নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি মানুষ চিনতে খুব কমই ভুল করে থাকি। ব্লগার চাঁদগাজীকে চিনতেও আমার ভুল হয় নাই। তাঁকে সামুর সেরা ব্লগার বলায় অনেকেই আমাকে গাল-মন্দ করেছিলেন। কিন্তু, নরম মনের মানুষটাকে আমি ঠিকই চিনতে পেরেছিলাম।
ধন্যবাদ নিরন্তর, চাঁদগাজী ভাই!
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি আসলে কী বলতে চাইলেন পুরোটা বোঝা গেল না।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৮
নীলসাধু বলেছেন: তাই নাকি?
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী একজন ভালো ব্লগার। ভালো মানুষ। দেশপ্রেমিক এবং মানবিক মানুষ। সবচেয়ে বড় কথা উনি একজন মুক্তিযোদ্ধা।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৪৩
জগতারন বলেছেন: আমি মানুষ চিনতে খুব কমই ভুল করে থাকি।
ব্লগার চাঁদগাজীকে চিনতেও আমার ভুল হয় নাই।
তাঁকে সামুর সেরা ব্লগার বলায় অনেকেই আমাকে গাল-মন্দ করেছিলেন।
কিন্তু, নরম মনের মানুষটাকে আমি ঠিকই চিনতে পেরেছিলাম।
ধন্যবাদ নিরন্তর, চাঁদগাজী ভাই!
সহমত !!!
.।.।.।.।.।
ব্লগার চাঁদ গাজী-এর মতো মৌলিক ব্লগার এই ব্লগে খুবই বিরল।
ব্লগার চাঁদ গাজী-এর ব্লগে থাকেঃ
দেশ, বাংলাদেশের সমাজ, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা প্রবাহ,
নব্য বাংলাদেশ থেকে বর্তমানের বিভিন্ন সরকারের আমলনামা,
থাকে বিভিন্ন কুটিল ব্যাক্তির কুট-চাল, আর ্থাকে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রশাসনে থাকা বিভিন্ন জনের আমল নামা।
যা জানতে পেরে সামু পাঠক/ পাঠীকা খুব উপকৃত হয়।
আর আমরা যারা বাংলাদেশের সৃষ্টকাল থেকে পটপরিবর্তেনের প্রতক্ষদর্শী, তারা পারি সেই সমস্ত স্মৃতি মিলায়ে নিতে।
আমরা জানতে পারি বাংলাদেশের সৃষ্ট ইতিহাস আর জানি ধর্মের নামে সৃষ্ট ভণ্ড দেশ পাকিস্তানের অনেক ইতিহাস ও আমলনামা।