেট পড়ে শীত উপভোগ করছি। রুমের লাইটগুলো জ্বালিয়ে রেখেছি। জানালা দিয়ে বাইরে তাকালাম। সন্ধ্যা চলে গিয়ে রাতে নেমে এলেও, চারদিকের আলোকিত এই পরিবেশে অন্ধকার তেমন একটা জেঁকে বসতে পারছে না।

সত্যি, চা-এর খুবই তেষ্টা পেয়েছে সেই কখন থেকে. অথচ, বানিয়ে দেওয়ার কেউ নেই...যা করার সব নিজেকেই করতে হবে। একাকী এই পরিবেশে কেন জানিনা, বেশ কয়েক দিন পর হঠাৎ করেই মনে হলো- বাড়িতে চা করে দেওয়ার সাথী এখন পাশে থাকলে মন্দ হতো না! লেখালেখি করতে করতে চা খেতে ইচ্ছে হলে বলা যেতো - ''এই, এক কাপ চা করে দাওনা, প্লিজ?'' হয়তো তখন কেউ চা-এর কাপ নিয়ে হাজির হয়ে মুখ ঝামটে বলতো, ''চা-টাও নিজে করতে পারো না! তুমি যে কি না!''

নাহ! জীবনটা পুরোই কেরোসিন। চা-টাও নিজে করে খেতে হচ্ছে! ধ্যাৎ!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো লিখেছেন। তবে আপনার লিখা পড়ে একটা বাঙালী প্রবাদ মনে পড়ে গেল..

"আছো তো মোজে... টোকা দিলে বাজে" B-)

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি খুব আলসে টাইপু মানুষ!

ঘুম চলে এসেছে। তবু, বসে বসে বাসা পাহারা দিতে হচ্ছে!!! এটা কিছু হলো!!!

ধন্যবাদ নিরন্তর।

২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার মন্তব্যের টাইম-স্ট্যাম্প দেখে মনে হচ্ছে রাত প্রায় দশটা। আপনার পরিবার কি এখনো বাসায় ফেরেনি? B:-)

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


না, খালাতো বোনের বিয়ে।

জিনিসপত্র সাজানো চলছে! তা-ই........ :|

ওদিকে রাজীব নুর ভাইয়ের ভূতের পোস্ট পড়ে ভয় লাগছে!!!

শুভেচ্ছা নিরন্তর।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


।। অসাধারণ একটি লেখা।


।। অসাধারণ একটি লেখা।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন দাদা...
চায়ের দাওয়াত রইলো চট্টগ্রামে...

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চায়ের দাওয়াতের জন্যে অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ওদিকে রাজীব নুর ভাইয়ের ভূতের পোস্ট পড়ে ভয় লাগছে!!!

বলেন কি! :-B

এ জন্য দ্বিতীয় বিবাহ জরুরী মনে হচ্ছে, বলেন কথা ঠিক কি না?! =p~ :P

৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: এটা কি এতই কঠিন কাজ?

৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: সুরভিকে আমি বিয়ের আগের বলেছিলাম, রাত দুটায় চা চাইলে আমাকে চা বানিয়ে দিতে হবে।
সুরভি রাজী হয়েছিলো।
সংসার জীবনে এসে সে কথা রাখেনি।
অবশ্য বাসায় চা বানিয়ে দেওয়ার অনেক লোক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.