নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সাত তলা বিল্ডিঙ্গের, পাশে থাকে বুড়ি,
জং ধরা টিন ঘর, করে বাহাদুরি।
ফুটোভরা ছাদ তার, নেই কোন দোর,
শীতের সকালে তার, নেই কোন চাদর।
আলুথালু বেশে থাকে, পড়া ছিড়ে শাড়ি,
থরথরে কেপে উঠে, যায় যখন গাড়ি।
ছিটছিটে কাথাতে, কাটে তার বেলা,
নেই কেঊ সঙ্গেতে, পান্তাভাত গেলা।
এক ফোটা তেল তার, হয়না যে জোটা,
জটা ধরা চুল তার, ঝড়ে খড়কুটা।
জীবন জঙ্গেতে, দেখো পথচারী,
নাগপাশ চারিপাশে, কত আহাজারী।
১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ নিরন্তর, প্রিয় রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: হৃদয় ছুয়ে গেলো।