নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
"আপনার চুলগুলা কি লাগানো? কেমন যেন!" - আমার বড় বড় চুল দেখে এমনই প্রশ্ন করে বসেছিলো ছোট্ট এনায়েতউল্লাহ। বয়স ৮-৯ হবে। ছেলেটির এমন প্রশ্ন শুনে আগ্রহী হয়ে জিজ্ঞাসা করেছিলাম, তার বাবা কোথায়? তখন তার পিছনে বসে থাকা নূর কায়েদা জানায় যে তাদের দুজনের বাবাই গত ঝড়ের সময়ে 'দইজ্জা'-তে গিয়ে আর ফিরে আসেনি। মনটা একটু খারাপ হয়ে গেলো। ওদেরকে নিয়ে সাগরের পাড়ে বসলাম।
গিয়েছিলাম কক্সবাজার। আমার ভাতিজীর বৌভাতে। দ্বিতীয় দিন একটু ফাঁক পেয়ে চলে গেলাম হিমছড়ি, অটো ভাড়া করে। যাওয়া-আসা ৩০০ টাকা চুক্তি। হিমছড়িতেই দেখা হয়ে গেলো এই ৩টি ছেলে-মেয়ের সাথে। মেয়ে দুটোর নাম- নূর কায়েদা এবং মুক্তা আক্তার। আর, ছেলেটির নাম এনায়েতউল্লাহ। তারা সবাই মক্তবে পড়ে।.... হিমছড়ির পাহাড়ের ঐ মক্তবে পড়া এই ছেলে-মেয়েগ্যুলো আমাকে সূরা পড়ে শোনায়।.....এরপরে, আমরা এই চারজনে মিলে এনায়েতউল্লাহর নেতৃত্বে সবার বাবা-মা'র জন্যে খোদাতায়ালার কাছে হাত তুলি।
আজ দুপুরে ফিরে এসেছি ঢাকাতে। এসে ব্লগে ঢুকেই দেখি আমার ব্লগ পেইজের ভিউ ৩ লক্ষ ছাড়িয়েছে! সবার কাছে দোয়ার অনুরোধ থাকলো!
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
না, ভাই!!! প্রাকৃতিক ভাবেই এরকম।
আপনার পেইজও ৩ লক্ষ ভিউ ক্রস করেছে!!! অভিনন্দন!
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
ফেনা বলেছেন: শুভকামনা রইল।
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৪
ইফতেখার ভূইয়া বলেছেন: এই রংয়ের চুল দেখলে আমার কেন জানি বরাবরই ওরাংওটাং এর কথা মনে পড়ে। আমি প্রাকৃতিক রংটাই স্বাভাবিক আর সুন্দর বলে মনে করি। ধন্যবাদ।
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওরাংওটাং!!! হায়, হায়, হায়!!!
এই কালার করাতে কত লেগেছে, জানেন????!!!!
আর, আপনি ওরাংওটাং-এর সাথে বিবেচনা করছেন!!!! ইয়া মাবুদ!!!
শুভেচ্ছা নিরন্তর।
৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৮
শায়মা বলেছেন: হিমছড়িতে তারা একটা টকফল বিক্রি করে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট হাত দিয়ে মসলা মেখে দেয় তারপর কোমর থেকে ছোট ছোট কাগজের পাতায় মুড়িয়ে দেয় সেই টকফলগুলো।
কি যে কষ্ট লাগে ভাইয়া। কলিজা ফেটে যায়। তোমার পোস্ট দেখে আমার সেই ছেলেমেয়েগুলোকেই মনে পড়ে গেলো!
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপুনি, তুমি বোধ হয় 'আনারকলি' ফলের কথা বলছো?
এইবারে গিয়ে ঐ ফল পাই নাই! যদিও খুব একটা খুঁজি নাই।
আমাকে কি সুন্দর করে যে সূরা পড়ে শোনালো নূর কায়েদা নামের মেয়েটা!!! আর, এনায়েতুল্লাহ তো হেসে কুটিকুটি!!!
আমি ভিডিও করেছি। আমার ফেবু ওয়ালে পাবে।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৬
আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,
শুভ কামনা আর অভিনন্দন।
সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে এনায়েতউল্লাহর মতো বাবা-মা হীন কতো যে এনায়েতউল্লাহরা আছে!!!!!!!
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া!!!
এনায়েতউল্লাহ'র মতো শিশুদের জন্যে আমাদের অনেক কিছু করার আছে।
আমি চেষ্টা করবো কিছু একটা করতে।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে মনে আঘাত দেয়ার দৃষ্টিকোণ থেকে বলিনি, মনের কথাটাই বলেছি।
যাইহোক বাচ্চাদের কথা বলছিলেন। আমার আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেলে একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছে আছে। সেটা সম্ভব না হলে অন্তত কিছু বৃদ্ধাশ্রমকে সহায়তা করার ইচ্ছে পোষণ করি। বাচ্চাদের জন্য কি করা যায় ভাবছি। ধন্যবাদ।
১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দুঃখ প্রকাশ করার জন্যে আন্তরিক ধন্যবাদ।
আমি মনে কষ্ট পাইনি, মজা পেয়েছি খুব!!!
শুভেচ্ছা নিরন্তর।
৭| ১০ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:৫৯
মিরোরডডল বলেছেন:
ইফতেখার ভূইয়া বলেছেন: এই রংয়ের চুল দেখলে আমার কেন জানি বরাবরই ওরাংওটাং এর কথা মনে পড়ে।
ইফতি দেখি খুব দুষ্টু
১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দুষ্টু দুষ্টু দুষ্টু!!!
শুভেচ্ছা নিরন্তর।
৮| ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: মিরোরডডল বলেছেন: ইফতি দেখি খুব দুষ্টু
আমি আমার মনের কথাই বলেছি তবে কাউকে মনে কষ্ট দেয়ার উদ্দেশ্যে অবশ্যই নয়। লেখক আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকলে আমি আবারও আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আরে!!! আপনি দেখি মন খারাপ করে ফেলেছেন!!!
আমি আসলেই মনে কষ্ট পাই নাই! বরং, হেসেছি খুব!!!
এই রং করার পরে থেকে বহু ঝামেলায় পড়ছি!!!! আমাকে পুরো বুড়ো বানিয়ে দিয়েছে!!!
বৌ আর আগের মতো সেলফই তুলে না আমার সাথে!!!
শুভেচ্ছা নিরন্তর।
৯| ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫১
শেরজা তপন বলেছেন: অভিনন্দন- আমি আপনার পেছনে আছি
১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
আমি চেষ্টা করবো একটি স্কুল দেওয়ার। অথবা, ঐ মাদ্রাসার সাথে মিলে আইটি রিলেটেড কোন ট্রেনিং দেওয়ার।
আমি শুরু করলে জানাবো।
ধন্যবাদ নিরন্তর।
১০| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: নতুন লাল চুলে আপনাকে সুন্দর লাগছে।
একটা সিলেটি গান গেয়েছেন খালি গলায়। গানটা ভালো লেগেছে।
৩ লাখ ভিউ হওয়ায় আপনাকে অভিনন্দন।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
নতুন বলেছেন: "আপনার চুলগুলা কি লাগানো?