নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনে বাচ্চাদের উপর দয়া করে বোমা বর্ষন করবেন না

২৫ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৬



বাচ্চাটি হা করে আকাশের দিকে তাকিয়ে আছে! সেখানে অজস্র ছোট ছোট বিন্দু। সে জানে না, সেই বিন্দুগুলোর নাম ফাইটার বিমান। সেই বিমানগুলোর পেট থেকে আরো ছোট ছোট কি যেন দ্রুত তার মাথার উপরে নেমে আসছে!

সে যখন মায়ের পেটে ছিলো, তার বাবা তাদের একা রেখে চির জীবনের জন্যে আকাশে চলে গিয়েছিলেন। মা এমনটাই বলেন। রাত যখন গভীর হয়, তখন মা তাকে কোলে নিয়ে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বাবাকে দেখিয়ে দেন। সেখানে উজ্জ্বল তারাগুলোর একটাই বুঝি তার বাবা!!!
.
ঐ আকাশ থেকেই আজ ঐসব বিন্দুগুলোতে করে বাবা তার জন্যে কিছু পাঠাচ্ছেন কি!!! বাচ্চাটি ভাবে। কিন্তু, বাবা তারাটি তো সাদা, উজ্জ্বল! আর, আজকের দিনের আকাশের বিন্দুগুলো তো কেমন যেন কালো কালো! তাহলে???
.
বাচ্চাটির মাথার উপরের কালো তারাগুলো আস্তে আস্তে বড় হতে হতে মাটি ছোঁয়, জেট বিমান থেকে ছোড়া বোমের তীব্র ধাক্কায় বাচ্চাটির কমল দেহটি কিছু বুঝে উঠার আগেই মাটিতে মিশে যায়!


===========
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে ইমেইল পাঠানোর কথা চিন্তা করছি।
জানি কাজ হবে না। তবু, কয়েক লক্ষ ইমেইল পাঠাতে পারলে বেশ হবে।
ইমেইল পাঠানোর ঠিকানা-
[email protected]
================================================

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:




আমি ইমেইল পাঠায়েছি; যুদ্ধের পর, ইহুদী ওকে খেয়ে ফেলবে।

২| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৩

সোনাগাজী বলেছেন:



আমি ইমেইল পাঠায়েছি; যুদ্ধের পর, *ইহুদীরা ওকে খেয়ে ফেলবে।

৩| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪৫

গেছো দাদা বলেছেন: ।

৪| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১২

জ্যাক স্মিথ বলেছেন: দয়া করে হামাসকে ফোন করে অতি শীঘ্রই ২০০ জন জিম্মিদের মুক্তি দিতে বলুন- মহুর্তেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। যতদুর জানি ইসরাইলের একজন নাগরিকও হামাসের হাতে জাম্মি থাকা অবস্থায় এ হামলা বন্ধ হবে না। হামাস গাজাবাসীকে গিণিপপে পরিণত করেছে মাত্র।

৫| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: অসহায় অবুঝ বাচ্চা গুলো আহত হচ্ছে নিহত হচ্ছে। এটা আমাকে খুব যন্ত্রনা দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.